ETV Bharat / state

"প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে", কেন্দ্রকে আক্রমণ মমতার - Mamata Banerjee attacked the Central goverment

বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে , তাদের কাছে এই সংক্রান্ত কোনও তথ্যই নেই। এরকম একাধিক ইশুতে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই বলে বিরোধীরা অভিযোগ তোলে । এই ইশুতে কেন্দ্রকে আক্রমণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee
author img

By

Published : Sep 28, 2020, 2:43 PM IST

Updated : Sep 28, 2020, 2:50 PM IST

কলকাতা , 28 সেপ্টেম্বর : লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল । বাদল অধিবেশনে বিরোধীদের এই প্রশ্ন নিয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে ছিল না ৷ বিরোধীদের অভিযোগ, বাদল অধিবেশনে একাধিক প্রশ্নে কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না । আর আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে ৷

আজ একটি টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন , ’’আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস । বাদল অধিবেশন চলাকালীন কীভাবে কেন্দ্রীয় সরকারের (GOI ) রূপ প্রকাশ্যে এসেছে , তা দেখে আমি সত্যিই অবাক ৷ বেশিরভাগ প্রশ্নেই, কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না ৷ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে । সরকার জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। ’’

  • Today is International Day for Universal Access to Information. It is shocking how GOI got exposed during the recent Parliament session. Most answers said 'no data available'. Every citizen has a right to information. The government is answerable and accountable to the people.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, বাদল অধিবেশন চলাকালীন লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল বা তাঁদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছিল , এই বিষয়ে কোনও তথ্য রাখা হয়নি ৷ তাদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন করলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় , এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি বলে সেক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নও ওঠে না ৷ এবার এই ইশুতে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা , 28 সেপ্টেম্বর : লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল । বাদল অধিবেশনে বিরোধীদের এই প্রশ্ন নিয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে ছিল না ৷ বিরোধীদের অভিযোগ, বাদল অধিবেশনে একাধিক প্রশ্নে কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না । আর আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে ৷

আজ একটি টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন , ’’আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস । বাদল অধিবেশন চলাকালীন কীভাবে কেন্দ্রীয় সরকারের (GOI ) রূপ প্রকাশ্যে এসেছে , তা দেখে আমি সত্যিই অবাক ৷ বেশিরভাগ প্রশ্নেই, কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না ৷ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে । সরকার জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। ’’

  • Today is International Day for Universal Access to Information. It is shocking how GOI got exposed during the recent Parliament session. Most answers said 'no data available'. Every citizen has a right to information. The government is answerable and accountable to the people.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, বাদল অধিবেশন চলাকালীন লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল বা তাঁদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছিল , এই বিষয়ে কোনও তথ্য রাখা হয়নি ৷ তাদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন করলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় , এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি বলে সেক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নও ওঠে না ৷ এবার এই ইশুতে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Sep 28, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.