কলকাতা, 26 এপ্রিল: বায়ুদূষণ কমানোর লক্ষ্যে নয়া উদ্যোগ রাজ্য পরিবেশ দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । রাজ্যের বাতাসে ভাসমান ধূলিকণা কমানো ও বাতাসের গুণমান উন্নত করতে গ্রামেও ধোঁয়া বিহীন চুলা বিলির পরিকল্পনা নেওয়া হচ্ছে । কারণ, গ্রামের মানুষ গাছের শুকনো পাতা কুড়িয়ে, গোবর শুকিয়ে, পাটকাঠি দিয়ে উনুন জ্বালায় । এরফলে, বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয় । সেই ধোঁয়া নির্গমন বন্ধ করতেই এই উদ্যোগ রাজ্য পরিবেশ দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ৷
আপাতত রাজ্যের 5টি জেলার (বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও সুন্দরবন) পাঁচটি গ্রামে ধোঁয়াবিহীন উনুন বিনামূল্যে দেওয়া হবে । একইসঙ্গে ওই গ্রামে বাতাসের গুণমান মাপার যন্ত্র বসানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া । পাশাপাশি দেওয়া হবে ইনডাকশন প্লেটও । রাজ্যের গ্রামগুলিতে 1 কোটি ধোঁয়াবিহীন উনুন বণ্টনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন । সেই চাল 1200 টাকার গ্যাসে ফুটছে । গ্রামের মানুষ আর উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করতে পারছেন না । একারণেই আমরা আবার গ্রামের মানুষকে বিনামূল্যে ধোঁয়াবিহীন উনুন দেওয়ার পরিকল্পনা নিয়েছি । যাতে বায়ুদূষণও কমে, বিনামূল্যের চাল রান্না করতে পারেন । তবে, গোটাটাই পরীক্ষামূকভাবে করা হচ্ছে । আমরা এই পরীক্ষায় সফল হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রাজ্যবাসীকে দেওয়া হবে ধোঁয়াবিহীন উনুন ।"
আরও পড়ুন: দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর
পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, পরীক্ষামূলক ভাবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও সুন্দরবন এলাকার পাঁচটি গ্রামে এই ধোঁয়াবিহীন উনুন বিলি করা হবে । তবে, এই কাজ সরাসরি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা পরিবেশ দফতর করবে না । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মারফত এই কাজ হবে । সেই শিক্ষা প্রতিষ্ঠানই উনুন বিলি করবে । বিনামূল্যেই দেওয়া হবে চুলা ৷ বীরভূমের লাভপুরের এক শিক্ষা প্রতিষ্ঠান ও পুরুলিয়ার এক শিক্ষা প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ।