ETV Bharat / state

Meeting on Green Crackers: সবুজ বাজির ক্লাস্টার তৈরিতে দমকলের সঙ্গে বৈঠক পরিবেশ দফতরের

author img

By

Published : Mar 26, 2023, 10:40 PM IST

সবুজ বাজির ক্লাস্টার তৈরিতে 31 মার্চ দমকলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবেশ দফতর (Environment and fire department meeting) ৷ 50টি কর্মশালার আয়োজন করা হয়েছে সবুজ বাজি তৈরির প্রশিক্ষণে বলে জানা গিয়েছে ৷

Green Crackers
রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া

কলকাতা, 26 মার্চ: রাজ্য জুড়ে সবুজ বাজি প্রস্তুতকারকদের উৎপাদন লাইসেন্স এবং বাণিজ্য লাইসেন্স প্রদানের প্রক্রিয়াটি দ্রুত করার প্রচেষ্টায় রয়েছে সরকার । রাজ্যের পরিবেশ বিভাগ মার্চ মাসের 31 তারিখ রাজ্য ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে (Meeting on Green Crackers) । রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "আমরা সেইসব নির্মাতাদের এগিয়ে আসার জন্য একটি সমন্বিত এক উইন্ডো সিস্টেম তৈরি করতে চাই । যারা ইতিমধ্যেই নীরি (NEERI) থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছে । আমি আমার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সবুজ বাজি নির্মাতাদের মুখোমুখি হওয়ার কথা বলেছি । কোথায় সমস্যা রয়েছে তা খুঁজে বের করা, প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিয়ে সশস্ত্র হতে বলেছি । যাতে দ্রুত সমস্যার সমাধান ঘটানো যায় ।"

জানা গিয়েছে, মানস ভূঁইয়া ইতিমধ্যে রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন । অতিরিক্ত মুখ্য সচিব এবং ডিজি (ফায়ার)-সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন । ওই বৈঠকে মন্ত্রী ও তাঁর বিভাগের প্রধান সচিব রোশনি সেন এবং অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন । পরিবেশ বিভাগ রাজ্যের মধ্যে আরও সবুজ পটকা তৈরির সুবিধার্থে পশ্চিমবঙ্গতেই সবুজ বাজির জন্য একটি ক্লাস্টার স্থাপনের পরিকল্পনা করছে । যাতে তামিলনাড়ুর শিবাকাসি থেকে সবুজ বাজির আমদানি কমানো যায় । রাজ্য পরিবেশ দফতরের এক অধিকারিক বলেন, "রাজ্যে অনেক দরিদ্র বাজি প্রস্তুতকারক রয়েছে । তাদের কাছে ততটা জায়গা নেই (ভূমি) যতটা সবুজ বাজি তৈরির জন্য প্রয়োজন । তাই আমরা ক্লাস্টার ভিত্তিক পন্থা অবলম্বন করার পরিকল্পনা নিয়েছি । যাতে ওই দরিদ্র নির্মাতাদের সাধারণ স্থান দেওয়া যায় ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে সবুজ বাজি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই কারণগুলিকে চিহ্নিত করতে এবং সেই অনুযায়ী বাধা অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । যাতে রাজ্য সবুজ বাজি তৈরিতেও আত্মনির্ভরশীল হয় । তামিলনাড়ুর শিবাকাসি থেকে রাজ্যে সবুজ বাজি আমদানি বন্ধ করা সম্ভব হয় । এর মধ্যে আবার প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতি নীরির বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ বাজি উৎপাদনের ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য 50টি কর্মশালার আয়োজন করা হয়েছে ।

আরও পড়ুন: রাজ্যেই তৈরি হোক সবুজ বাজি, প্রস্তুতকারকদের থেকে আবেদন চাইলেন পরিবেশ মন্ত্রী

কলকাতা, 26 মার্চ: রাজ্য জুড়ে সবুজ বাজি প্রস্তুতকারকদের উৎপাদন লাইসেন্স এবং বাণিজ্য লাইসেন্স প্রদানের প্রক্রিয়াটি দ্রুত করার প্রচেষ্টায় রয়েছে সরকার । রাজ্যের পরিবেশ বিভাগ মার্চ মাসের 31 তারিখ রাজ্য ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে (Meeting on Green Crackers) । রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "আমরা সেইসব নির্মাতাদের এগিয়ে আসার জন্য একটি সমন্বিত এক উইন্ডো সিস্টেম তৈরি করতে চাই । যারা ইতিমধ্যেই নীরি (NEERI) থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছে । আমি আমার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সবুজ বাজি নির্মাতাদের মুখোমুখি হওয়ার কথা বলেছি । কোথায় সমস্যা রয়েছে তা খুঁজে বের করা, প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিয়ে সশস্ত্র হতে বলেছি । যাতে দ্রুত সমস্যার সমাধান ঘটানো যায় ।"

জানা গিয়েছে, মানস ভূঁইয়া ইতিমধ্যে রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন । অতিরিক্ত মুখ্য সচিব এবং ডিজি (ফায়ার)-সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন । ওই বৈঠকে মন্ত্রী ও তাঁর বিভাগের প্রধান সচিব রোশনি সেন এবং অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন । পরিবেশ বিভাগ রাজ্যের মধ্যে আরও সবুজ পটকা তৈরির সুবিধার্থে পশ্চিমবঙ্গতেই সবুজ বাজির জন্য একটি ক্লাস্টার স্থাপনের পরিকল্পনা করছে । যাতে তামিলনাড়ুর শিবাকাসি থেকে সবুজ বাজির আমদানি কমানো যায় । রাজ্য পরিবেশ দফতরের এক অধিকারিক বলেন, "রাজ্যে অনেক দরিদ্র বাজি প্রস্তুতকারক রয়েছে । তাদের কাছে ততটা জায়গা নেই (ভূমি) যতটা সবুজ বাজি তৈরির জন্য প্রয়োজন । তাই আমরা ক্লাস্টার ভিত্তিক পন্থা অবলম্বন করার পরিকল্পনা নিয়েছি । যাতে ওই দরিদ্র নির্মাতাদের সাধারণ স্থান দেওয়া যায় ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে সবুজ বাজি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই কারণগুলিকে চিহ্নিত করতে এবং সেই অনুযায়ী বাধা অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । যাতে রাজ্য সবুজ বাজি তৈরিতেও আত্মনির্ভরশীল হয় । তামিলনাড়ুর শিবাকাসি থেকে রাজ্যে সবুজ বাজি আমদানি বন্ধ করা সম্ভব হয় । এর মধ্যে আবার প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতি নীরির বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ বাজি উৎপাদনের ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য 50টি কর্মশালার আয়োজন করা হয়েছে ।

আরও পড়ুন: রাজ্যেই তৈরি হোক সবুজ বাজি, প্রস্তুতকারকদের থেকে আবেদন চাইলেন পরিবেশ মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.