ETV Bharat / state

ব্রিজ দেখভালের জন্য নজরদারি কমিটি তৈরির সিদ্ধান্ত, নিয়োগ হবে ইঞ্জিনিয়র - Engineer will be appointed for the maintenance of the bridges in kolkata

কলকাতায় বিপজ্জনক ব্রিজগুলি দেখভালের জন্য নিয়োগ করা হবে ইঞ্জিনিয়র । হাতে তথ্য আসার পর আর জোড়াতালি দিয়ে ব্রিজগুলি রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন ।

নিয়োগ হবে ইঞ্জিনিয়র
author img

By

Published : Jul 13, 2019, 12:43 AM IST

কলকাতা, 13 জুলাই : আর ঝুঁকি নিতে চায় না রাজ্য । নবান্ন চাইছে না ঘটে যাক আরও একটা পোস্তা কিংবা মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা । তাই এবার শুধুমাত্র রাজ্যের ব্রিজগুলি দেখভালের জন্য তৈরি হচ্ছে বিশেষ সেল । এই সেলে থাকবেন 21 জন ইঞ্জিনিয়র । ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পূর্ত দপ্তরের হাতে রয়েছে 1 হাজার 749টি ব্রিজ । কপালে ভাঁজ ফেলার মতো তথ্য হল, এর মধ্যে 738টিরই হাল খারাপ । 95টির অবস্থা বিপজ্জনক । এই তথ্য হাতে আসার পরই আর জোড়াতালি দিয়ে ব্রিজ রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন । অবিলম্বে বিপজ্জনক ব্রিজগুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড়সড় বিপদ । তাই শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Engineer will be appointed for the maintenance of the bridges in kolkata
কলকাতায় ব্রিজ দেখভালের জন্য নিয়োগ হবে ইঞ্জিনিয়র

গত বছর ভেঙে মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয় কয়েকজনের । তার আগে 2016 সালে পোস্তায় সেতু ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয় 27 জনের । আর কয়েকদিন আগেই উল্টোডাঙা উড়ালপুলে দেখা দেয় ফাটল ।

কলকাতা, 13 জুলাই : আর ঝুঁকি নিতে চায় না রাজ্য । নবান্ন চাইছে না ঘটে যাক আরও একটা পোস্তা কিংবা মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা । তাই এবার শুধুমাত্র রাজ্যের ব্রিজগুলি দেখভালের জন্য তৈরি হচ্ছে বিশেষ সেল । এই সেলে থাকবেন 21 জন ইঞ্জিনিয়র । ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পূর্ত দপ্তরের হাতে রয়েছে 1 হাজার 749টি ব্রিজ । কপালে ভাঁজ ফেলার মতো তথ্য হল, এর মধ্যে 738টিরই হাল খারাপ । 95টির অবস্থা বিপজ্জনক । এই তথ্য হাতে আসার পরই আর জোড়াতালি দিয়ে ব্রিজ রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন । অবিলম্বে বিপজ্জনক ব্রিজগুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড়সড় বিপদ । তাই শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Engineer will be appointed for the maintenance of the bridges in kolkata
কলকাতায় ব্রিজ দেখভালের জন্য নিয়োগ হবে ইঞ্জিনিয়র

গত বছর ভেঙে মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয় কয়েকজনের । তার আগে 2016 সালে পোস্তায় সেতু ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয় 27 জনের । আর কয়েকদিন আগেই উল্টোডাঙা উড়ালপুলে দেখা দেয় ফাটল ।

Intro:কলকাতা, 12 জুলাই: আর ঝুঁকি নিতে চায় না রাজ্য। নবান্ন কোনও ভাবেই চাইছে না ঘটে যাক আরো একটা পোস্তা কিংবা মাঝেরহাট ব্রিজের মত ঘটনা। আর তাই এবার শুধুমাত্র রাজ্যের সেতু গুলি দেখভালের জন্য তৈরি হচ্ছে বিশেষ সেল। এই সেলে থাকবেন 21 জন ইঞ্জিনিয়ার। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Body:নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পূর্ত দপ্তরের হাতে রয়েছে মোট ১৭৪৯টি সেতু। কপালে ভাঁজ ফেলার মত তথ্য হল, এর মধ্যে ৭৩৮টির হাল খারাপ। তারমধ্যে ৯৫টির অবস্থা বিপজ্জনক। তথ্য হাতে আসার পরেই আর জোড়াতালি দিয়ে ব্রিজ রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। অবিলম্বে বিপজ্জনক ব্রিজ গুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না হলে ঘটতে পারে বড়সড় বিপদ। সেই সূত্রেই শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Conclusion:নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পূর্ত দপ্তরের হাতে রয়েছে মোট ১৭৪৯টি সেতু। কপালে ভাঁজ ফেলার মত তথ্য হল, এর মধ্যে ৭৩৮টির হাল খারাপ। তারমধ্যে ৯৫টির অবস্থা বিপজ্জনক। তথ্য হাতে আসার পরেই আর জোড়াতালি দিয়ে ব্রিজ রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। অবিলম্বে বিপজ্জনক ব্রিজ গুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না হলে ঘটতে পারে বড়সড় বিপদ। সেই সূত্রেই শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.