কলকাতা, 28 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি । আগামী 3 অক্টোবর সকাল 11টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক নথিপত্রও আনতে বলা হয়েছে ইডির তরফে ।
নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি ৷ এর আগে তাঁকে ডাকা হয়েছিল গত 13 সেপ্টেম্বর ৷ সেদিন আবার ছিল বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক ৷ সেই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ৷ সেই বৈঠকে না গিয়ে অভিষেক ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন ৷
তাৎপর্যপূর্ণ আগামী 2 অক্টোবর, গান্ধি জয়ন্তীতে নয়াদিল্লিতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা তৃণমূলের ৷ 3 তারিখও সেই কর্মসূচি চলবে ৷ আর সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ডাকল ইডি ৷ তাই ইডির এই নোটিশকে অভিষেক রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে সেই অভিযোগই তিনি করেছেন ৷
এর আগেরবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে না গিয়ে ইডির অফিসে হাজিরা দেন অভিষেক ৷ সেদিন সকাল 11টা 34 মিনিটে সল্টলেকের ইডি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সেদিন সিজিও কমপ্লেক্সে আসেন ইডির একজন অতিরিক্ত ডিরেক্টর পদের আধিকারিক । পাশাপাশি ছিলেন দু'জন এসপি ও তিন জন ডিএসপি পদমর্যাদার ইডি আধিকারিক । তাছাড়াও দিল্লির সদর দফতরের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ইডির আধিকারিকরা ।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর পাননি এনফোর্সমেন্ট ডিরেক্টর গোয়েন্দারা ৷ সেই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টাতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ৷ গতবারের মতো এবারেও তাঁর বয়ান রেকর্ড করা হবে । লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই তাঁকে প্রশ্ন করা হবে ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তাঁর যোগাযোগের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হবে ৷
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে সিবিআই তলব করেছিল অভিষেককে ৷ কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে গিয়ে তিনি হাজিরা দিয়েছিলেন ৷ পরে তাঁকে ইডি ডেকে পাঠায় ৷ সেবার তিনি রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে যাননি ৷ গত 13 সেপ্টেম্বর ইডির দ্বিতীয় তলবে রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক ৷ আগামী 3 অক্টোবরও তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে ৷ প্রশ্ন উঠছে, তিনি সেদিন ইডির কাছে যাবেন ? নাকি নয়াদিল্লিতে দলের কর্মসূচিতে উপস্থিত থাকবেন ?
আরও পড়ুন: দিল্লির ধরনা নিয়ে প্রচার শুরু তৃণমূলের, চলতি সপ্তাহেই অভিষেকের ভার্চুয়াল কনফারেন্স