ETV Bharat / state

Partha-Gouri Ghosh : মনের মিল ছিল প্রচুর, গৌরীদেবীর মৃত্যু একা করে দিয়েছিল পার্থ ঘোষ-কে

মহাভারতের দুই কাল জয়ী চরিত্রের কাল্পনিক সংলাপের উপর নির্ভর করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কর্ণকুন্তী সংবাদ' কাব্যনাট্য পার্থ ও গৌরীর কন্ঠে শোনার জন্য অপেক্ষা করে থাকতেন শ্রোতারা ৷ যেখানেই যেতেন আবদার আসত কর্ণ-কুন্তী শোনার । অনুরাগীদের দাবি পূরণ করতে কুণ্ঠাবোধ করতেন না স্বামী-স্ত্রী ৷

author img

By

Published : May 7, 2022, 4:26 PM IST

Updated : May 7, 2022, 4:42 PM IST

Partha-Gouri Ghosh
Partha-Gouri Ghosh

কলকাতা, 7 মে : কালের নিয়মে 'কুন্তী' আগেই বিদায় নিয়েছিলেন ৷ আজ চলে গেলেন বাঙালির 'কর্ণ' ৷ গত বছরের অগস্টে প্রয়াত হন বাচিকশিল্পী গৌরী ঘোষ ৷ একা হয়ে যান বাচিক জগতেরই আরও এক মহীরূহ তথা গৌরী দেবীর স্বামী পার্থ ঘোষ ৷ স্ত্রী'র মৃত্য়ুর পর বেশ ভেঙে পড়েছিলেন ৷ সম্প্রতি 83 বছরের পার্থ বাবুর গলায় অস্ত্রোপচার হয় ৷ আপাতদৃষ্টিতে সুস্থ বলে মনে হলেও আজ ভোরবেলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন ৷ তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে সকাল 7টা 35 মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুর সঙ্গেই অবসান ঘটল আবৃত্তির জগতের পার্থ-গৌরী জুটির ৷

দু'জনেই দীর্ঘকাল ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন ৷ রেডিও উপস্থাপক হিসেবে পেশা জীবন শুরু হয় দম্পতির । কণ্ঠ মাধুর্যের দৌলতে খুব অল্প সময়ের মধ্যে পার্থ ও গৌরী আবৃত্তির জগতে বিশেষ স্থান দখল করে নেন। এককভাবে পার্থ ঘোষের গলায় 'শেষ বসন্ত' সকলের নজর কেড়ে নিয়েছিল । তবে পার্থ ও গৌরী ঘোষের যুগলবন্দিতে অপার জনপ্রিয়তা লাভ করে 'কর্ণকুন্তী সংবাদ' ৷ মহাভারতের দুই কাল জয়ী চরিত্রের কাল্পনিক সংলাপের উপর নির্ভর করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই বিখ্যাত কাব্যনাট্য পার্থ ও গৌরীর কন্ঠে শোনার জন্য অপেক্ষা করে থাকতেন শ্রোতারা ৷ যেখানেই যেতেন আবদার আসত কর্ণ-কুন্তী শোনার ।অনুরাগীদের দাবি পূরণ করতে কুণ্ঠাবোধ করতেন না স্বামী-স্ত্রী ৷

Partha Ghosh Dies
দু'জনের মনের মিল ছিল প্রচুর

আরও পড়ুন : Partha Ghosh Dies : বাচিক জগতে নক্ষত্রপতন ! প্রয়াত পার্থ ঘোষ, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

দু'জনের মধুর কণ্ঠের দৌলতে জনপ্রিয় হয়েছিল 'দেবতার গ্রাস', 'বিদায়' ৷ পাশাপাশি পত্নী গৌরী ঘোষের সঙ্গে পার্থ বাবুর বেশ কিছু শ্রুতিনাটক স্মরণে রাখার মতো । সেই সব শ্রুতি নাটকের মধ্যে উল্লেখযোগ্য, প্রেম, জীবন বৃত্তান্ত, স্বর্গ থেকে নীলপাখি । 2018 সালে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন পার্থ ঘোষ ৷ ইহজগতে তাঁদের পদচিহ্ন না থাকলেও কাজের মাধ্যমে বাঙালির মননে চিরকাল থেকে যাবে পার্থ ঘোষ-গৌরী ঘোষের যুগলবন্দি ৷

শিল্পীর দমদমের বাড়িটা এখন একদম নিস্তব্ধ ৷ ড্রয়িংরুমের সোফার পাশেই পড়ে রয়েছে পার্থ বাবুর প্রিয় লাল রঙা চেয়ার ৷ আর দেওয়ালময় নানা রঙের স্মৃতি ৷ কোনওটায় যুগলে প্রোগ্রাম করছেন, পুরস্কার নেওয়া ও বিভিন্ন মানুষের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার কোলাজ ৷ থরে থরে সাজানো পুরস্কার, স্মারক ৷ রয়েছে দু'জনের 25 বছরের বিবাহ বার্ষিকীর হাসিমুখের ছবি ৷ কেমন ছিল দু'জনের সাংসারিক জীবন ? দুই শিল্পীর মধ্যে কী ছিল ইগোর লড়াই ? রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশীর কথায়, কর্মক্ষেত্রের মতোই সাংসারিক জীবনেও আদর্শ জুটি ছিলেন তাঁরা ৷ তিনি বলেন, "পার্থ দা ও গৌরী দি-র মধ্যে মনের মিল ছিল প্রচুর ৷ খুনসুটিও যেমন করতেন তেমনই ছিল মনের টান ৷ তাই গৌরি দি-র চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ৷ ভেঙে পড়েছিলেন ৷"

গৌরীদেবীর মৃত্যু একা করে দিয়েছিল পার্থ ঘোষ-কে

একমাত্র ছেলে অয়ন ঘোষকে রেখে গেলেন ৷ শিল্পীর শেষকৃত্য আজই সম্পন্ন হবে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে তাঁর মরদেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে নিমতলা মহাশ্মশান ।

কলকাতা, 7 মে : কালের নিয়মে 'কুন্তী' আগেই বিদায় নিয়েছিলেন ৷ আজ চলে গেলেন বাঙালির 'কর্ণ' ৷ গত বছরের অগস্টে প্রয়াত হন বাচিকশিল্পী গৌরী ঘোষ ৷ একা হয়ে যান বাচিক জগতেরই আরও এক মহীরূহ তথা গৌরী দেবীর স্বামী পার্থ ঘোষ ৷ স্ত্রী'র মৃত্য়ুর পর বেশ ভেঙে পড়েছিলেন ৷ সম্প্রতি 83 বছরের পার্থ বাবুর গলায় অস্ত্রোপচার হয় ৷ আপাতদৃষ্টিতে সুস্থ বলে মনে হলেও আজ ভোরবেলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন ৷ তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে সকাল 7টা 35 মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুর সঙ্গেই অবসান ঘটল আবৃত্তির জগতের পার্থ-গৌরী জুটির ৷

দু'জনেই দীর্ঘকাল ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন ৷ রেডিও উপস্থাপক হিসেবে পেশা জীবন শুরু হয় দম্পতির । কণ্ঠ মাধুর্যের দৌলতে খুব অল্প সময়ের মধ্যে পার্থ ও গৌরী আবৃত্তির জগতে বিশেষ স্থান দখল করে নেন। এককভাবে পার্থ ঘোষের গলায় 'শেষ বসন্ত' সকলের নজর কেড়ে নিয়েছিল । তবে পার্থ ও গৌরী ঘোষের যুগলবন্দিতে অপার জনপ্রিয়তা লাভ করে 'কর্ণকুন্তী সংবাদ' ৷ মহাভারতের দুই কাল জয়ী চরিত্রের কাল্পনিক সংলাপের উপর নির্ভর করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই বিখ্যাত কাব্যনাট্য পার্থ ও গৌরীর কন্ঠে শোনার জন্য অপেক্ষা করে থাকতেন শ্রোতারা ৷ যেখানেই যেতেন আবদার আসত কর্ণ-কুন্তী শোনার ।অনুরাগীদের দাবি পূরণ করতে কুণ্ঠাবোধ করতেন না স্বামী-স্ত্রী ৷

Partha Ghosh Dies
দু'জনের মনের মিল ছিল প্রচুর

আরও পড়ুন : Partha Ghosh Dies : বাচিক জগতে নক্ষত্রপতন ! প্রয়াত পার্থ ঘোষ, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

দু'জনের মধুর কণ্ঠের দৌলতে জনপ্রিয় হয়েছিল 'দেবতার গ্রাস', 'বিদায়' ৷ পাশাপাশি পত্নী গৌরী ঘোষের সঙ্গে পার্থ বাবুর বেশ কিছু শ্রুতিনাটক স্মরণে রাখার মতো । সেই সব শ্রুতি নাটকের মধ্যে উল্লেখযোগ্য, প্রেম, জীবন বৃত্তান্ত, স্বর্গ থেকে নীলপাখি । 2018 সালে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন পার্থ ঘোষ ৷ ইহজগতে তাঁদের পদচিহ্ন না থাকলেও কাজের মাধ্যমে বাঙালির মননে চিরকাল থেকে যাবে পার্থ ঘোষ-গৌরী ঘোষের যুগলবন্দি ৷

শিল্পীর দমদমের বাড়িটা এখন একদম নিস্তব্ধ ৷ ড্রয়িংরুমের সোফার পাশেই পড়ে রয়েছে পার্থ বাবুর প্রিয় লাল রঙা চেয়ার ৷ আর দেওয়ালময় নানা রঙের স্মৃতি ৷ কোনওটায় যুগলে প্রোগ্রাম করছেন, পুরস্কার নেওয়া ও বিভিন্ন মানুষের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার কোলাজ ৷ থরে থরে সাজানো পুরস্কার, স্মারক ৷ রয়েছে দু'জনের 25 বছরের বিবাহ বার্ষিকীর হাসিমুখের ছবি ৷ কেমন ছিল দু'জনের সাংসারিক জীবন ? দুই শিল্পীর মধ্যে কী ছিল ইগোর লড়াই ? রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশীর কথায়, কর্মক্ষেত্রের মতোই সাংসারিক জীবনেও আদর্শ জুটি ছিলেন তাঁরা ৷ তিনি বলেন, "পার্থ দা ও গৌরী দি-র মধ্যে মনের মিল ছিল প্রচুর ৷ খুনসুটিও যেমন করতেন তেমনই ছিল মনের টান ৷ তাই গৌরি দি-র চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ৷ ভেঙে পড়েছিলেন ৷"

গৌরীদেবীর মৃত্যু একা করে দিয়েছিল পার্থ ঘোষ-কে

একমাত্র ছেলে অয়ন ঘোষকে রেখে গেলেন ৷ শিল্পীর শেষকৃত্য আজই সম্পন্ন হবে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে তাঁর মরদেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে নিমতলা মহাশ্মশান ।

Last Updated : May 7, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.