কলকাতা, 6 জুন : রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবন রাজভবন। আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। তবে তার ফাঁক গলে ভিতরে ঢুকছে একাধিক সারমেয়। তাদের জ্বালায় নাকি অতিষ্ট রাজভবনের অন্দরমহল ! শেষমেশ সুরাহা পেতে রাজভবন থেকে ফোন এল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগে (stray dogs infestation at Raj Bhavan)।
আবেদন যত দ্রুত সম্ভব সারমেয়দের নিয়ে যাওয়ার জন্য। বিরাট এলাকাজুড়ে রাজভবনে সারমেয়দের উপদ্রব নতুন নয়। জানা গিয়েছে, এর আগে বেশ কিছু দিন আগে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগে ফোন করে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে একটি দল পাঠিয়ে দুটি সারমেয়কে নিয়ে আসা হয়। এই ঘটনার পরে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রাজভবনবাসী।
তবে কয়েক দিনের মধ্যেই ফের সারমেয়দের উপদ্রব শুরু হয়েছে । এক আধিকারিকের কথায়, এর আগে ফোন এলে বেশ কয়েকটি সারমেয়কে নিয়ে আসা হয়। রাজভবনের আঁটোসাঁটো নিরাপত্তার মাঝেই বিরাট-বিরাট রেলিংয়ের ফাঁক গলে বারে-বারে ভিতরে ঢুকে পড়ছে সারমেয়। আবার একটি দল পাঠানো হবে মঙ্গলবার। রাজভবনে থাকেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। থাকেন তাঁর প্রয়োজনীয় কাজের লোকজন থেকে নিরাপত্তা কর্মী।
আরও পড়ুন : বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের বাড়ির দরজা ভেঙে উদ্ধার পোষ্য সারমেয়
পথ সারমেয়দের বারেবারে প্রবেশ ও অভ্যন্তরে উপদ্রবে অতিষ্ট সকলেই। তাই এই অযাচিত সমস্যা সমাধানে কলকাতা পৌরনিগমের দ্বারস্থ রাজভবন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। আগামিদিনে আবারও এমন সমস্যার সম্মুখীন হতে পারে বলেই সংশয় পৌরনিগমের। তবে কর্তাদের আশ্বাস, তাঁরা এমন গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের সমস্যার কথা জানতে পারলে চটজলদি ব্যবস্থা নেবেন।