বিধাননগর, 6 সেপ্টেম্বর : মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হওয়ায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান । বিমানটি দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় এক যুবতির ৷ তাই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ অসুস্থ ওই যুবতি মালয়েশিয়ার বাসিন্দা ৷
ওই যুবতি ডাক্তারি পড়ুয়া ৷ সে দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ আজ সকালে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় তাঁর ৷ সহযাত্রীরা তাঁর এই অবস্থা দেখে বিমান সেবিকাদের খবর দেয় ৷ বিমান সেবিকারা পাইলটকে খবর দেয় ৷ পাইলট ATC-র সঙ্গে যোগাযোগ করে ৷ সেই সময় কাছাকাছি বিমানবন্দর হিসেবে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেয় ATC ৷
কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দরের কর্মীদের সহযোগিতায় ওই যুবতিকে চার্নক হাসপাতলে ভরতি করা হয় । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।