ETV Bharat / state

যাত্রীর খিঁচুনি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের - emergency landing of a Indigo flight in kolkata

অসুস্থ ওই যুবতি ডাক্তারি পড়ুয়া ৷ সে দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ আজ সকালে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় তাঁর ৷ সহযাত্রীরা তাঁর এই অবস্থা দেখে বিমান সেবিকাদের খবর দেয় ৷ বিমান সেবিকারা পাইলটকে খবর দেয় ৷ পাইলট ATC-র সঙ্গে যোগাযোগ করে ৷ সেই সময় কাছাকাছি বিমানবন্দর হিসেবে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেয় ATC ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 6, 2019, 9:58 PM IST

Updated : Sep 7, 2019, 5:37 PM IST

বিধাননগর, 6 সেপ্টেম্বর : মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হওয়ায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান । বিমানটি দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় এক যুবতির ৷ তাই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ অসুস্থ ওই যুবতি মালয়েশিয়ার বাসিন্দা ৷

ওই যুবতি ডাক্তারি পড়ুয়া ৷ সে দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ আজ সকালে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় তাঁর ৷ সহযাত্রীরা তাঁর এই অবস্থা দেখে বিমান সেবিকাদের খবর দেয় ৷ বিমান সেবিকারা পাইলটকে খবর দেয় ৷ পাইলট ATC-র সঙ্গে যোগাযোগ করে ৷ সেই সময় কাছাকাছি বিমানবন্দর হিসেবে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেয় ATC ৷

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দরের কর্মীদের সহযোগিতায় ওই যুবতিকে চার্নক হাসপাতলে ভরতি করা হয় । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

বিধাননগর, 6 সেপ্টেম্বর : মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হওয়ায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান । বিমানটি দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় এক যুবতির ৷ তাই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ অসুস্থ ওই যুবতি মালয়েশিয়ার বাসিন্দা ৷

ওই যুবতি ডাক্তারি পড়ুয়া ৷ সে দিল্লি থেকে মালয়েশিয়া যাচ্ছিল ৷ আজ সকালে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় ৷ সেই সময় খিঁচুনি শুরু হয় তাঁর ৷ সহযাত্রীরা তাঁর এই অবস্থা দেখে বিমান সেবিকাদের খবর দেয় ৷ বিমান সেবিকারা পাইলটকে খবর দেয় ৷ পাইলট ATC-র সঙ্গে যোগাযোগ করে ৷ সেই সময় কাছাকাছি বিমানবন্দর হিসেবে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেয় ATC ৷

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দরের কর্মীদের সহযোগিতায় ওই যুবতিকে চার্নক হাসপাতলে ভরতি করা হয় । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

Intro:

বিধাননগর, ৬ সেপ্টেম্বর: যাত্রী অসুস্থ হয়ে পড়ায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গেছে দিল্লি থেকে মালয়েশিয়া যাওয়ার সময় মাঝ আকাশে খিঁচুনীতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এক তরুণী বিমানযাত্রী। জরুরী অবতরণের পর ওই যাত্রীকে চারণক হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার দেবাশীষ চৌধুরীর চিকিৎসাধীন রয়েছে শান য়ং লি নামে ওই মালয়েশিয়ার বাসিন্দা ওই তরুণী ।

Body:বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে দিল্লি থেকে বিমান ওড়ার পরে আজ সকালে মাঝ আকাশে খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে শান য়ং লি নামে ডাক্তারি পড়ুয়া ওই তরুণী। সহযাত্রীরা তার অবস্থা এই দেখে দেখে বিমান সেবিকাকে খবর দেয়। বিমান সেবিকা পাইলট কে জানালে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে। সেই সময় কাছাকাছি কলকাতা বিমানবন্দরে ল্যান্ডিং করার নির্দেশ দেয় এটিসি। এটিসি তরফ থেকে জরুরি ভিত্তিতে অবতরণ করার ব্যবস্থা করা হয়। এরপর এই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। দ্রুত বিমান এবং বিমানবন্দরের কর্মীদের সহযোগিতায় এয়ারপোর্টের কাছাকাছি চিনার পার্ক এলাকার ওই চার্নক হাসপাতলে ওই তরুণীকে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।Conclusion:
Last Updated : Sep 7, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.