ETV Bharat / state

ফুটওভার ব্রিজ কাজের জন্য বন্ধ থাকবে ইএম বাইপাসের একাংশ, নিয়ন্ত্রিত হবে যানচলাচল - ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস

EM Bypass will Partially Closed for Footover Bridge Work: ফুটওভার ব্রিজ কাজের জন্য শনিবার রাত থেকে কয়েকঘণ্টার জন্য বন্ধ থাকবে ইএম বাইপাসের একাংশ ৷ মূলত, রুবি মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময় ঘোষপাড়া মোড়ে ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তাই ওই সময় বাইপাসের দক্ষিণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 5:16 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: শনিবার অর্থাৎ, আজ রাত থেকে রবিবার ভোর 4টে পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে দক্ষিণের একাংশে যান চলাচল বন্ধ থাকবে ৷ ফলে বাইপাসের নির্দিষ্ট অংশের মধ্যে যান চলাচল বন্ধ রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ কলকাতা ট্রাফিক গার্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবি থেকে গড়িয়ার দিকে আসতে ঘোষপাড়া মোড়ে ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তাই রাতে 6 ঘণ্টার জন্য বাইপাস হয়ে চলাচলকারী সব গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে ৷

কলকাতা ট্রাফিক গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষপাড়া মোড়ে একটি ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তার জন্য বাইপাসের দু’দিকে রাস্তায় বিশালাকৃতির বেশ কয়েকটি ক্রেন রাখা থাকবে ঘোষপাড়া মোড়ে ৷ তাই 16 ডিসেম্বর শনিবার রাত 10টা থেকে 17 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত দক্ষিণ কলকাতায় বাইপাসের কিছু অংশে উভয়দিকে যান চলাচল করবে না ৷ তবে, রাতে বাইপাস হয়ে চলাচলকারী যাত্রীবাহি, প্রাইভেট ও বড় পণ্যবাহী সব গাড়ির অভিমুখ নির্দিষ্ট কয়েকটি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে ৷

রুবির দিকে যাওয়া বড় গাড়ি অর্থাৎ, পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে দক্ষিণ পাটুলি মোড় থেকে বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে পাস করানো হবে ৷ সেই গাড়িগুলি রাজা এসসি মল্লিক রোড কানেক্টর হয়ে সুলেখা মোড় থেকে ফের বাইপাসে উঠে রুবির দিকে যেতে পারবে ৷ আবার উত্তর থেকে আসা গড়িয়ামুখী পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে অভিষিক্তা মোড় থেকে ডানদিকে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর দিয়ে রাজা এসসি মল্লিক রোড এবং বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে বাইপাসে তুলে দেওয়া হবে ৷

অন্যদিকে, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইকগুলির যাতায়াতের জন্য অন্য রাস্তা নির্ধারণ করেছে কলকাতা ট্রাফিক গার্ড ৷ এক্ষেত্রে গড়িয়া অভিমুখে যাওয়া গাড়িগুলিকে পিয়ারলেস হাসপাতালের সামনের কাটআউট দিয়ে ঘুরিয়ে পঞ্চসায়র রোড, ঢালাই ব্রিজ ও গড়িয়া স্টেশন রোড দিয়ে ফের বাইপাসে তোলা হবে ৷ একইভাবে গড়িয়া থেকে রুবির দিকে আসা গাড়িগুলিকে চালানো হবে ৷

লালবাজার সূত্রে খবর, সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ একটি সমীক্ষা করেছিল ৷ সেই সমীক্ষার রিপোর্ট জানা গিয়েছে, বাইপাসে ঘোষপাড়া মোড়ে সবচেয়ে বেশি পথদুর্ঘটনা ঘটে ৷ এর ফলে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ সেখানকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, ঘোষপাড়া মোড়ে একটি ফুটওভার ব্রিজ করা হোক ৷ তার জন্য স্থানীয়রা একাধিকবার কেএমডিএ-কে চিঠি দিয়েছিল ৷ অবশেষে সেই দাবি মেনে, ফুটওভার ব্রিজ বসানোর কাজ শুরু হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ইএম বাইপাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে কলকাতা পৌরনিগম, জানালেন মেয়র
  2. বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন
  3. 'নীড় ছোট ক্ষতি নেই...', চালুর পথে হেমন্ত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত মেট্রো স্টেশন

কলকাতা, 16 ডিসেম্বর: শনিবার অর্থাৎ, আজ রাত থেকে রবিবার ভোর 4টে পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে দক্ষিণের একাংশে যান চলাচল বন্ধ থাকবে ৷ ফলে বাইপাসের নির্দিষ্ট অংশের মধ্যে যান চলাচল বন্ধ রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ কলকাতা ট্রাফিক গার্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবি থেকে গড়িয়ার দিকে আসতে ঘোষপাড়া মোড়ে ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তাই রাতে 6 ঘণ্টার জন্য বাইপাস হয়ে চলাচলকারী সব গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে ৷

কলকাতা ট্রাফিক গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষপাড়া মোড়ে একটি ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তার জন্য বাইপাসের দু’দিকে রাস্তায় বিশালাকৃতির বেশ কয়েকটি ক্রেন রাখা থাকবে ঘোষপাড়া মোড়ে ৷ তাই 16 ডিসেম্বর শনিবার রাত 10টা থেকে 17 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত দক্ষিণ কলকাতায় বাইপাসের কিছু অংশে উভয়দিকে যান চলাচল করবে না ৷ তবে, রাতে বাইপাস হয়ে চলাচলকারী যাত্রীবাহি, প্রাইভেট ও বড় পণ্যবাহী সব গাড়ির অভিমুখ নির্দিষ্ট কয়েকটি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে ৷

রুবির দিকে যাওয়া বড় গাড়ি অর্থাৎ, পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে দক্ষিণ পাটুলি মোড় থেকে বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে পাস করানো হবে ৷ সেই গাড়িগুলি রাজা এসসি মল্লিক রোড কানেক্টর হয়ে সুলেখা মোড় থেকে ফের বাইপাসে উঠে রুবির দিকে যেতে পারবে ৷ আবার উত্তর থেকে আসা গড়িয়ামুখী পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে অভিষিক্তা মোড় থেকে ডানদিকে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর দিয়ে রাজা এসসি মল্লিক রোড এবং বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে বাইপাসে তুলে দেওয়া হবে ৷

অন্যদিকে, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইকগুলির যাতায়াতের জন্য অন্য রাস্তা নির্ধারণ করেছে কলকাতা ট্রাফিক গার্ড ৷ এক্ষেত্রে গড়িয়া অভিমুখে যাওয়া গাড়িগুলিকে পিয়ারলেস হাসপাতালের সামনের কাটআউট দিয়ে ঘুরিয়ে পঞ্চসায়র রোড, ঢালাই ব্রিজ ও গড়িয়া স্টেশন রোড দিয়ে ফের বাইপাসে তোলা হবে ৷ একইভাবে গড়িয়া থেকে রুবির দিকে আসা গাড়িগুলিকে চালানো হবে ৷

লালবাজার সূত্রে খবর, সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ একটি সমীক্ষা করেছিল ৷ সেই সমীক্ষার রিপোর্ট জানা গিয়েছে, বাইপাসে ঘোষপাড়া মোড়ে সবচেয়ে বেশি পথদুর্ঘটনা ঘটে ৷ এর ফলে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ সেখানকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, ঘোষপাড়া মোড়ে একটি ফুটওভার ব্রিজ করা হোক ৷ তার জন্য স্থানীয়রা একাধিকবার কেএমডিএ-কে চিঠি দিয়েছিল ৷ অবশেষে সেই দাবি মেনে, ফুটওভার ব্রিজ বসানোর কাজ শুরু হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ইএম বাইপাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে কলকাতা পৌরনিগম, জানালেন মেয়র
  2. বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন
  3. 'নীড় ছোট ক্ষতি নেই...', চালুর পথে হেমন্ত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত মেট্রো স্টেশন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.