ETV Bharat / state

কমিশনকে নকুলদানা খাওয়ানোর নিদান, অনুব্রতকে শোকজ় - show cause letter

কমিশনকে নকুলদানা খাওয়ানোর নিদান দেওয়ায় অনুব্রত মণ্ডলকে শোকজ় করল বীরভূমের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 26, 2019, 6:38 PM IST

Updated : Mar 26, 2019, 10:26 PM IST

কলকাতা, 26 মার্চ : কমিশনকে নকুলদানা খাওয়াব। বিতর্কিত মন্তব্যের জেরে ফের শোকজ় করা হল অনুব্রত মণ্ডলকে। আজ বীরভূমের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক তাঁকে শোকজ় করেন। 48ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

অনুব্রত মণ্ডলের পাঁচন, নকুলদানা তত্ত্বে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধীদের পাঁচনের বারি ও জল নকুলদানা খাওয়ানোর কথা বলেছিলেন তিনি। এই বক্তব্যের জেরে তাঁকে শোকজ়ও করা হয়। 22 মার্চ (শুক্রবার) লাভপুরের একটি সভা থেকে কমিশনকে নকুলদানা খাওয়ানোর নিদান দেন।

অনুব্রতর এই বিতর্কিত মন্তব্যের জন্য আজ তাঁকে শোকজ় করেন বীরভূমের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক। 48 ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

কলকাতা, 26 মার্চ : কমিশনকে নকুলদানা খাওয়াব। বিতর্কিত মন্তব্যের জেরে ফের শোকজ় করা হল অনুব্রত মণ্ডলকে। আজ বীরভূমের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক তাঁকে শোকজ় করেন। 48ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

অনুব্রত মণ্ডলের পাঁচন, নকুলদানা তত্ত্বে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধীদের পাঁচনের বারি ও জল নকুলদানা খাওয়ানোর কথা বলেছিলেন তিনি। এই বক্তব্যের জেরে তাঁকে শোকজ়ও করা হয়। 22 মার্চ (শুক্রবার) লাভপুরের একটি সভা থেকে কমিশনকে নকুলদানা খাওয়ানোর নিদান দেন।

অনুব্রতর এই বিতর্কিত মন্তব্যের জন্য আজ তাঁকে শোকজ় করেন বীরভূমের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক। 48 ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Last Updated : Mar 26, 2019, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.