কলকাতা, 7 জানুয়ারি: রাজ্যে ক্রমশই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ তার মধ্যেই রাজ্যের 4 পৌরনিগমে নির্বাচন রয়েছে ৷ এবার পৌরভোটের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য নির্বাচন কমিশন । 22 জানুয়ারি যে 4 পৌরসভায় ভোট হবে তার প্রচার বা সভার ক্ষেত্রে 500 জনের পরিবর্তে 250 জনই উপস্থিত থাকতে পারবে বলে জানিয়েছে কমিশন (EC Order For Municipal Election)।
কিছুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নির্বাচনী প্রচারের জমায়েতের বিষয়ে। রাজ্যে সংকটজনক অবস্থা করোনা পরিস্থিতির। এর মধ্যে বন্ধ হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক মেলা এবং উৎসব-অনুষ্ঠান। তবে হবে গঙ্গাসাগর মেলা এবং পৌর নির্বাচন। আসন্ন পৌরভোটের প্রচারে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর বিধিনিষেধ জারি করল।
আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি
খোলা জায়গায় সভার ক্ষেত্রে নির্বাচনী কমিশন জানিয়েছে যে 500 জনের পরিবর্তে 250 জনের জমায়েত করা যাবে। প্রচারসভা বা মিছিলের বদলে ডিজিট্যাল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নিযুক্ত 17 জন পর্যবেক্ষকের 5 জনই বর্তমানে কোভিড আক্রান্ত। ফলে, নতুন করে পুনরায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচনী গাইডলাইনের দুটি ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন।