কলকাতা, 29 মার্চ : কান্দির জনসভায় কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরির বিতর্কিত মন্তব্যের জেরে জেলা ইলেক্টোরাল অফিসারের কাছে রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।
গতকাল কান্দির জনসভায় বক্তৃতা দেওয়ার সময় নাম না করে অনুব্রতকে হুঁশিয়ারি দিয়ে অধীর চৌধুরি
বলেন, "বীরভূমের এক পালোয়ান বলছে আমাদের পাচন দেবে। বলেছি পুলিশ বাবাকে সরিয়ে একবার সামনে আয় তোকে পাচনের নাচন দেখাব। এমন বাহাদুর সামনে পিছনে পুলিশ। মেয়েদের হাতে যাতে মার না খেতে হয় তার জন্য চারটে মেয়ে পুলিশও রেখেছে।"
তিনি আরও বলেন, "কুরবানির সময় বেলডাঙার হাটে গেছিলাম। একটি জায়াগায় খুব ভিড় করে লোকজন বকরি কিনছিল। আমি জিজ্ঞাসা করলাম এত ভিড় কেন ? ওরা বলল সস্তায় চাইনিজ় বকরি পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কী হয় চাইনিজ় বকরিতে। বলল এরা খাবে দাবে নিবে আর পালাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যেও আমাদের অনেক চাইনিজ় বকরি চলে গেছে। কংগ্রেসের খেয়ে নিয়ে বড় হয়ে এখন বলছে কংগ্রেস খারাপ।"
অধীরের এই মন্তব্যের জেরে আজ DEO-র কাছে রিপোর্ট চাইল কমিশন।