কলকাতা, ২৩ মার্চ : বিপাকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর করা মন্তব্যের জেরে তাঁর কাছে জবাব তলব করলেন ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার। 48 ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জেলাশাসকের কাছে রিপোর্ট চায়। আজ জেলাশাসক অজিত মাইতির কাছে জবাব চেয়ে চিঠি পাঠান।
গত 20 মার্চ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অজিত। তিনি বলেছিলেন, "বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ধমক দিলে হাত মুচড়ে দেবেন। ৫০০, ১০০০ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ঘাটালে দাঁড় করিয়ে দিন। আমাদের এই লোকেদের নুন, লঙ্কা, লাঠি, বল্লম কিছু লাগবে না। মাথা তুলে গর্জন দিয়ে বলবে, কেন্দ্রীয় বাহিনী তোমরা যদি মরদের (পুরুষের) বাচ্চা হয়ে থাক তাহলে গণতান্ত্রিক চেতনাসম্পন্ন এই মানুষদের উপর স্টিম রোলার চালিয়ে দেখাও।" বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি কী উত্তর দেন সেটাই এখন দেখার।