কলকাতা, 30 অক্টোবর: ইডি দফতরে এলেন রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ৷ সোমবার বেলা 10টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে একটি চিঠি নিয়ে হাজিরা দিতে আসেন তিনি ৷
রেশন বন্টন দুর্নীতি মামলায় 26 অক্টোবর রাজ্যের আটটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তার মধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর দাদা দেবপ্রিয় মল্লিকের সল্টলেক বিসি 244 এবং বিসি 245 নম্বরের এই বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷
আজ 30 অক্টোবর সোমবার রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক সকাল দশটা নাগাদ ইডি দফতরে আসেন ৷ তাঁর হাতে একাধিক নথি ছিল ৷ তা নিয়েই দেবপ্রিয় মল্লিক প্রবেশ করেন ইডি দফতরে ৷ প্রায় দু'ঘণ্টার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর নথি জমা দিয়ে তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে একটি চিঠি জমা দেওয়ার ছিল ৷ এটাই জমা দিতে তিনি ইডিতে এসেছিলেন । তবে কী চিঠি সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেন ।
ইডি সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর দাদা দেবপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানোর পর পাওয়া যায় একাধিক নথি এবং ডিজিটাল ডকুমেন্ট ৷ এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে প্রশ্নের তালিকা নিয়ে গিয়েছিলেন সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারছিলেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর বিরুদ্ধে যে ডকুমেন্ট বা নথি উদ্ধার করে ইডি আধিকারিকরা, সেই ভিত্তিতে রাজ্যের প্রাক্তন খাদ্য ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি ৷ এরপর ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে যান মন্ত্রী ৷ তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই অবস্থায় তদন্তকারী সংস্থা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিককে তলব করে এবং একাধিক নথি নিয়ে তাঁকে সল্টলেকের ইডি দফতরে আসতে বলেন ৷
আরও পড়ুন : স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রীর খোঁজ নিয়ে যাচ্ছে ইডি