কলকাতা, 12 অগস্ট: এবার 80 বছরে পড়ল একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো । শুক্রবার হয়ে গেল তার খুঁটি পুজো । এই প্রথমবার নিজের ক্লাবের পুজোর খুঁটিপুজোয় নেই সুব্রত মুখোপাধ্যায়(ekdalia evergreen khunti puja without subrata mukherjee)। বেশ কয়েকমাস আগেই প্রয়াত হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও তথা পঞ্চায়েতমন্ত্রী। প্রতিবছর খুঁটি পুজোর আচার পালন করতেন নিজে । রংচঙে ধুতি পড়ে হোম করা থেকে শুরু করে পুজো শেষে প্রসাদ বিলি, সবটাই নিজে হাতে করতেন।
এবার তাঁর অনুপস্থিতিতে মন খারাপ হলেও পুজো কমিটির সদস্যরা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ছবি সামনে রেখেই এদিন খুঁটি পুজো সারলেন । প্রয়াত মন্ত্রীর ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র বলেন, "সুব্রতদা আজও বসেছিলেন ঠিক যেমন প্রতিবার থাকতেন । আগামী বছরগুলোতেও থাকবেন। ওঁকে ছাড়া ভাবা যায় না একাডালিয়ায় পুজোর কথা ।
এদিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । সুব্রতবাবুর স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, এ বছর একডালিয়ার মণ্ডপ হবে এভারগ্রিন সুব্রতময় । তাঁর প্রতি বছরের পুজোর ভিন্ন ভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে মণ্ডপে । সেই সমস্ত ছবি ইতিমধ্যেই তাঁর স্ত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে । ঢাকে কাঠি পড়ার মধ্য দিয়ে একডালিয়ার পুজোর সূচনা হলেও সুব্রত মুখোপাধ্যায়ের অনুপস্থিতি যেন এলাকার বাসিন্দা থেকে পুজো কমিটির সদস্য সকলের কাছেই মন খারাপের । সুব্রতদা নিজে পুজো করতেন । খুঁটি পুজোর হোমে থাকতেন । যেখানে বসতেন সেখানেই এবার তাঁর ছবি রাখা হয়েছে ।
আরও পড়ুন : সুব্রত স্মরণে মন ভার একডালিয়া এভারগ্রিনের