কলকাতা, 23 সেপ্টেম্বর: হাতে মাত্র সাতদিন ৷ তারপরই রাজ্যবাসী ভাসবে উৎসবের আমেজে । ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে তিনটি পুজোর ৷ দিকে দিকে পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে ৷ তবে প্রিয়জনকে হারিয়ে এ বছর দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনে যেন বিষাদের সুর(Ekdalia Evergreen Durga Puja Preparation without Subrata Mukherjee)৷
জোরকদমে প্রস্তুতি চললেও কোথাও যেন একটা না পাওয়া রয়ে গিয়েছে ক্লাব জুড়ে ৷ কারণ একটাই, 50 বছর ধরে ক্লাবের সভাপতির দায়িত্বপ্রাপ্ত মানুষটি চলে গিয়েছেন ৷ এবছর আর একডালিয়ার মণ্ডপে দেখা যাবে না ধুতি-পাঞ্জাবি পরা হাসিখুশি সুব্রত মুখোপাধ্যায়কে ৷ গত নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি ৷ যদিও ক্লাবের সদস্যরা মনে করেন আজও 'সুব্রতদা' তাঁদের মাঝেই আছেন ।
এবার 80 বছরে পা দিল একডালিয়া এভারগ্রিনের পুজো(Ekdalia Evergreen Durga Puja 2022)৷ থিমে বিশ্বাসী নয় একডালিয়া ৷ দেশের কোনও এক মন্দিরের আদলে বরাবরই তৈরি করা হয় মণ্ডপ ৷ তাতে সাবেকি প্রতিমা ৷ এটাই একডালিয়ার মূল বৈশিষ্ট্য ৷ এবছর পশ্চিম ভারতের মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ ৷ সঙ্গে তো প্রতিবারের মতো থাকবেই সেই বিশেষ রাজস্থানী ঝাড়বাতি ৷
আরও পড়ুন : 'লোকশিল্প প্রবাহ'-র হাত ধরে বিলুপ্তপ্রায় কুটির শিল্প ফিরবে এস বি পার্কের মণ্ডপে
পুজো প্রস্তুতির বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র বলেন, "আমরা থিমের পুজো করি না । চণ্ডীর বর্ণিত রূপে মা দুর্গার আরাধনা যেভাবে হয়ে থেকে সেভাবেই হয় । এবারে পশ্চিম ভারতের সরস্বতী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে । প্রতিমা শিল্পী কুমোরটুলির সনাতন রুদ্র পাল ।"
তবে সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়া একডালিয়ার পুজো প্রস্তুতি কেমন ? এই প্রথম বছর সভাপতির অনুপস্থিতি কতটা মিস করছে একডালিয়া ?
এই বিষয়ে স্বপন মহাপাত্রের বক্তব্য,"আমরা মনে করি 'সুব্রতদা' আমাদের মাঝেই আছেন । গত 50 বছর ধরে সুব্রতবাবু এই পুজোর সভাপতিত্ব করেছেন । আমাদের কাছে এই বছরটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এবার আমাদের পুজো 80 বছরে পা দিল ৷ অন্যদিকে গত দু'বছর করোনার পর এবার অনেক বড় পরিসরে পুজো করার পরিকল্পনা করা হয়েছিল । তার মধ্যেই সুব্রতদা চলে গেলেন । তিনি খুব রঙিন মানুষ ছিলেন । খুব জাঁকজমক ও আড়ম্বর তাঁর ভীষণ পছন্দ ছিল ৷ তাই তাঁর ইচ্ছানুসারেই এই বছর আরও সুন্দর এবং বড় করে পুজো করা হচ্ছে । যাতে কেউ মনে না করেন সুব্রতবাবু নেই বলে একডালিয়া এভারগ্রিন তার ঐতিহ্য থেকে সরে গিয়েছে ।"
থিমের বাইরেও সাবেকি প্রতিমায় নজর কাড়ে কলকাতার যে পুজোগুলি, তার মধ্যে অন্যতম একডালিয়া ৷ সঙ্গে উপরি পাওনা পশ্চিম ভারতের মণ্ডপ ৷ তাই ঘোরার তালিকায় অবশ্যই থাকুক একডালিয়া এভারগ্রিন ৷
আরও পড়ুন : ক্যালকাটা থেকে কলকাতা, পুরনো তিলোত্তমাকে ফেরাচ্ছে দমদম পার্ক তরুণ দল