কলকাতা , 29 সেপ্টেম্বর : ঢাকে কাঠি পড়তে হাতে গোনা কয়েকদিন । তারপরেই শুরু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো । মণ্ডপে মণ্ডপে এখন শেষ বেলায় সাজসজ্জা সম্পূর্ণ করার তোড়জোড় চলছে ।
মহালয়ার বিকেল থেকেই অল্প অল্প শুরু হয়েছে ঠাকুর দেখা । আর সেই দৃশ্যই ধরা পড়ল দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে । একডালিয়া এভারগ্রিন । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই এটি বিখ্যাত । এখানেও মণ্ডপে প্রতিমা সজ্জা ও মণ্ডপ সজ্জার কাজ তুঙ্গে ৷
একডালিয়ার পুজোর এবার 76 তম বর্ষ ৷ প্রতি বছরের মতো এই বছরও প্রাচীন স্থাপত্য ও শিল্পকলা নিয়ে এই বারোয়ারি পুজোর মণ্ডপ ও প্রতিমা সজ্জা করা হয়েছে ৷ এখানে প্রতিমা সজ্জা, মণ্ডপ সজ্জা সাবেকি । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যিনি এই পুজোর উদ্যোক্তা তিনি বলেন, "কোনও থিম পুজো করি না । "
আরও পড়ুন : নীলবর্ণা দেবী দুর্গা পূজিত হন কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়িতে
একডালিয়া এভারগ্রিন এর অন্যতম বিশেষ আকর্ষণ হল ঝাড়বাতি । এই ঝাড়বাতিটি রাজস্থানের জয়পুরের রাজবাড়ি থেকে নিয়ে আসা হয় । এই বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ এছাড়াও মণ্ডপের ভেতরে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি, যেগুলি ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ৷