ETV Bharat / state

ঠাকুর দেখতে এখনই একডালিয়ার সামনে ভিড় - একডালিয়া এভারগ্রিন

শেষ বেলায় চলছে একডালিয়া পুজো মণ্ডপের প্রস্তুতি ৷ প্রতিবারের মত এইবারও প্রতিমা সজ্জা ও মণ্ডপ সজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ৷

এক ডালিয়া
author img

By

Published : Sep 29, 2019, 12:06 PM IST

কলকাতা , 29 সেপ্টেম্বর : ঢাকে কাঠি পড়তে হাতে গোনা কয়েকদিন । তারপরেই শুরু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো । মণ্ডপে মণ্ডপে এখন শেষ বেলায় সাজসজ্জা সম্পূর্ণ করার তোড়জোড় চলছে ।

মহালয়ার বিকেল থেকেই অল্প অল্প শুরু হয়েছে ঠাকুর দেখা । আর সেই দৃশ্যই ধরা পড়ল দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে । একডালিয়া এভারগ্রিন । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই এটি বিখ্যাত । এখানেও মণ্ডপে প্রতিমা সজ্জা ও মণ্ডপ সজ্জার কাজ তুঙ্গে ৷

একডালিয়ার পুজোর এবার 76 তম বর্ষ ৷ প্রতি বছরের মতো এই বছরও প্রাচীন স্থাপত্য ও শিল্পকলা নিয়ে এই বারোয়ারি পুজোর মণ্ডপ ও প্রতিমা সজ্জা করা হয়েছে ৷ এখানে প্রতিমা সজ্জা, মণ্ডপ সজ্জা সাবেকি । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যিনি এই পুজোর উদ্যোক্তা তিনি বলেন, "কোনও থিম পুজো করি না । "

আরও পড়ুন : নীলবর্ণা দেবী দুর্গা পূজিত হন কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়িতে

একডালিয়া এভারগ্রিন এর অন্যতম বিশেষ আকর্ষণ হল ঝাড়বাতি । এই ঝাড়বাতিটি রাজস্থানের জয়পুরের রাজবাড়ি থেকে নিয়ে আসা হয় । এই বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ এছাড়াও মণ্ডপের ভেতরে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি, যেগুলি ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ৷

কলকাতা , 29 সেপ্টেম্বর : ঢাকে কাঠি পড়তে হাতে গোনা কয়েকদিন । তারপরেই শুরু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো । মণ্ডপে মণ্ডপে এখন শেষ বেলায় সাজসজ্জা সম্পূর্ণ করার তোড়জোড় চলছে ।

মহালয়ার বিকেল থেকেই অল্প অল্প শুরু হয়েছে ঠাকুর দেখা । আর সেই দৃশ্যই ধরা পড়ল দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে । একডালিয়া এভারগ্রিন । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই এটি বিখ্যাত । এখানেও মণ্ডপে প্রতিমা সজ্জা ও মণ্ডপ সজ্জার কাজ তুঙ্গে ৷

একডালিয়ার পুজোর এবার 76 তম বর্ষ ৷ প্রতি বছরের মতো এই বছরও প্রাচীন স্থাপত্য ও শিল্পকলা নিয়ে এই বারোয়ারি পুজোর মণ্ডপ ও প্রতিমা সজ্জা করা হয়েছে ৷ এখানে প্রতিমা সজ্জা, মণ্ডপ সজ্জা সাবেকি । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যিনি এই পুজোর উদ্যোক্তা তিনি বলেন, "কোনও থিম পুজো করি না । "

আরও পড়ুন : নীলবর্ণা দেবী দুর্গা পূজিত হন কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়িতে

একডালিয়া এভারগ্রিন এর অন্যতম বিশেষ আকর্ষণ হল ঝাড়বাতি । এই ঝাড়বাতিটি রাজস্থানের জয়পুরের রাজবাড়ি থেকে নিয়ে আসা হয় । এই বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ এছাড়াও মণ্ডপের ভেতরে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি, যেগুলি ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ৷

Intro:ঢাকে কাঠি পড়তে আর মোটে হাতে গোনা কতদিন মাত্র। তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। মণ্ডপে মণ্ডপে এখন শেষ বেলায়ে সাজসজ্জা সম্পূর্ণ করার তোড়জোড় চলছে।




Body:যদিও মহালয়ার বিকেল থেকেই অল্প অল্প করে মানুষজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। সেই দৃশ্য ধরা পড়ল দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপেও। একদালিয়া এভারগ্রিন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই এখানে বিখ্যাত। এখানেও মণ্ডপে প্রতিমা শয্যা ও মন্দ সজ্জার কাজ তুঙ্গে রাতভর জেগে এখানের কারিগররা কাজ শেষ করছেন।

প্রতিবছরের মতো এবছরও কোন না কোন প্রাচীন স্থাপত্য ও শিল্পকলা নিয়ে এই বারোয়ারি পুজোর মণ্ডপ ও প্রতিমা সজ্জা করা হয় এ বছরও তার ব্যতিক্রম নেই। এখানে প্রতিমা শয্যা মণ্ডপসজ্জা সাবেকি। এই পুজোর উদ্যোক্তারা থিম পুজো বিশ্বাসী নন। তাই প্রতিবছরের মতো এবছরও মায়ের দুর্গামায়ের সাজে সাবেকিয়ানা লক্ষ্য করা যায়। এই পুজোর এবার 76 তম বছর। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যিনি এই পুজোর উদ্যোক্তা বলেন, "আমরা চণ্ডীতে বর্ণিত মাতৃ আরাধনা করি। আমরা কোনও থিম পুজো করি না। এবার মণ্ডপটি সিমলার জেটলির শিবমন্দিরের অনুকরণে তৈরি করেছি। প্রত্যেক বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই পুজো উদ্বোধন করবেন।"

একডালিয়া এভারগ্রীন এর মন্ডপের একটি বিশেষ আকর্ষণ হল মাথার ওপর একটি বিশাল বড় ঝাড়বাতি। এই ঝাড়বাতিটি রাজস্থানের জয়পুরের রাজবাড়ী থেকে নিয়ে আসা হয়। প্রত্যেক বছরের মতো এ বছরও ঝাড়টি জয়পুর থেকে আনা হয়েছে। তারপর সেটির প্রতিটি অংশ জুড়ে বিশাল ঝাড়বাতিটি লাগানো হয়।




Conclusion:মণ্ডপের ভেতরে বহু দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের প্রতিমা শিল্পী হলেন সনাতন রুদ্র পাল এবং মণ্ডপসজ্জায় রয়েছেন আশীর্বাদ ডেকোরেটার্স। এই মন্ডপে আলোকসজ্জার একটি বিশেষ স্থান থাকে তাই পুরো রাস্তাটি জুড়ে দু'ধারের সবকটি বাড়িকে আলোয় মুড়ে ফেলা হয়েছে এবং আলোকসজ্জার বড় বড় অনেকগুলি ইনস্টলেশন করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.