ETV Bharat / state

Ek Bharat Srestha Bharat Campaign: তৃণমূল বামেদেরই উন্নততর রূপ, কলকাতায় এসে কটাক্ষ মানিকের - তৃণমূল বামেদেরই উন্নততর রূপ

ত্রিপুরা জয়ের পর এবার লক্ষ্য বাংলা ৷ তৃণমূল সরকারকে হটিয়ে বাংলায় পদ্ম ফোটানোর ডাক দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ শনিবার 'এক ভারত শ্রেষ্ট ভারত' কর্মসূচিতে কলকাতায় এসে এই বার্তাই দিলেন তিনি ৷

Etv Bharat
রাজ্যে গেরুয়া সরকার গড়ার ডাক মুখ্যমন্ত্রী মানিকের
author img

By

Published : Apr 9, 2023, 8:17 AM IST

কলকাতা, 9 এপ্রিল: ত্রিপুরায় পদ্ম ফোটানের পর এবার লক্ষ্য বাংলা ৷ বাংলা থেকে ঘাসফুল শিবিরকে উপড়ে পদ্মফুল ফোটানোর ডাক দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । পাশাপাশি তাঁর দাবি, তৃণমূল বামেদের উন্নততর রূপ। শনিবার কলকাতায় 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বার্তা দিয়েছেন তিনি । কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য সরকার গড়েছে বিজেপি।

বিমানবন্দের ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধায়ক অগ্নিমিত্রা পল । এদিনই ন্যাশনাল লাইব্রেরিতে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' কর্মসূচি পালিত হয় । সেই উপলক্ষ্যে প্রথমে বাংলার বাউল এবং তারপর 'খোজগরী নৃত্য' পরিবেশন করা হয় । মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলার আর ত্রিপুরার মিল এবং বন্ধুত্বের কথা তুলে ধরেন ।

পাশাপাশি তিনি জানান, আজ বাংলা এবং ত্রিপুরার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে । আর তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রাজনীতি। ত্রিপুরায় তিনবার চেষ্টা করা সত্ত্বেও নোটার থেকেও কম ভোট পায় তৃণমূল কংগ্রেস । কারণ ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ধরতে পেরেছিলেন বলে মানিক মনে করেন।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরদের রানি' বলে কটাক্ষ শুভেন্দুর

তিনি বলেন, "ত্রিপুরায় জয় হয়েছে । এবার বাংলায় বিজেপি আসবে । আসতেই হবে । হতেই হবে । আপনাদের পাশে আমরা আছি ।" মানিক সাহার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায় । তাঁর কথায়, "দেশকে শেষ হয়ে যাওয়ার মুখ থেকে ফিরিয়ে এনেছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে, তাঁর দাবি ত্রিপুরায় বাংলার মতো এত নির্বাচন পরবর্তী সন্ত্রাস হয়নি। এবার মাত্র কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।

মানিক আরও বলেন, "তৃণমূলের সরকার গুন্ডার সরকার । যাঁরা এই গুন্ডাদের সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, তাঁদের প্রণাম জানাই। আমি এখানে অনেক বছর কাটিয়েছি । আগে এমন পরিস্থিতি ছিল না । এখানে এখন অপসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছে । আগের সেই পবিত্রতা আর নেই এখন । এখন শুধুই দুর্নীতি আর তোলাবাজি হয় বাংলায়। বাম আমলে বাংলা আর ত্রিপুরার অবস্থা একরকম ছিল । আসলে তৃণমূল কংগ্রেস বামেদের কার্বন কপি। বরং তৃণমূল এই ক্ষেত্রে আরও উন্নত বলে আমি মনে করি।"

কলকাতা, 9 এপ্রিল: ত্রিপুরায় পদ্ম ফোটানের পর এবার লক্ষ্য বাংলা ৷ বাংলা থেকে ঘাসফুল শিবিরকে উপড়ে পদ্মফুল ফোটানোর ডাক দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । পাশাপাশি তাঁর দাবি, তৃণমূল বামেদের উন্নততর রূপ। শনিবার কলকাতায় 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বার্তা দিয়েছেন তিনি । কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য সরকার গড়েছে বিজেপি।

বিমানবন্দের ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধায়ক অগ্নিমিত্রা পল । এদিনই ন্যাশনাল লাইব্রেরিতে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' কর্মসূচি পালিত হয় । সেই উপলক্ষ্যে প্রথমে বাংলার বাউল এবং তারপর 'খোজগরী নৃত্য' পরিবেশন করা হয় । মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলার আর ত্রিপুরার মিল এবং বন্ধুত্বের কথা তুলে ধরেন ।

পাশাপাশি তিনি জানান, আজ বাংলা এবং ত্রিপুরার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে । আর তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রাজনীতি। ত্রিপুরায় তিনবার চেষ্টা করা সত্ত্বেও নোটার থেকেও কম ভোট পায় তৃণমূল কংগ্রেস । কারণ ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ধরতে পেরেছিলেন বলে মানিক মনে করেন।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরদের রানি' বলে কটাক্ষ শুভেন্দুর

তিনি বলেন, "ত্রিপুরায় জয় হয়েছে । এবার বাংলায় বিজেপি আসবে । আসতেই হবে । হতেই হবে । আপনাদের পাশে আমরা আছি ।" মানিক সাহার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায় । তাঁর কথায়, "দেশকে শেষ হয়ে যাওয়ার মুখ থেকে ফিরিয়ে এনেছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে, তাঁর দাবি ত্রিপুরায় বাংলার মতো এত নির্বাচন পরবর্তী সন্ত্রাস হয়নি। এবার মাত্র কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।

মানিক আরও বলেন, "তৃণমূলের সরকার গুন্ডার সরকার । যাঁরা এই গুন্ডাদের সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, তাঁদের প্রণাম জানাই। আমি এখানে অনেক বছর কাটিয়েছি । আগে এমন পরিস্থিতি ছিল না । এখানে এখন অপসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছে । আগের সেই পবিত্রতা আর নেই এখন । এখন শুধুই দুর্নীতি আর তোলাবাজি হয় বাংলায়। বাম আমলে বাংলা আর ত্রিপুরার অবস্থা একরকম ছিল । আসলে তৃণমূল কংগ্রেস বামেদের কার্বন কপি। বরং তৃণমূল এই ক্ষেত্রে আরও উন্নত বলে আমি মনে করি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.