ETV Bharat / state

CAB-র বিরোধিতায় কলকাতায় পুড়ল মোদির কুশপুতুল

author img

By

Published : Dec 13, 2019, 1:12 AM IST

CAB-র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব রাজ্যের শাসক এবং বিরোধী দল । বিভিন্ন শাখা সংগঠনও প্রতিবাদ মুখর। কিন্তু এতদিন যাবত মশাল হাতে তীব্র প্রতিবাদ শানাতে দেখা যায়নি কোনও সংগঠনকে। আজ সেটাই করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সংগঠনটি । সন্ধ্যায় মশাল হাতে মেয়ো রোড থেকে প্রতিবাদের সূচনা করেন সংগঠনের যুবক ও যুবতিরা । এরপরে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যান তাঁরা ।

CAB
CAB

কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গতকাল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয় । পাশাপাশি সারাদিন শহরের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে । বিলের প্রতিলিপি পোড়ানো হয় । চলে CAB বিরোধী স্লোগান । কলেজস্ট্রিট এলাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান । CAB-র প্রতিলিপি পোড়ানো হয় সেখানে । সন্ধ্যায় কলকাতার মেয়ো রোড থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মশাল হাতে বিক্ষোভ দেখায় 'ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া' নামে একটি সংগঠন । প্রতিবাদ স্বরূপ 16 ডিসেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে তাঁরা ।

CAB ও NRC-র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব রাজ্যের শাসক এবং বিরোধী দল । বিভিন্ন শাখা সংগঠনও প্রতিবাদ মুখর। কিন্তু এতদিন মশাল হাতে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়নি কোনও সংগঠনকে। গতকাল সেটাই করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সংগঠনটি । সন্ধ্যায় মশাল হাতে মেয়ো রোড থেকে প্রতিবাদের সূচনা করেন সংগঠনের যুবক ও যুবতিরা । এরপরে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যান তাঁরা ।

প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয় । মশালের শিখায় ঢেকেছিল ওয়াই চ্যানেল চত্বর। বেশ কয়েক ঘণ্টা প্রতিবাদ চলে শহরে । সংগঠনের রাজ্য সম্পাদক শেখ মুজ়ফ্ফর বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিলের প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী 16 ডিসেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে আমাদের সংগঠন ।"

কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গতকাল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয় । পাশাপাশি সারাদিন শহরের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে । বিলের প্রতিলিপি পোড়ানো হয় । চলে CAB বিরোধী স্লোগান । কলেজস্ট্রিট এলাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান । CAB-র প্রতিলিপি পোড়ানো হয় সেখানে । সন্ধ্যায় কলকাতার মেয়ো রোড থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মশাল হাতে বিক্ষোভ দেখায় 'ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া' নামে একটি সংগঠন । প্রতিবাদ স্বরূপ 16 ডিসেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে তাঁরা ।

CAB ও NRC-র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব রাজ্যের শাসক এবং বিরোধী দল । বিভিন্ন শাখা সংগঠনও প্রতিবাদ মুখর। কিন্তু এতদিন মশাল হাতে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়নি কোনও সংগঠনকে। গতকাল সেটাই করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সংগঠনটি । সন্ধ্যায় মশাল হাতে মেয়ো রোড থেকে প্রতিবাদের সূচনা করেন সংগঠনের যুবক ও যুবতিরা । এরপরে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যান তাঁরা ।

প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয় । মশালের শিখায় ঢেকেছিল ওয়াই চ্যানেল চত্বর। বেশ কয়েক ঘণ্টা প্রতিবাদ চলে শহরে । সংগঠনের রাজ্য সম্পাদক শেখ মুজ়ফ্ফর বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিলের প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী 16 ডিসেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে আমাদের সংগঠন ।"

Intro:কলকাতা, ১২ ডিসেম্বর: বেশ কয়েক ঘণ্টা যাবত শহরে জ্বলল এনআরসির আগুন। আজ সন্ধ্যায় কলকাতার মেয়ো রোড থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মশাল হাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো " ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া" নামে একটি সংগঠন। প্রতিবাদ স্বরূপ আগামী ১৬ ডিসেম্বর বাংলা বনধের ডাক দিল তাঁরা।


Body: এনআরসির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব রাজ্যের শাসক এবং বিরোধী দল। বিভিন্ন শাখা সংগঠনও প্রতিবাদে মুখর। কিন্তু এতদিন যাবত মশাল হাতে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে তীব্র প্রতিবাদ শানাতে দেখা যায়নি কোনও সংগঠনকে। আজ সেটাই করল "ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া" নামে একটি সংগঠন । সন্ধ্যায় আগুন জ্বলা বড় বড় মশাল হাতে মেয়ো রোড থেকে প্রতিবাদের সূচনা করেন সংগঠনের যুবক ও যুবতীরা। এরপরে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যান তাঁরা। প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা পোড়ান। আগুনে আগুনে কার্যত ছয়লাপ হয়ে যায় ওয়াই চ্যানেল চত্বর। বেশ কয়েক ঘণ্টা যাবত প্রতিবাদের আগুন জ্বলল শহরে। সংগঠনের রাজ্য সম্পাদক শেখ মুজাফ্ফর বলেন, " সিএবি প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ১৬ ডিসেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে আমাদের সংগঠন ।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.