কলকাতা, 17 মার্চ : হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রে রেলের বকেয়া কাজ । আর তাতেই না কি ফের নতুন করে বউবাজার এলাকার 36 টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এমনই দাবি করছে এলাকাবাসী । আর তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ক্ষতিগ্রস্তরা ।
আজ ক্ষতিগ্রস্তদের পক্ষের আইনজীবী দীপঙ্কর ধর হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জানান যে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হওয়ার পর থেকে নতুন করে তাঁর মক্কেলদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে । পাশাপাশি তিনি জানান যে, গত বছরের অগাস্টে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা গণ পিটিশন দিয়ে মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল । কিন্তু তারা সেকথায় কর্ণপাত করেনি । তাই ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করার জন্য আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন করে ক্ষতিগ্রস্তরা । আবেদনটি গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী বৃহস্পতিবার শুনানি ।
প্রসঙ্গত, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । কিন্তু চলতি মাসের 11 তারিখ হাইকোর্ট ফের কাজ শুরু করার নির্দেশ দেয় মেট্রো কর্তৃপক্ষকে । তবে, সেক্ষেত্রে চেন্নাই IIT বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয় আদালতের তরফে । মেট্রো রেলের 9.8 কিলোমিটারের কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে । বাকি রয়েছে মাত্র এক কিলোমিটারের মতো কাজ ।