ETV Bharat / state

Educationist Forum: ‘প্রতিশোধের নাটক’, রাজ্যপালের নিন্দায় সরব এডুকেশনিস্ট ফোরাম - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Educationist Forum slam Governor Bose: রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব এখন তুঙ্গে। এবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হল এডুকেশনিস্ট ফোরাম ৷ এডুকেশনিস্ট ফোরাম দাবি করছে, পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের জারি করা হুমকির পরিপ্রেক্ষিতে তারা বিবৃতি দিয়েছেন।

রাজ্যপালের নিন্দায় সরব এডুকেশনিস্ট ফোরাম
Educationist Forum
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 2:20 PM IST

Updated : Sep 10, 2023, 8:44 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন। পাশাপশি শিক্ষামন্ত্রীকে পালটা হুঁশিয়ারিও দিয়েছেন। এবার এই সমস্ত ঘটনার বিরোধীতা করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে রাজ্যপাল তথা আচার্যের বিরুদ্ধে নিন্দায় সরব হল এডুকেশনিস্ট ফোরাম।

রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্ব এখন তুঙ্গে। আর এই গোটা ঝামেলায় বারে বারে মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যের উচ্চশিক্ষা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নানা কর্মকাণ্ড নিয়ে ফের সরব হয়েছে শাসকপন্থী অধ্যাপক সংগঠন। এডুকেশনিস্ট ফোরাম দাবি করছে, পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের জারি করা হুমকির পরিপ্রেক্ষিতে তারা বিবৃতি দিয়েছেন।

অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে, একজন বিধিবদ্ধ প্রধান উপাচার্যর হুমকির সাক্ষী হওয়া দুঃখজনক। শিক্ষাবিদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে মধ্যরাতে প্রতিশোধের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের কর্মীরা বিব্রত। আচার্যের বিষাক্ত উচ্চারণ তাঁর চরম হতাশা থেকে উদ্ভূত হয়েছে। তার পদ্ধতিগত নিন্দা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। নিছক হতাশা নয় বাংলার উচ্চশিক্ষার ধ্বংস হচ্ছে এর ফলে। তাঁকে শিক্ষাবিদ ফোরাম গত 8 সেপ্টেম্বর চিঠি দিয়েছেন।

Educationist Forum
এডুকেশনিস্ট ফোরামের দেওয়া চিঠি

আচার্যের কাছে ন্যায্য ও আইনানুগ ব্যবস্থা দাবি করেছে। তীব্র নিন্দার সঙ্গে সংগঠনের তরফে বলেন, "তিনি একটি নির্লজ্জ অহংকারের বিরুদ্ধে মিথ্যা হাহাকার প্রদর্শন করেছেন। এর কারণে সম্মানিত উপাচার্যরা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এক্ষেত্রে আচার্যের নীচতা ও সাংস্কৃতিক অবক্ষয় প্রকাশ পায়। বিনয়ী, মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তীব্র বিরোধিতা করে।

সম্প্রতি রাজ্যের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বাদানুবাদ তৈরি হয়েছে রাজ্যপালের। শিক্ষক দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁর কর্মকাণ্ড নিয়ে। তবে সেসব তোয়াক্কা না-করেই রাজ্যপাল তাঁর আপন ছন্দেই এগিয়ে যাচ্ছেন । আর পাল্লা দিয়ে বাড়ছে দ্বন্দ্ব। বিতর্কের মাঝে শনিবার মধ্যরাতে সিভি আনন্দ বোস ফের মধ্যরাতে গোপন ফাইল মুখবন্ধ খামে একটি নবান্নে ও একটি দিল্লিতে পাঠিয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে দু'টি গোপন চিঠি পাঠালেন রাজ্যপাল ! তুঙ্গে তরজা

কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন। পাশাপশি শিক্ষামন্ত্রীকে পালটা হুঁশিয়ারিও দিয়েছেন। এবার এই সমস্ত ঘটনার বিরোধীতা করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে রাজ্যপাল তথা আচার্যের বিরুদ্ধে নিন্দায় সরব হল এডুকেশনিস্ট ফোরাম।

রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্ব এখন তুঙ্গে। আর এই গোটা ঝামেলায় বারে বারে মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যের উচ্চশিক্ষা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নানা কর্মকাণ্ড নিয়ে ফের সরব হয়েছে শাসকপন্থী অধ্যাপক সংগঠন। এডুকেশনিস্ট ফোরাম দাবি করছে, পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের জারি করা হুমকির পরিপ্রেক্ষিতে তারা বিবৃতি দিয়েছেন।

অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে, একজন বিধিবদ্ধ প্রধান উপাচার্যর হুমকির সাক্ষী হওয়া দুঃখজনক। শিক্ষাবিদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে মধ্যরাতে প্রতিশোধের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের কর্মীরা বিব্রত। আচার্যের বিষাক্ত উচ্চারণ তাঁর চরম হতাশা থেকে উদ্ভূত হয়েছে। তার পদ্ধতিগত নিন্দা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। নিছক হতাশা নয় বাংলার উচ্চশিক্ষার ধ্বংস হচ্ছে এর ফলে। তাঁকে শিক্ষাবিদ ফোরাম গত 8 সেপ্টেম্বর চিঠি দিয়েছেন।

Educationist Forum
এডুকেশনিস্ট ফোরামের দেওয়া চিঠি

আচার্যের কাছে ন্যায্য ও আইনানুগ ব্যবস্থা দাবি করেছে। তীব্র নিন্দার সঙ্গে সংগঠনের তরফে বলেন, "তিনি একটি নির্লজ্জ অহংকারের বিরুদ্ধে মিথ্যা হাহাকার প্রদর্শন করেছেন। এর কারণে সম্মানিত উপাচার্যরা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এক্ষেত্রে আচার্যের নীচতা ও সাংস্কৃতিক অবক্ষয় প্রকাশ পায়। বিনয়ী, মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তীব্র বিরোধিতা করে।

সম্প্রতি রাজ্যের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বাদানুবাদ তৈরি হয়েছে রাজ্যপালের। শিক্ষক দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁর কর্মকাণ্ড নিয়ে। তবে সেসব তোয়াক্কা না-করেই রাজ্যপাল তাঁর আপন ছন্দেই এগিয়ে যাচ্ছেন । আর পাল্লা দিয়ে বাড়ছে দ্বন্দ্ব। বিতর্কের মাঝে শনিবার মধ্যরাতে সিভি আনন্দ বোস ফের মধ্যরাতে গোপন ফাইল মুখবন্ধ খামে একটি নবান্নে ও একটি দিল্লিতে পাঠিয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে দু'টি গোপন চিঠি পাঠালেন রাজ্যপাল ! তুঙ্গে তরজা

Last Updated : Sep 10, 2023, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.