ETV Bharat / state

Education through Phone : ষষ্ঠ থেকে দশমের শিক্ষার্থীদের জন্য ফোনে লেখাপড়া, জানালেন ব্রাত্য - ফোনে পড়াশোনা

অনলাইন পড়াশুনোর জন্য চাই স্মার্টফোন ৷ করোনার প্রকোপের পর থেকে এ ভাবেই চলছে লেখাপড়া ৷ কিন্তু অনেকের কাছে নেই স্মার্টফোন ৷ তাই ফোনের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করছে রাজ্য সরকার ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
author img

By

Published : Aug 1, 2021, 10:16 AM IST

কলকাতা, 1 অগস্ট : এবার ফোনে বা দূরভাষে পড়াশোনার ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার, ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ গতকাল বিকাশ ভবনে শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন জানানোর 'উৎসশ্রী' পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, 2 অগস্ট অর্থাৎ সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে এই পরিষেবা ।

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ দিন ধরে স্কুল, কলেজ বন্ধ ৷ অনলাইন মাধ্যমে ক্লাস করা স্বাভাবিক হয়ে গিয়েছে ছাত্র-ছাত্রীদের ৷ কিন্তু রাজ্যে এখনও বহু এমন পড়ুয়া আছে, যারা অনলাইনে পঠনপাঠনের বিষয়ে শুনলেও, তাদের কোনও অভিজ্ঞতা নেই । কারণ তাদের কাছে পৌঁছায়নি স্মার্টফোন । সেসব পড়ুয়াদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ফোনে বা দূরভাষে পড়াশোনার ব্যবস্থা শুরু করতে চলেছে ।

দ্বিতীয় ঢেউ মিটতে না মিটতে করোনার তৃতীয় ঢেউয়ের কথা শোনা যাচ্ছে ৷ তাই স্কুল খুলে নিয়মিত পড়াশোনার সম্ভাবনা ক্ষীণ । ভরসা অনলাইন মাধ্যম ৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে থাকার জন্য বা আর্থিক কারণে এখনও বহু পড়ুয়া এই সুবিধে থেকে বঞ্চিত । সেই সব ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে রাজ্য শিক্ষা দফতরের এহেন প্রচেষ্টা ।

আরও পড়ুন : JADAVPUR UNIVERSITY : বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্তের সমালোচনা জুটার (JUTA)

দূরভাষ মাধ্যমে পড়াশোনায় নিযুক্ত থাকবেন 1 হাজার 324 জন জন শিক্ষক-শিক্ষিকা । এই পদ্ধতিতে আপাতত বাংলা ভাষায় পড়ানো হবে । তবে কেমন সাড়া মিলছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে অন্যান্য ভাষায় পঠনপাঠন চালু করতে পারে শিক্ষা দফতর । এদিন শিক্ষামন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের মতো আমরা শিক্ষায় কেন্দ্রীকরণ করি না । শিক্ষণের উপরে জোর দিই । কেন্দ্র আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিভিন্ন সিদ্ধান্ত নেয় ।" সম্প্রতি জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু রদবদল ঘটিয়েছে মোদি সরকার ৷ সে প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতিকে "একটি তুঘলকী জিনিস" বলে উল্লেখ করেন ব্রাত্য বসু । তিনি বলেন, "বুনিয়াদি শিক্ষার গুরুত্ব কমানো হচ্ছে । আমরা শিক্ষায় বিকেন্দ্রীকরণ চাই ।"

দিনের একটি নির্দিষ্ট সময় পড়ুয়ারা 18001232823 টোল ফ্রি নম্বরে ফোন করে শিক্ষকদের উপস্থিতিতে পড়াশোনা করতে পারবে । সোম থেকে শনিবার পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা সকাল 10.30টা থেকে দুপুর 1.30 মিনিট পর্যন্ত ফোন করতে পারবে । পাশাপাশি নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা দুপুর 1.30 টা থেকে বিকেল 4.30 মিনিট পর্যন্ত ফোন করতে পারবে ।

কলকাতা, 1 অগস্ট : এবার ফোনে বা দূরভাষে পড়াশোনার ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার, ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ গতকাল বিকাশ ভবনে শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন জানানোর 'উৎসশ্রী' পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, 2 অগস্ট অর্থাৎ সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে এই পরিষেবা ।

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ দিন ধরে স্কুল, কলেজ বন্ধ ৷ অনলাইন মাধ্যমে ক্লাস করা স্বাভাবিক হয়ে গিয়েছে ছাত্র-ছাত্রীদের ৷ কিন্তু রাজ্যে এখনও বহু এমন পড়ুয়া আছে, যারা অনলাইনে পঠনপাঠনের বিষয়ে শুনলেও, তাদের কোনও অভিজ্ঞতা নেই । কারণ তাদের কাছে পৌঁছায়নি স্মার্টফোন । সেসব পড়ুয়াদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ফোনে বা দূরভাষে পড়াশোনার ব্যবস্থা শুরু করতে চলেছে ।

দ্বিতীয় ঢেউ মিটতে না মিটতে করোনার তৃতীয় ঢেউয়ের কথা শোনা যাচ্ছে ৷ তাই স্কুল খুলে নিয়মিত পড়াশোনার সম্ভাবনা ক্ষীণ । ভরসা অনলাইন মাধ্যম ৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে থাকার জন্য বা আর্থিক কারণে এখনও বহু পড়ুয়া এই সুবিধে থেকে বঞ্চিত । সেই সব ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে রাজ্য শিক্ষা দফতরের এহেন প্রচেষ্টা ।

আরও পড়ুন : JADAVPUR UNIVERSITY : বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্তের সমালোচনা জুটার (JUTA)

দূরভাষ মাধ্যমে পড়াশোনায় নিযুক্ত থাকবেন 1 হাজার 324 জন জন শিক্ষক-শিক্ষিকা । এই পদ্ধতিতে আপাতত বাংলা ভাষায় পড়ানো হবে । তবে কেমন সাড়া মিলছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে অন্যান্য ভাষায় পঠনপাঠন চালু করতে পারে শিক্ষা দফতর । এদিন শিক্ষামন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের মতো আমরা শিক্ষায় কেন্দ্রীকরণ করি না । শিক্ষণের উপরে জোর দিই । কেন্দ্র আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিভিন্ন সিদ্ধান্ত নেয় ।" সম্প্রতি জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু রদবদল ঘটিয়েছে মোদি সরকার ৷ সে প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতিকে "একটি তুঘলকী জিনিস" বলে উল্লেখ করেন ব্রাত্য বসু । তিনি বলেন, "বুনিয়াদি শিক্ষার গুরুত্ব কমানো হচ্ছে । আমরা শিক্ষায় বিকেন্দ্রীকরণ চাই ।"

দিনের একটি নির্দিষ্ট সময় পড়ুয়ারা 18001232823 টোল ফ্রি নম্বরে ফোন করে শিক্ষকদের উপস্থিতিতে পড়াশোনা করতে পারবে । সোম থেকে শনিবার পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা সকাল 10.30টা থেকে দুপুর 1.30 মিনিট পর্যন্ত ফোন করতে পারবে । পাশাপাশি নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা দুপুর 1.30 টা থেকে বিকেল 4.30 মিনিট পর্যন্ত ফোন করতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.