ETV Bharat / state

বিদ্যা নেই, লক্ষ্য হচ্ছে অসৎ উপায়ে লক্ষ্মীলাভ; BJP-কে আক্রমণ পার্থর - vidyasagar college

অমিত শাহের রোড শো-কে ঘিরে বিদ্যাসাগর কলেজে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । মমতা ব্যানার্জি বলেন, BJP-র গুন্ডা এগুলো করেছে । শিক্ষামন্ত্রীকে ঘটনাস্থানে যাওয়ার নির্দেশ দেন । মমতার নির্দেশ অনুযায়ী ঘটনাস্থানে আসেন শিক্ষামন্ত্রী । বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা হয়েছিল ।

শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি
author img

By

Published : May 15, 2019, 4:00 AM IST

কলকাতা, 15 মে : "আগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল ।" গতকাল বিদ্যাসাগর কলেজ পরিদর্শন করে বেরোনোর সময় সাংবাদিকদের একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ।

গতকাল অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । বিদ্যাসাগর কলেজে ঢুকে ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি । জ্বালানো হয় ছাত্রদের বাইক । ঘটনায় জখম হয় দু'জন । এই ঘটনার পর মমতা বলেন, "অমিত শাহর মিছিল শেষে কিছু ফেট্টি বাঁধা BJP-র গুন্ডা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন । তাঁর নির্দেশ অনুযায়ী বিদ্যাসাগর কলেজে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । কলেজ থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । বলেন, "BJP কলকাতা বিশ্ববিদ্যালয়কে আগে টার্গেট করেছিল । তারপর এখানে আসে । এখানে দরজা ভেঙে, নিরাপত্তারক্ষীদের মেরে ভিতরে ঢোকে । ছাত্রদের বাইক পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে । কলেজে প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে । আমি বলেছি কর্তৃপক্ষকে একটা লিস্ট তৈরি করতে । একজন শিক্ষিকার ল্যাপটপ ভেঙে চুরমার করে দিয়েছে । তাতে 10 বছরের সব মূল্যবান তথ্য ছিল । কোনওদিক থেকে এদের বিদ্যা নেই । এদের লক্ষ্য হচ্ছে লক্ষ্মীলাভ । তাও আবার অসৎ উপায়ে ।"

কলকাতা, 15 মে : "আগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল ।" গতকাল বিদ্যাসাগর কলেজ পরিদর্শন করে বেরোনোর সময় সাংবাদিকদের একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ।

গতকাল অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । বিদ্যাসাগর কলেজে ঢুকে ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি । জ্বালানো হয় ছাত্রদের বাইক । ঘটনায় জখম হয় দু'জন । এই ঘটনার পর মমতা বলেন, "অমিত শাহর মিছিল শেষে কিছু ফেট্টি বাঁধা BJP-র গুন্ডা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন । তাঁর নির্দেশ অনুযায়ী বিদ্যাসাগর কলেজে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । কলেজ থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । বলেন, "BJP কলকাতা বিশ্ববিদ্যালয়কে আগে টার্গেট করেছিল । তারপর এখানে আসে । এখানে দরজা ভেঙে, নিরাপত্তারক্ষীদের মেরে ভিতরে ঢোকে । ছাত্রদের বাইক পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে । কলেজে প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে । আমি বলেছি কর্তৃপক্ষকে একটা লিস্ট তৈরি করতে । একজন শিক্ষিকার ল্যাপটপ ভেঙে চুরমার করে দিয়েছে । তাতে 10 বছরের সব মূল্যবান তথ্য ছিল । কোনওদিক থেকে এদের বিদ্যা নেই । এদের লক্ষ্য হচ্ছে লক্ষ্মীলাভ । তাও আবার অসৎ উপায়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.