ETV Bharat / state

Bratya on RBU: কাজ করার অসুবিধা নিয়ে কোনও উপাচার্য অভিযোগ জানাননি, রবীন্দ্রভারতী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

একদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) উপাচার্য প্রকাশ্যে নানা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) বলছেন, তাঁকে কেউ কোনও অভিযোগ জানাননি ৷ ফলে এই নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে ৷

education-minister-bratya-basu-on-rabindra-bharati-university-issue
Bratya on RBU: কাজ করার অসুবিধা নিয়ে কোনও উপাচার্য অভিযোগ জানাননি, রবীন্দ্রভারতী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
author img

By

Published : Nov 3, 2022, 7:30 PM IST

Updated : Nov 3, 2022, 8:14 PM IST

কলকাতা, 3 নভেম্বর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) নিয়ে বিতর্ক চরমে উঠেছে ৷ একদিকে বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য সংবাদমাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগড়ে দিচ্ছেন ৷ অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) বক্তব্য, কাজ করতে অসুবিধা হচ্ছে জানিয়ে আমার কাছে উপাচার্য কোনও অভিযোগ করেননি ৷ আবার শিক্ষামন্ত্রীর সামনে দাঁড়িয়ে ওই উপাচার্য বলছেন যে তিনি কোনও অভিযোগ জানাননি ৷ ফলে বিষয়টি ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে ৷

আজ, বৃহস্পতিবার বিকাশ ভবনে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে আবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) উপাচার্য সব্যসাচী বসু রায় তাঁর ক্ষোভের কথা উগড়ে দেন সংবাদমাধ্যমের সামনে । তবে সব্যসাচী বসু রায়কে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে তাঁর অভিযোগের কথা জানানো নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কোনও অভিযোগ জানাননি বলে জানান ৷ তবে ব্রাত্য বসুর অনুপস্থিতিতে তিনি যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, তখন তিনি আবারও তাঁর অভিযোগের প্রসঙ্গ তোলেন ।

প্রসঙ্গত, সব্যসাচী বসু রায় এর আগেও একবার জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয় কাজ করতে তাঁর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । এই অভিযোগ জানিয়ে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন । এরপর সম্প্রতি আবারও তিনি সংবাদ মাধ্যমের সামনে তাঁর ক্ষোভ জানান । কারণ, তাঁর অজান্তেই বিভিন্ন বিভাগ থেকে কর্মচারী তুলে নেওয়া হচ্ছে ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়ের বক্তব্য

অন্যদিকে এই বিষয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমার সঙ্গে ওঁর রীতিমতো যোগাযোগ আছে । সেরকম কোনও অভিযোগ নেই । সব বিশ্ববিদ্যালয়ের টুকটাক কিছু হয় । আমার মনে হয় না এগুলো গুরুতর কিছু । আমাদের মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় সবার । কিন্ত তার মধ্যেও প্রশাসনিক কিছু দায়িত্ব থাকে । তিনি উপাচার্য । এবং এক্ষেত্রে তাঁর মতই চূড়ান্ত ।"

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) যে চরম অর্থাভাব চলেছে, সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "বিদেশে, এমনকি, অক্সফোর্ডেও এটাই রীতি । এটাই নিয়ম । প্রাক্তনীদের তহবিল সারা পৃথিবীর রেওয়াজ । আগের সরকারেও হয়েছে । এতে ভাঁড়ারে টাকা নেই প্রমাণ করে না । রাজ্য সরকারের কাছে প্রতিটি বিশ্ববিদ্যালয় টাকা চায় । আরইউএসইউ-এর (রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান) 30 কোটি টাকা এখনও বকেয়া ।"

আরও পড়ুন: গোপনীয়তা ভঙ্গের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থা থেকে সরলেন রবীন্দ্রভারতীর ইংরাজি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা

কলকাতা, 3 নভেম্বর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) নিয়ে বিতর্ক চরমে উঠেছে ৷ একদিকে বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য সংবাদমাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগড়ে দিচ্ছেন ৷ অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) বক্তব্য, কাজ করতে অসুবিধা হচ্ছে জানিয়ে আমার কাছে উপাচার্য কোনও অভিযোগ করেননি ৷ আবার শিক্ষামন্ত্রীর সামনে দাঁড়িয়ে ওই উপাচার্য বলছেন যে তিনি কোনও অভিযোগ জানাননি ৷ ফলে বিষয়টি ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে ৷

আজ, বৃহস্পতিবার বিকাশ ভবনে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে আবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) উপাচার্য সব্যসাচী বসু রায় তাঁর ক্ষোভের কথা উগড়ে দেন সংবাদমাধ্যমের সামনে । তবে সব্যসাচী বসু রায়কে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে তাঁর অভিযোগের কথা জানানো নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কোনও অভিযোগ জানাননি বলে জানান ৷ তবে ব্রাত্য বসুর অনুপস্থিতিতে তিনি যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, তখন তিনি আবারও তাঁর অভিযোগের প্রসঙ্গ তোলেন ।

প্রসঙ্গত, সব্যসাচী বসু রায় এর আগেও একবার জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয় কাজ করতে তাঁর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । এই অভিযোগ জানিয়ে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন । এরপর সম্প্রতি আবারও তিনি সংবাদ মাধ্যমের সামনে তাঁর ক্ষোভ জানান । কারণ, তাঁর অজান্তেই বিভিন্ন বিভাগ থেকে কর্মচারী তুলে নেওয়া হচ্ছে ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়ের বক্তব্য

অন্যদিকে এই বিষয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমার সঙ্গে ওঁর রীতিমতো যোগাযোগ আছে । সেরকম কোনও অভিযোগ নেই । সব বিশ্ববিদ্যালয়ের টুকটাক কিছু হয় । আমার মনে হয় না এগুলো গুরুতর কিছু । আমাদের মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় সবার । কিন্ত তার মধ্যেও প্রশাসনিক কিছু দায়িত্ব থাকে । তিনি উপাচার্য । এবং এক্ষেত্রে তাঁর মতই চূড়ান্ত ।"

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) যে চরম অর্থাভাব চলেছে, সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "বিদেশে, এমনকি, অক্সফোর্ডেও এটাই রীতি । এটাই নিয়ম । প্রাক্তনীদের তহবিল সারা পৃথিবীর রেওয়াজ । আগের সরকারেও হয়েছে । এতে ভাঁড়ারে টাকা নেই প্রমাণ করে না । রাজ্য সরকারের কাছে প্রতিটি বিশ্ববিদ্যালয় টাকা চায় । আরইউএসইউ-এর (রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান) 30 কোটি টাকা এখনও বকেয়া ।"

আরও পড়ুন: গোপনীয়তা ভঙ্গের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থা থেকে সরলেন রবীন্দ্রভারতীর ইংরাজি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা

Last Updated : Nov 3, 2022, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.