ETV Bharat / state

পুলকার নিয়ে নির্দেশিকা জারি করবে শিক্ষা দপ্তর : পার্থ - পোলবায় পুলকার দুর্ঘটনার সাড়া ফেলেছে শহরে

পুলকার নিয়ে শহরের সব স্কুলকে সাবধান করেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রী বলেন, "পুলকার রাস্তায় চলার জন‍্য সমস্ত ব্যবস্থা ঠিক হয়েছে কি না তার নজরদারি করতে হবে স্কুলকে । শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে।"

partha
পার্থ
author img

By

Published : Feb 15, 2020, 9:59 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন । SSKM-এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত দুই শিশু । আজ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পুলকার নিয়ে নির্দেশিকা জারি হবে বলে জানান তিনি ।

পুলকার নিয়ে শহরের সব স্কুলকে সাবধান করেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রী বলেন, "পুলকার রাস্তায় চলার জন‍্য সমস্ত ব্যবস্থা ঠিক হয়েছে কি না তার নজরদারি করতে হবে স্কুলকে । শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে।"

ভিডিয়োয় দেখুন...

গতকাল হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম হয় দুই শিশু ৷ তাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ইমামবাড়া হাসপাতাল । পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে গ্রিন করিডর তৈরি করে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাদের ফুসফুস মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত । আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সংকটে রয়েছে তারা । এক শিশু ঋষভ সিংকে এখনও এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এ রাখা হয়েছে ।

আজ বিধানসভায় নিজের ঘরে বসে এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী । সমস্ত স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে রাজ‍্যের শিক্ষামন্ত্রী বলেন, "আমি এ বিষয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছি । অনেকে আট-দশজন নিয়ে ব্যক্তিগতভাবে পুলকার তৈরি করে । এ বিষয়ে স্কুলকে সাবধানে থাকতে হবে । স্কুলে যে পুলকারগুলো ব্যবহার হচ্ছে তা রীতির মধ্যে আছে কি না, RTO পাশ করছে কি না, CF আছে কি না, রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কি না, বিমা আছে কি না এগুলো দেখে ব্যবহার করবেন । সার্কুলার আমরা দিয়ে দেব । যে সমস্ত স্কুল এসব দেখছে না, তাদের দেখতে হবে ।"

কলকাতা, 15 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন । SSKM-এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত দুই শিশু । আজ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পুলকার নিয়ে নির্দেশিকা জারি হবে বলে জানান তিনি ।

পুলকার নিয়ে শহরের সব স্কুলকে সাবধান করেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রী বলেন, "পুলকার রাস্তায় চলার জন‍্য সমস্ত ব্যবস্থা ঠিক হয়েছে কি না তার নজরদারি করতে হবে স্কুলকে । শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে।"

ভিডিয়োয় দেখুন...

গতকাল হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম হয় দুই শিশু ৷ তাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ইমামবাড়া হাসপাতাল । পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে গ্রিন করিডর তৈরি করে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাদের ফুসফুস মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত । আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সংকটে রয়েছে তারা । এক শিশু ঋষভ সিংকে এখনও এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এ রাখা হয়েছে ।

আজ বিধানসভায় নিজের ঘরে বসে এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী । সমস্ত স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে রাজ‍্যের শিক্ষামন্ত্রী বলেন, "আমি এ বিষয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছি । অনেকে আট-দশজন নিয়ে ব্যক্তিগতভাবে পুলকার তৈরি করে । এ বিষয়ে স্কুলকে সাবধানে থাকতে হবে । স্কুলে যে পুলকারগুলো ব্যবহার হচ্ছে তা রীতির মধ্যে আছে কি না, RTO পাশ করছে কি না, CF আছে কি না, রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কি না, বিমা আছে কি না এগুলো দেখে ব্যবহার করবেন । সার্কুলার আমরা দিয়ে দেব । যে সমস্ত স্কুল এসব দেখছে না, তাদের দেখতে হবে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.