কলকাতা, 25 সেপ্টেম্বর : আগামীকাল পণ্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী । চলতি বছরে অন্যান্য বিশেষ দিনগুলির মতোই কোরোনা আবহে মঞ্চ বেঁধে, অনুষ্ঠানের মাধ্যমে বাংলার এই মণীষীর জন্মবার্ষিকী পালন করা সম্ভব হচ্ছে না । ফলে, ভার্চুয়াল মাধ্যমেই বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর ।
আজ শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করা হবে । গত বছর বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী উৎসবের সূচনা হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে । 24 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন । সাতদিনব্যাপী চলেছিল এই উৎসব ।
কিন্তু কোরোনা পরিস্থিতিতে বাঙালির নবজাগরণের অন্যতম পথিকৃতের দ্বি-শত জন্মবার্ষিকীর পূর্তি উৎসবে গত বছরের মতো ধুমধাম আর দেখা যাবে না । চলতি বছর ভার্চুয়াল মাধ্যমে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালন করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর । আগামীকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ভার্চুয়ালি হবে এই অনুষ্ঠান । অনুষ্ঠান শুরু হবে দুপুর দেড়টা থেকে ।