ETV Bharat / state

Partha Chatterjee: ভুবনেশ্বর পৌঁছল পার্থ-র এয়ার অ্যাম্বুল্যান্স, এইমসে মন্ত্রীর শারীরিক পরীক্ষার জন্য় প্রস্তত মেডিক্যাল টিম

সেখান থেকে বের করার পর তাঁর এয়ার অ্যাম্বুল্যান্স রওনা হয় ভুবনেশ্বর এইমসে (Air Ambulance of Partha Chatterjee lefts Kolkata for Bhubaneshwar AIIMS)। সেখানেই করা হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। সোমবার সকাল 7.35 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বের করা আনা হয় ৷

author img

By

Published : Jul 25, 2022, 8:38 AM IST

Updated : Jul 25, 2022, 11:04 AM IST

Partha Chatterjee
কলকাতা বিমানবন্দরে ঢুকল পার্থ চট্টোপাধ্যায়ের এয়ার অ্যাম্বুলেন্স

কলকাতা, 25 জুলাই: ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের বিমান । সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের মেডিক্যাল টিম প্রস্তুত বাংলার মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য । নির্ধারিত সূচি মেনেই এদিন কলকাতা থেকে ভুবনেশ্বরে পৌঁছে গেল এসএসসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মন্ত্রীর এয়ার অ্যাম্বুল্যান্স (Minister Partha Chatterjee reaches Bhubaneshwar for medical treatment) । তার আগে এসএসকেএম থেকে বেরনোর পর কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করে মন্ত্রীর অ্যাম্বুল্যান্স । সেখান থেকে বের করার পর 8.29 নাগাদ ভুবনেশ্বর রওনা হয় তাঁর এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance of Partha Chatterjee goes to Bhubaneshwar AIIMS)। সোমবার সকাল 7.35 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বের করা আনা হয় ৷ এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন একাধিক ইডি কর্তা ৷ এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে তাঁকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, এ দিন তাঁর সঙ্গে ভুবনেশ্বর এইমসে গিয়েছেন আইনজীবী অনিন্দ্য কুমার রাউত এবং এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক । ভুবনেশ্বর বিমানবন্দরের বাইরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন ছিল ৷ রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফও ।

  • #WATCH | West Bengal Minister and former Education Minister of the state, Partha Chatterjee, arrives at Bhubaneswar airport along with ED officials. To be taken to AIIMS, Bhubaneswar. pic.twitter.com/Rw7eBYkGsP

    — ANI (@ANI) July 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

কড়া নিরাপত্তার মধ্যে হাইকোর্টের নির্দেশ মেনে এদিন মাত্র 25 মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম কলকাতা বিমানবন্দরে আনা হয় । তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরি হয়েছে পার্থবাবুর বেরোতে ৷ আদালতের নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা করেন ইডি আধিকারিকরা । এক্ষেত্রে অসম থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় । আজ বিকেল 3টের মধ্যে ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকদের একটি রিপোর্ট আদালতে পেশ করতে হবে । সে কারণেই এইমসে তৈরি রয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড । তাদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছিল।

পার্থকে নিয়ে ভুবনেশ্বরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স

যদি এইমসের চিকিৎসকদের প্রদত্ত রিপোর্টে রাজ্যের মন্ত্রী সুস্থই থাকেন সেক্ষেত্রে ভুবনেশ্বরেই তাঁকে জেরা শুরু করবেন ইডি আধিকারিকেরা । সূত্রের খবর, ভুবনেশ্বর এইমসের (AIIMS) কার্ডিয়োলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট-দের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । এই টিম পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় শারীরিক পরীক্ষা করবে ।

প্রসঙ্গত, শুক্রবার 27 ঘণ্টা জেরার পর শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ তার আগের রাতে মন্ত্রী 'ঘনিষ্ঠ' অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেডরুমের ওয়ার্ডরোব থেকে প্রায় 21 কোটি টাকা উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তারপরই রাতভর জেরায় মন্ত্রীর জবাবে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷

কলকাতা, 25 জুলাই: ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের বিমান । সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের মেডিক্যাল টিম প্রস্তুত বাংলার মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য । নির্ধারিত সূচি মেনেই এদিন কলকাতা থেকে ভুবনেশ্বরে পৌঁছে গেল এসএসসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মন্ত্রীর এয়ার অ্যাম্বুল্যান্স (Minister Partha Chatterjee reaches Bhubaneshwar for medical treatment) । তার আগে এসএসকেএম থেকে বেরনোর পর কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করে মন্ত্রীর অ্যাম্বুল্যান্স । সেখান থেকে বের করার পর 8.29 নাগাদ ভুবনেশ্বর রওনা হয় তাঁর এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance of Partha Chatterjee goes to Bhubaneshwar AIIMS)। সোমবার সকাল 7.35 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বের করা আনা হয় ৷ এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন একাধিক ইডি কর্তা ৷ এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে তাঁকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, এ দিন তাঁর সঙ্গে ভুবনেশ্বর এইমসে গিয়েছেন আইনজীবী অনিন্দ্য কুমার রাউত এবং এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক । ভুবনেশ্বর বিমানবন্দরের বাইরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন ছিল ৷ রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফও ।

  • #WATCH | West Bengal Minister and former Education Minister of the state, Partha Chatterjee, arrives at Bhubaneswar airport along with ED officials. To be taken to AIIMS, Bhubaneswar. pic.twitter.com/Rw7eBYkGsP

    — ANI (@ANI) July 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

কড়া নিরাপত্তার মধ্যে হাইকোর্টের নির্দেশ মেনে এদিন মাত্র 25 মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম কলকাতা বিমানবন্দরে আনা হয় । তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরি হয়েছে পার্থবাবুর বেরোতে ৷ আদালতের নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা করেন ইডি আধিকারিকরা । এক্ষেত্রে অসম থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় । আজ বিকেল 3টের মধ্যে ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকদের একটি রিপোর্ট আদালতে পেশ করতে হবে । সে কারণেই এইমসে তৈরি রয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড । তাদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছিল।

পার্থকে নিয়ে ভুবনেশ্বরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স

যদি এইমসের চিকিৎসকদের প্রদত্ত রিপোর্টে রাজ্যের মন্ত্রী সুস্থই থাকেন সেক্ষেত্রে ভুবনেশ্বরেই তাঁকে জেরা শুরু করবেন ইডি আধিকারিকেরা । সূত্রের খবর, ভুবনেশ্বর এইমসের (AIIMS) কার্ডিয়োলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট-দের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । এই টিম পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় শারীরিক পরীক্ষা করবে ।

প্রসঙ্গত, শুক্রবার 27 ঘণ্টা জেরার পর শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ তার আগের রাতে মন্ত্রী 'ঘনিষ্ঠ' অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেডরুমের ওয়ার্ডরোব থেকে প্রায় 21 কোটি টাকা উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তারপরই রাতভর জেরায় মন্ত্রীর জবাবে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷

Last Updated : Jul 25, 2022, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.