ETV Bharat / state

Arpita Mukherjee: অর্পিতাকে নিয়ে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালাতে চায় ইডি - SSC recruitment scam

অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee)সঙ্গে নিয়ে শিক্ষক দুর্নীতি কাণ্ডে(SSC recruitment scam)বিভিন্ন সন্দেহজনক এলাকায় তল্লাশি চালাতে চান ইডির গোয়েন্দারা(ED) ৷

ED to conduct search operation with Arpita Mukherjee in SSC recruitment scam
Arpita Mukherjee
author img

By

Published : Jul 25, 2022, 9:24 PM IST

কলকাতা, 25 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee)নিজেদের হেফাজতে নিয়ে এবার একাধিক সন্দেহভাজন জায়গায় তল্লাশি অভিযান করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা(ED) । ইডি সূত্রের খবর, অর্পিতাকে নিয়ে উত্তর-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবেন তাঁরা । পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে কীভাবে এই বিপুল ঢাকা পৌঁছল এবং কারা কারা নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখত ৷ এইসব খুঁটিনাটি তথ্য তার কাছ থেকে পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

ঘটনার দিন অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিদেশী মুদ্রাও । কীভাবে ওই বিদেশি মুদ্রা তার বাড়িতে এসে পৌঁছল সেটাও জানতে চাইবেন গোয়েন্দারা।

আরও পড়ুন: অর্পিতার প্রেসার সামান্য বেশি, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা

ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের হেফাজতে পেয়ে বেশ কিছু বয়ান নথিভুক্ত করেছে ইডি। শুধু তাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে উচ্চশিক্ষা দফতরের একাধিক নথিপত্র মিলেছে । সেই সকল নথিপত্র কীভাবে অর্পিতার ফ্ল্যাটে এল, তাও জানতে চাইছেন গোয়েন্দারা । ফলে অর্পিতাকে নিজেদের হেফাজতে পেলে তাকে সঙ্গে করে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে (ED to conduct search operation with Arpita Mukherjee in SSC recruitment scam)।

কলকাতা, 25 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee)নিজেদের হেফাজতে নিয়ে এবার একাধিক সন্দেহভাজন জায়গায় তল্লাশি অভিযান করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা(ED) । ইডি সূত্রের খবর, অর্পিতাকে নিয়ে উত্তর-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবেন তাঁরা । পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে কীভাবে এই বিপুল ঢাকা পৌঁছল এবং কারা কারা নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখত ৷ এইসব খুঁটিনাটি তথ্য তার কাছ থেকে পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

ঘটনার দিন অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিদেশী মুদ্রাও । কীভাবে ওই বিদেশি মুদ্রা তার বাড়িতে এসে পৌঁছল সেটাও জানতে চাইবেন গোয়েন্দারা।

আরও পড়ুন: অর্পিতার প্রেসার সামান্য বেশি, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা

ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের হেফাজতে পেয়ে বেশ কিছু বয়ান নথিভুক্ত করেছে ইডি। শুধু তাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে উচ্চশিক্ষা দফতরের একাধিক নথিপত্র মিলেছে । সেই সকল নথিপত্র কীভাবে অর্পিতার ফ্ল্যাটে এল, তাও জানতে চাইছেন গোয়েন্দারা । ফলে অর্পিতাকে নিজেদের হেফাজতে পেলে তাকে সঙ্গে করে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে (ED to conduct search operation with Arpita Mukherjee in SSC recruitment scam)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.