ETV Bharat / state

Flat Selling Scam: আবাসন বিক্রি দুর্নীতিতে এবার রূপলেখা মিত্রকে তলব ইডি'র - flat selling scam

আবাসন বন্টন দুর্নীতিতে নাম জড়িয়ে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের ৷ তাঁকে তলব করেছে ইডি ৷ এবার ওই মামলায় রূপলেখা মিত্র নামে সংস্থার এরেক ডিরেক্টরকেও তলব করেছে ইডি ৷

ETV Bharat
রূপলেখা মিত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 4:02 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: ফ্ল্যাট বিক্রির নামে প্রতরণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের সংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে আগামী সপ্তাহে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তবে শুধু নুসরত জাহান নয়, সংশ্লিষ্ট কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছে ইডি । বুধবার সংশ্লিষ্ট সংস্থার অপর এক ডিরেক্টরকেও তলব করল ইডি । তাঁর নাম রূপলেখা মিত্র । তিনি দশ বছর ধরে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর পদে ছিলেন বলে ইডি সূত্রে খবর ।

মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চাইতে পারেন, সংসদ নুসরাত জাহানের সঙ্গে তাঁর কখনও কথা হয়েছে কি না । এছাড়াও তিনি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিষয়ে কী কী জানেন, এই বিষয়েও তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে রূপলেখা মিত্রকে ৷ তাঁকে আগামী বুধবার যাবতীয় নথিপত্র নিয়ে দফতরে আসতে বলা হয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় সাংসদ নুসরত জাহানকে ডেকে পাঠিয়েছে ইডি । আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷

এর আগেও নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তড়িঘড়ি কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে অভিনেত্রী দাবি করেন, তিনি ওই সংস্থার তরফ থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে সেই টাকা সুদে আসলে তিনি মিটিয়ে দিয়েছেন। তিনিও দাবি করেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ছক । তিনি দুর্নীতির সঙ্গে কোনভাবে যুক্ত নন বলে দাবি করেছিলেন সংসদ নুসরত জাহান । কিন্তু তিনি ব্যাংক থেকে ঋণ না-নিয়ে তিনি কেন একটি ব্যবসায়িক সংস্থা থেকে ঋণ নিতে গেলেন? এই প্রশ্নের উত্তর দেননি নুসরত জাহান ৷

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি’র

এই আবাসন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই, এই ঘটনায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিভিন্ন অভিযোগকারীদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের দফতরে এবং কলকাতা পুলিশের গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন । লালবাজার সূত্রের খবর অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি প্রাথমিক রিপোর্টও আদালতে পেশ করা হয়েছে ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: ফ্ল্যাট বিক্রির নামে প্রতরণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের সংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে আগামী সপ্তাহে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তবে শুধু নুসরত জাহান নয়, সংশ্লিষ্ট কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছে ইডি । বুধবার সংশ্লিষ্ট সংস্থার অপর এক ডিরেক্টরকেও তলব করল ইডি । তাঁর নাম রূপলেখা মিত্র । তিনি দশ বছর ধরে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর পদে ছিলেন বলে ইডি সূত্রে খবর ।

মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চাইতে পারেন, সংসদ নুসরাত জাহানের সঙ্গে তাঁর কখনও কথা হয়েছে কি না । এছাড়াও তিনি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিষয়ে কী কী জানেন, এই বিষয়েও তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে রূপলেখা মিত্রকে ৷ তাঁকে আগামী বুধবার যাবতীয় নথিপত্র নিয়ে দফতরে আসতে বলা হয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় সাংসদ নুসরত জাহানকে ডেকে পাঠিয়েছে ইডি । আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷

এর আগেও নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তড়িঘড়ি কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে অভিনেত্রী দাবি করেন, তিনি ওই সংস্থার তরফ থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে সেই টাকা সুদে আসলে তিনি মিটিয়ে দিয়েছেন। তিনিও দাবি করেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ছক । তিনি দুর্নীতির সঙ্গে কোনভাবে যুক্ত নন বলে দাবি করেছিলেন সংসদ নুসরত জাহান । কিন্তু তিনি ব্যাংক থেকে ঋণ না-নিয়ে তিনি কেন একটি ব্যবসায়িক সংস্থা থেকে ঋণ নিতে গেলেন? এই প্রশ্নের উত্তর দেননি নুসরত জাহান ৷

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি’র

এই আবাসন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই, এই ঘটনায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিভিন্ন অভিযোগকারীদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের দফতরে এবং কলকাতা পুলিশের গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন । লালবাজার সূত্রের খবর অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি প্রাথমিক রিপোর্টও আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.