ETV Bharat / state

Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী-পুত্রের সঙ্গে অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকেও তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই নিয়ে এবার অয়নের স্ত্রী ও ছেলে এবং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্বেতা চক্রবর্তীকেও তলব করল ইডি ৷

Bengal Recruitment Scam
Bengal Recruitment Scam
author img

By

Published : Apr 11, 2023, 5:24 PM IST

কলকাতা, 11 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হতেই শ্বেতা চক্রবর্তীর নাম প্রকাশ্যে আসে ৷ তিনি অয়নের অতি পরিচিত ও অয়ন তাঁর জন্য অনেক জায়গায় প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ ওঠে ৷ সেই শ্বেতা চক্রবর্তীকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একই সঙ্গে অয়নের স্ত্রী কাকলি ও তাঁদের ছেলে অভিষেককেও তলব করেছে ইডি ৷

ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে ৷ সেখানে এমন কিছু নথি মিলেছে, যা থেকে স্পষ্ট এই নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে ৷ 2014 সালে যে টেট হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা ও রোল নম্বর উদ্ধার হয় ৷ পাশাপাশি 2012 সালের টেট পরীক্ষারও অনেক নথি মিলেছে ৷ সেই থেকেই ইডির ধারণা, দুর্নীতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল ৷

সূত্রের খবর, এই নিয়ে আরও তথ্যের সন্ধান করছে ইডি ৷ সেই কারণেই ডাকা হচ্ছে শ্বেতা, কাকলি ও অভিষেককে ৷ আগামী সপ্তাহে তাঁদের হাজির হতে বলা হয়েছে ইডির অফিসে ৷ এখন দেখার এই আর কী কী তথ্য ইডি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ! নতুন কোনও তথ্যও উঠে আসে কি না, সেটাও দেখার !

কারণ, ইডি সূত্র বলছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতদের মধ্যে অন্যতম ও বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি অয়ন শীল । তদন্তে নেমে অয়নকে গ্রেফতার করার পর তদন্তকারীরা তাঁর ব্যাংক লকারের হদিশ পায় । সেই লকারে কয়েক কোটি টাকার সম্পত্তির নথি পাওয়া গিয়েছে ৷ বেশিরভাগই তাঁর স্ত্রী কাকলি ও ছেলে অভিষেকের নামে ৷ এছাড়া বেআইনি নিয়োগের মাধ্যমে তিনি 40 কোটি টাকা পেয়েছিলেন বলে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন ৷ এর মধ্যে 20-25 শতাংশ কমিশন হিসেবে পান অয়ন নিজে ৷

এছাড়া ছেলে অভিষেকের নামে একটি পেট্রল পাম্পও রয়েছে ৷ তাই ইডির ধারণা, অয়নের স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক অনেক কিছু জানেন, তাঁদের জিজ্ঞাসাবাদ আরও অনেক তথ্য বেরিয়ে আসবে ৷ যা ভবিষ্যতে তদন্তের অগ্রগতিতে সাহায্য করতে পারে ৷

আরও পড়ুন: চাকরি বিক্রি করে বাজার থেকে 40 কোটি টাকা তুলেছিল অয়ন, দাবি ইডির

কলকাতা, 11 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হতেই শ্বেতা চক্রবর্তীর নাম প্রকাশ্যে আসে ৷ তিনি অয়নের অতি পরিচিত ও অয়ন তাঁর জন্য অনেক জায়গায় প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ ওঠে ৷ সেই শ্বেতা চক্রবর্তীকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একই সঙ্গে অয়নের স্ত্রী কাকলি ও তাঁদের ছেলে অভিষেককেও তলব করেছে ইডি ৷

ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে ৷ সেখানে এমন কিছু নথি মিলেছে, যা থেকে স্পষ্ট এই নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে ৷ 2014 সালে যে টেট হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা ও রোল নম্বর উদ্ধার হয় ৷ পাশাপাশি 2012 সালের টেট পরীক্ষারও অনেক নথি মিলেছে ৷ সেই থেকেই ইডির ধারণা, দুর্নীতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল ৷

সূত্রের খবর, এই নিয়ে আরও তথ্যের সন্ধান করছে ইডি ৷ সেই কারণেই ডাকা হচ্ছে শ্বেতা, কাকলি ও অভিষেককে ৷ আগামী সপ্তাহে তাঁদের হাজির হতে বলা হয়েছে ইডির অফিসে ৷ এখন দেখার এই আর কী কী তথ্য ইডি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ! নতুন কোনও তথ্যও উঠে আসে কি না, সেটাও দেখার !

কারণ, ইডি সূত্র বলছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতদের মধ্যে অন্যতম ও বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি অয়ন শীল । তদন্তে নেমে অয়নকে গ্রেফতার করার পর তদন্তকারীরা তাঁর ব্যাংক লকারের হদিশ পায় । সেই লকারে কয়েক কোটি টাকার সম্পত্তির নথি পাওয়া গিয়েছে ৷ বেশিরভাগই তাঁর স্ত্রী কাকলি ও ছেলে অভিষেকের নামে ৷ এছাড়া বেআইনি নিয়োগের মাধ্যমে তিনি 40 কোটি টাকা পেয়েছিলেন বলে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন ৷ এর মধ্যে 20-25 শতাংশ কমিশন হিসেবে পান অয়ন নিজে ৷

এছাড়া ছেলে অভিষেকের নামে একটি পেট্রল পাম্পও রয়েছে ৷ তাই ইডির ধারণা, অয়নের স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক অনেক কিছু জানেন, তাঁদের জিজ্ঞাসাবাদ আরও অনেক তথ্য বেরিয়ে আসবে ৷ যা ভবিষ্যতে তদন্তের অগ্রগতিতে সাহায্য করতে পারে ৷

আরও পড়ুন: চাকরি বিক্রি করে বাজার থেকে 40 কোটি টাকা তুলেছিল অয়ন, দাবি ইডির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.