ETV Bharat / state

ED Summons Abhishek's PA: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি - ED Summons Abhisheks PA

Primary Recruitment Corruption Case: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি ৷ আগামী সোমবার বেলা 11টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ED Summons Abhishek's PA
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 3:11 PM IST

Updated : Oct 13, 2023, 3:30 PM IST

কলকাতা, 13 অক্টোবর: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এ বার তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি । আগামী সোমবার বেলা 11টার মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে তাঁকে ।

এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি ও কলকাতায় একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা বেশকিছু তথ্য জানতে পারেন বলে জানা গিয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে, সেগুলি যাচাই করার জন্য এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ককে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর ।

মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসাবে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন । তদন্তকারী সংস্থার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির অন্যতম সক্রিয় সদস্য ছিলেন ।

আরও পড়ুন: সাড়ে 8 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে চাকরিতে দুর্নীতির যে টাকা আসত, সেই টাকা কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র একাধিক এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে তা পৌঁছে দিতেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার দফতরে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে, কোন কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে ? এই টাকার লেনদেনের সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কোনও সম্পর্ক বা যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা ।

উল্লেখ্য, গত 11 অক্টোবর ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷

কলকাতা, 13 অক্টোবর: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এ বার তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি । আগামী সোমবার বেলা 11টার মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে তাঁকে ।

এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি ও কলকাতায় একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা বেশকিছু তথ্য জানতে পারেন বলে জানা গিয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে, সেগুলি যাচাই করার জন্য এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ককে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর ।

মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসাবে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন । তদন্তকারী সংস্থার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির অন্যতম সক্রিয় সদস্য ছিলেন ।

আরও পড়ুন: সাড়ে 8 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে চাকরিতে দুর্নীতির যে টাকা আসত, সেই টাকা কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র একাধিক এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে তা পৌঁছে দিতেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার দফতরে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে, কোন কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে ? এই টাকার লেনদেনের সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কোনও সম্পর্ক বা যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা ।

উল্লেখ্য, গত 11 অক্টোবর ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷

Last Updated : Oct 13, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.