ETV Bharat / state

ED Summons Rujira: অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির নোটিশ, 8 জুন তলব দফতরে - রুজিরা বন্দ্যোপাধ্য়ায়

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী বৃহস্পতিবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ED Summons Rujira
ED Summons Rujira
author img

By

Published : Jun 5, 2023, 1:53 PM IST

Updated : Jun 5, 2023, 2:30 PM IST

কলকাতা, 5 জুন: লুক আউট নোটিশ জারি থাকার কারণ দেখিয়ে সোমবার সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকে দেয় অভিবাসন দফতর ৷ কলকাতা বিমানবন্দরে ঘটা সেই ঘটনার রেশ কাটার আগেই জানা গেল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 8 জুন (আগামী বৃহস্পতিবার) তাঁকে তলব করা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে যখন আটকে রাখা হয়েছিল রুজিরাকে, তখন সেখানেই তাঁর হাতে নোটিশ ধরানো হয় ৷

ইডি সূত্রে খবর, কলকাতার একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে ৷ সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৷ এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ সেখানে বেশকিছু ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয় ৷ সেই নথি পরীক্ষা করতে গিয়ে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, সেই নথিপত্র ঘেঁটেই তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে দুর্নীতির কালো টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ঘটনায় রুজিরা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে যুক্ত । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ৷ সেই কারণেই আগামী বৃহস্পতিবার তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে রুজিরার বিদেশ যাত্রায় বাধা দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল ৷ তৃণমূলের দাবি, রাজনীতির ময়দানে লড়াইয়ে পেরে উঠতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে বিজেপি ৷

আরও পড়ুন: বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে, আদালতের দ্বারস্থ হতে পারেন অভিষেক

কলকাতা, 5 জুন: লুক আউট নোটিশ জারি থাকার কারণ দেখিয়ে সোমবার সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকে দেয় অভিবাসন দফতর ৷ কলকাতা বিমানবন্দরে ঘটা সেই ঘটনার রেশ কাটার আগেই জানা গেল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 8 জুন (আগামী বৃহস্পতিবার) তাঁকে তলব করা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে যখন আটকে রাখা হয়েছিল রুজিরাকে, তখন সেখানেই তাঁর হাতে নোটিশ ধরানো হয় ৷

ইডি সূত্রে খবর, কলকাতার একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে ৷ সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৷ এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ সেখানে বেশকিছু ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয় ৷ সেই নথি পরীক্ষা করতে গিয়ে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, সেই নথিপত্র ঘেঁটেই তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে দুর্নীতির কালো টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ঘটনায় রুজিরা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে যুক্ত । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ৷ সেই কারণেই আগামী বৃহস্পতিবার তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে রুজিরার বিদেশ যাত্রায় বাধা দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল ৷ তৃণমূলের দাবি, রাজনীতির ময়দানে লড়াইয়ে পেরে উঠতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে বিজেপি ৷

আরও পড়ুন: বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে, আদালতের দ্বারস্থ হতে পারেন অভিষেক

Last Updated : Jun 5, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.