ETV Bharat / state

Abhishek Banerjee: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিনই অভিষেককে তলব ইডির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 8:41 PM IST

Updated : Sep 10, 2023, 10:19 PM IST

13 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সেদিনই নয়াদিল্লিতে 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ 13 সেপ্টেম্বর হাজিরা দিতে কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷ তাৎপর্যপূর্ণ ওইদিনই বিরোধী 'ইন্ডিয়া' জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা দিল্লিতে ৷ ওই দিনেই কেন তাঁকে তলব করল ইডি, তা নিয়ে রবিবার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিষেক ৷

রবিবার রাতে সামাজিক মাধ্যমে অভিষেক নিজেই ইডি তলবের কথা জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা 13 সেপ্টেম্বর দিল্লিতে, এই কমিটির আমিও একজন সদস্য ৷ কিন্তু ইডি একটু এগে আমায় নোটিশ পাঠিয়ে সেদিনই তাদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ 56 ইঞ্চির ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না ৷" তাঁর এই পোস্টের সঙ্গে হ্যাসট্যাগ ফিয়ার অফ 'ইন্ডিয়া' কথাটিও জুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ৷

তাৎপর্যপূর্ণ হল, 13 সেপ্টেম্বর ইডি তলব করেছে অভিষেককে ৷ তার ঠিক আগের দিন অর্থাৎ 12 সেপ্টেম্বর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই ও স্পেন সফরে যাওয়ার কথা তাঁর ৷ 23 সেপ্টেম্বর ফেরার কথা তাঁর ৷ মমতার এই সরকারি সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ সেই সফর শুরুর পরের দিনই অভিষেককে তলব করল ইডি ৷ তবে কোন মামলায় তাঁকে ইডি তলব করেছে তা এদিন জানাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

  • FIRST meet of INDIA’s coordination comm is on 13th Sept in Delhi, where I'm a member. But, @dir_ed conveniently served me a notice just now to appear before thm on the VERY SAME DAY! One can't help but marvel at the TIMIDITY & VACUOSNESS of the 56-inch chest model. #FearofINDIA

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

FIRST meet of INDIA’s coordination comm is on 13th Sept in Delhi, where I'm a member. But, @dir_ed conveniently served me a notice just now to appear before thm on the VERY SAME DAY! One can't help but marvel at the TIMIDITY & VACUOSNESS of the 56-inch chest model. #FearofINDIA

— Abhishek Banerjee (@abhishekaitc) September 10, 2023 ">

আরও পড়ুন: 14 দিনের জেল হেফাজত চন্দ্রবাবুর, নাইডুর ঠিকানা রাজামুন্দ্রি সেন্ট্রাল জেল

18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 5 দিনের সংসদের বিশেষ অধিবেশন ৷ তার আগে 13 তারিখ নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসার কথা 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির ৷ তৃণমূলের তরফে সদস্য হিসেবে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ 13 সেপ্টেম্বর হাজিরা দিতে কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷ তাৎপর্যপূর্ণ ওইদিনই বিরোধী 'ইন্ডিয়া' জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা দিল্লিতে ৷ ওই দিনেই কেন তাঁকে তলব করল ইডি, তা নিয়ে রবিবার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিষেক ৷

রবিবার রাতে সামাজিক মাধ্যমে অভিষেক নিজেই ইডি তলবের কথা জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা 13 সেপ্টেম্বর দিল্লিতে, এই কমিটির আমিও একজন সদস্য ৷ কিন্তু ইডি একটু এগে আমায় নোটিশ পাঠিয়ে সেদিনই তাদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ 56 ইঞ্চির ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না ৷" তাঁর এই পোস্টের সঙ্গে হ্যাসট্যাগ ফিয়ার অফ 'ইন্ডিয়া' কথাটিও জুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ৷

তাৎপর্যপূর্ণ হল, 13 সেপ্টেম্বর ইডি তলব করেছে অভিষেককে ৷ তার ঠিক আগের দিন অর্থাৎ 12 সেপ্টেম্বর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই ও স্পেন সফরে যাওয়ার কথা তাঁর ৷ 23 সেপ্টেম্বর ফেরার কথা তাঁর ৷ মমতার এই সরকারি সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ সেই সফর শুরুর পরের দিনই অভিষেককে তলব করল ইডি ৷ তবে কোন মামলায় তাঁকে ইডি তলব করেছে তা এদিন জানাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

  • FIRST meet of INDIA’s coordination comm is on 13th Sept in Delhi, where I'm a member. But, @dir_ed conveniently served me a notice just now to appear before thm on the VERY SAME DAY! One can't help but marvel at the TIMIDITY & VACUOSNESS of the 56-inch chest model. #FearofINDIA

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 14 দিনের জেল হেফাজত চন্দ্রবাবুর, নাইডুর ঠিকানা রাজামুন্দ্রি সেন্ট্রাল জেল

18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 5 দিনের সংসদের বিশেষ অধিবেশন ৷ তার আগে 13 তারিখ নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসার কথা 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির ৷ তৃণমূলের তরফে সদস্য হিসেবে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ৷

Last Updated : Sep 10, 2023, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.