ETV Bharat / state

SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে প্রথম চার্জশিট পেশ ইডির (ED Submits First Chargesheet) । সোমবার জোড়া ট্রাঙ্ক ভর্তি নথি সহযোগে নগর দায়রা আদালতে ঢোকে ইডির টিম।

SSC Recruitment Scam
ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে
author img

By

Published : Sep 19, 2022, 3:32 PM IST

Updated : Sep 19, 2022, 6:11 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রবিবার সিবিআই আদালতে চার্জশিট পেশ করল ইডি (ED Submits First Chargesheet to CBI Court) ৷ এদিন দু'টি ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালতে। তদন্তভার হাতে নেওয়ার 58 দিনের মাথায় এসএসসি দুর্নীতি মামলায় প্ৰথম চার্জশিট পেশ করা হল ইডির তরফে। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ছাড়াও আরও বেশকিছু নাম উল্লেখ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

প্রায় 172 পাতার চার্জশিটে পার্থ অর্পিতার বিরুদ্ধে প্রায় 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। এদিন ব‍্যাঙ্কশাল আদালতে ইডি 14 হাজার পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির তরফে ৷ সেখানে যে 6টি কোম্পানির অংশ হিসেবে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে সেগুলি হল- অপা ইউলিটিস প্রাইভেট লিমিটেড, ইচ্ছে এন্টারটেইন্ট, সিম বায়োছিস, অনন্ত ট‍্যাস্কফ‍্যাব, সেন্টি ইঞ্জিনিয়ারিং ও ভিউ মোড় হাই রাইজ।

উল্লেখ্য, গত 22 জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে পরদিন গ্রেফতার করা হয়। পরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়ি থেকে এবং বেলঘরিয়ার বাড়ি থেকে 50 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। এছাড়াও পার্থ ও অর্পিতার নামে-বেনামে 49 কোটি টাকার সম্পত্তি ও 5 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে

আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি

কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন পার্থ-অর্পিতা ৷ পরবর্তীতে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয় পার্থকে এবং আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা । কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । সিবিআইয়ের জেরায় পার্থ দাবি করেছেন, "আমি আমার আধিকারিকদের উপর ভরসা করতাম । এসএসসি দুর্নীতি কাণ্ডে আমার ভূমিকা খুবই সীমিত । প্রত্যেকটি ফাইল আসত শিক্ষা দফতর থেকে । আধিকারিকরা যেভাবে যেখানে যখন সই করতে বলতেন সেখানেই আমি সই করে দিতাম । কারণ আমি আমার আধিকারিকদের উপর ভরসা রাখতাম।"

কলকাতা, 19 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রবিবার সিবিআই আদালতে চার্জশিট পেশ করল ইডি (ED Submits First Chargesheet to CBI Court) ৷ এদিন দু'টি ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালতে। তদন্তভার হাতে নেওয়ার 58 দিনের মাথায় এসএসসি দুর্নীতি মামলায় প্ৰথম চার্জশিট পেশ করা হল ইডির তরফে। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ছাড়াও আরও বেশকিছু নাম উল্লেখ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

প্রায় 172 পাতার চার্জশিটে পার্থ অর্পিতার বিরুদ্ধে প্রায় 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। এদিন ব‍্যাঙ্কশাল আদালতে ইডি 14 হাজার পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির তরফে ৷ সেখানে যে 6টি কোম্পানির অংশ হিসেবে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে সেগুলি হল- অপা ইউলিটিস প্রাইভেট লিমিটেড, ইচ্ছে এন্টারটেইন্ট, সিম বায়োছিস, অনন্ত ট‍্যাস্কফ‍্যাব, সেন্টি ইঞ্জিনিয়ারিং ও ভিউ মোড় হাই রাইজ।

উল্লেখ্য, গত 22 জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে পরদিন গ্রেফতার করা হয়। পরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়ি থেকে এবং বেলঘরিয়ার বাড়ি থেকে 50 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। এছাড়াও পার্থ ও অর্পিতার নামে-বেনামে 49 কোটি টাকার সম্পত্তি ও 5 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে

আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি

কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন পার্থ-অর্পিতা ৷ পরবর্তীতে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয় পার্থকে এবং আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা । কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । সিবিআইয়ের জেরায় পার্থ দাবি করেছেন, "আমি আমার আধিকারিকদের উপর ভরসা করতাম । এসএসসি দুর্নীতি কাণ্ডে আমার ভূমিকা খুবই সীমিত । প্রত্যেকটি ফাইল আসত শিক্ষা দফতর থেকে । আধিকারিকরা যেভাবে যেখানে যখন সই করতে বলতেন সেখানেই আমি সই করে দিতাম । কারণ আমি আমার আধিকারিকদের উপর ভরসা রাখতাম।"

Last Updated : Sep 19, 2022, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.