কলকাতা, 24 মে: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের যাবতীয় সম্পত্তি এবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, এই সমস্ত কিছু সম্পত্তি এবং বিভিন্ন কোম্পানি এছাড়াও রাইস মিল গড়ে তোলার টাকা গরু পাচারের। ফলে এই সকল সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল এবং প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে 25টি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে ৷ এই প্রত্যেকটি অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
মোট 11কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর। এর আগেও অনুব্রত মণ্ডলের 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের আরও খবর, তদন্ত নেমে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে খোঁজখবর নিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে, শুধু অনুব্রত মণ্ডলের নামে কোটি কোটি সম্পত্তি নয় বরং তাঁর আত্মীয়-স্বজনদের নামেও বীরভূমের এই তৃণমূল নেতা কোটি কোটি টাকার জমি, জায়গা থেকে শুরু করে রাইস মিল, বিভিন্ন অভিজাত গাড়ি এবং মোটা অংকের ব্যাংক ব্যালেন্স করে রেখেছিল ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, অনুব্রত মণ্ডলের নামে যে সকল কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং তাঁর ঘনিষ্ঠদের কাছে যা বিষয়-আষয় রয়েছে তার উৎস হল গরু পাচারের কোটি কোটি টাকা। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এছাড়াও অনুব্রত মণ্ডলের যিনি হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও ডেকে দিল্লি থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
আরও পড়ুন: আমার ভবিষ্যৎবাণী সত্যি হল, সুকন্যা গ্রেফতারের পরই কটাক্ষ সুকান্তের
ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, মণীশ কোঠারিকে জেরা করে অনুব্রত মণ্ডলের আরও বিশাল অংকের সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা। ভবিষ্যতেও যাতে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় সেই দিকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷