কলকাতা, 20 অক্টোবর: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের অনলাইন গেমিং প্রতারণা অ্যাপের ঘটনার তদন্তে নেমে প্রায় সাড়ে 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টেডের গোয়েন্দারা । সেই সূত্র ধরে কলকাতার উল্টোডাঙা এলাকায় একটি মোটর ট্রেনিং স্কুলে তল্লাশি অভিযান চালালো ইডি । বুধবার সারারাত ধরে তল্লাশি অভিযান চালানোর পর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখান থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় দেড় কোটি টাকা, একটি ল্যাপটপ । ব্যবসায়ীর ছেলেকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তার নাম রুমেন আগরওয়াল । সরকারি সূত্রের খবর, তাঁর বাবা উমেন আগরওয়াল এই গেম জালিয়াতির ব্যবসার সঙ্গে যুক্ত (ED seizes crores from Ultadanga Motor Training School) ।
গতকাল রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে উল্টোডাঙার একটি মোটর ট্রেনিং স্কুলে অভিযান চালান । এর নাম ভিআইপি মোটরকার ট্রেনিং স্কুল । এর ভিতরেই একটি আবাসন আছে ৷ সেখানে থাকেন ব্যবসায়ী উমেন আগরওয়াল । যদিও ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ৷
আরও পড়ুন: নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান
জানা গিয়েছে, অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন উমেন আগরওয়াল এবং সেখান থেকে কোটি কোটি টাকার প্রতারণা করে টাকা জমিয়ে রাখা হত উল্টোডাঙার এই মোটরকার ট্রেনিং স্কুলে । সাধারণ মানুষ যাতে এই কারবার সম্পর্কে খুব একটা কিছু অনুধাবন করতে না পারে, তার জন্য একে পর্দা হিসেবে ব্যবহার করা হত।
ইডি সূত্রে খবর, ওই অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা, একটি ল্যাপটপ সঙ্গে একাধিক নথিপত্র ৷ এগুলি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । সম্প্রতি মেটিয়াবুরুজ থানার বিপরীতে শাহী আস্তাবল লেনে ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে নগদ সাড়ে 17 কোটি টাকা উদ্ধার করে ইডি । এবার সেই প্রতারণা অ্যাপের লিঙ্ক খুঁজে পেয়ে উল্টোডাঙায় একটি মোটর ট্রেনিং স্কুলে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।