কলকাতা, 20 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ও 5 কোটি টাকা মূল্যের সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । এমনটাই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ সোমবার আদালতে প্রথম চার্জশিট পেশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED charge sheet) । সেখানেই স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন তাঁরা ৷
মায়ের নিরাপত্তার কথা ভেবে সত্য গোপন করেছিলেন । উদ্ধার হওয়া কোটি টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় বলেই দাবি অর্পিতার । সূত্রের খবর, একটি লিখিত বিবৃতি দিয়ে এই কথা আগেই জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । অর্পিতার এই বিবৃতিই ইডি তুলে ধরেছে তাদের চার্জশিটের মাধ্যমে । গ্রেফতারির পর প্রথম থেকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার সঠিক উৎস কী, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা । যার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে গোয়েন্দারা । কিন্তু সেখানে কোনওভাবেই মুখ খুলতে চাননি পার্থ ।
জানা গিয়েছে, আলিপুর মহিলা সংশোধনাগারে থাকাকালীন অর্পিতা মুখোপাধ্যায় লিখিত আকারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন । পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, পার্থ এবং অর্পিতার নামে যে 31টি বিমা রয়েছে তার সবকটি প্রিমিয়ামের টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই ।
আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি
প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই (CBI) । কিন্তু এর আগে পার্থকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার করে ইডি । পাশাপাশি গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । আর তারপরেই অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয় এবং প্রায় মোট পাঁচ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয় । কিন্তু ইডির দাবি, এই সকল টাকা এবং সোনাদানার আসল মালিক হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ।