ETV Bharat / state

Partha-Arpita: উদ্ধার হওয়া সোনা-টাকা সব পার্থর বলে দাবি অর্পিতার, চার্জশিটে জানাল ইডি - টাকা সব পার্থর বলে দাবি অর্পিতার

উদ্ধার হওয়া সোনা-টাকা সব পার্থর বলে দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করে ইডি ৷ সোমবার আদালতে পেশ করা হয় সেই চার্জশিট ৷

ED says in charge sheet Arpita claimed that all recovered gold and money belongs to Partha
ED says in charge sheet Arpita claimed that all recovered gold and money belongs to Partha
author img

By

Published : Sep 20, 2022, 5:05 PM IST

Updated : Sep 20, 2022, 5:41 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ও 5 কোটি টাকা মূল্যের সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । এমনটাই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ সোমবার আদালতে প্রথম চার্জশিট পেশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED charge sheet) । সেখানেই স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন তাঁরা ৷

মায়ের নিরাপত্তার কথা ভেবে সত্য গোপন করেছিলেন । উদ্ধার হওয়া কোটি টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় বলেই দাবি অর্পিতার । সূত্রের খবর, একটি লিখিত বিবৃতি দিয়ে এই কথা আগেই জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । অর্পিতার এই বিবৃতিই ইডি তুলে ধরেছে তাদের চার্জশিটের মাধ্যমে । গ্রেফতারির পর প্রথম থেকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার সঠিক উৎস কী, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা । যার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে গোয়েন্দারা । কিন্তু সেখানে কোনওভাবেই মুখ খুলতে চাননি পার্থ ।

জানা গিয়েছে, আলিপুর মহিলা সংশোধনাগারে থাকাকালীন অর্পিতা মুখোপাধ্যায় লিখিত আকারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন । পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, পার্থ এবং অর্পিতার নামে যে 31টি বিমা রয়েছে তার সবকটি প্রিমিয়ামের টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই ।

আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই (CBI) । কিন্তু এর আগে পার্থকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার করে ইডি । পাশাপাশি গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । আর তারপরেই অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয় এবং প্রায় মোট পাঁচ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয় । কিন্তু ইডির দাবি, এই সকল টাকা এবং সোনাদানার আসল মালিক হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ও 5 কোটি টাকা মূল্যের সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । এমনটাই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ সোমবার আদালতে প্রথম চার্জশিট পেশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED charge sheet) । সেখানেই স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন তাঁরা ৷

মায়ের নিরাপত্তার কথা ভেবে সত্য গোপন করেছিলেন । উদ্ধার হওয়া কোটি টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় বলেই দাবি অর্পিতার । সূত্রের খবর, একটি লিখিত বিবৃতি দিয়ে এই কথা আগেই জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । অর্পিতার এই বিবৃতিই ইডি তুলে ধরেছে তাদের চার্জশিটের মাধ্যমে । গ্রেফতারির পর প্রথম থেকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার সঠিক উৎস কী, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা । যার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে গোয়েন্দারা । কিন্তু সেখানে কোনওভাবেই মুখ খুলতে চাননি পার্থ ।

জানা গিয়েছে, আলিপুর মহিলা সংশোধনাগারে থাকাকালীন অর্পিতা মুখোপাধ্যায় লিখিত আকারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন । পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, পার্থ এবং অর্পিতার নামে যে 31টি বিমা রয়েছে তার সবকটি প্রিমিয়ামের টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই ।

আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই (CBI) । কিন্তু এর আগে পার্থকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার করে ইডি । পাশাপাশি গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । আর তারপরেই অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয় এবং প্রায় মোট পাঁচ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয় । কিন্তু ইডির দাবি, এই সকল টাকা এবং সোনাদানার আসল মালিক হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ।

Last Updated : Sep 20, 2022, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.