ETV Bharat / state

Manik Bhattacharya: মানিকের ঘর থেকে মিলেছে 4 হাজার প্রার্থীর নাম, তার মধ্যে চাকরি পেয়েছেন আড়াই হাজার, দাবি ইডির - মানিক ভট্টাচার্য

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করে ইডি (ED) ৷ সেখানে 4 হাজার প্রার্থীর নাম পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে চাকরি পান 2500 ৷

ed-recovers-4000-candidates-name-of-which-2500-got-jobs-from-manik-bhattacharya-residence
Manik Bhattacharya: মানিকের ঘর থেকে মিলেছে 4 হাজার প্রার্থীর নাম, তার মধ্যে চাকরি পেয়েছেন আড়াই হাজার, দাবি ইডির
author img

By

Published : Oct 25, 2022, 6:32 PM IST

কলকাতা, 25 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) মামলায় এর আগে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা । এবার সেই তদন্তকারী আধিকারিকরা উদ্ধার হওয়া কাগজপত্রগুলি খতিয়ে দেখতে পান, সেখানে উল্লেখ রয়েছে প্রায় 4 হাজার চাকরি প্রার্থীদের রোল নম্বর ৷ সেখান থেকে আড়াই হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যেই চাকরি পেয়েছেন । প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা । সেই টাকা ঘুষের টাকা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ।

ইতিমধ্যেই যেই সকল প্রার্থীরা মানিক ভট্টাচার্যকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের নামের একটি তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । প্রয়োজনে সেই সকল চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

এদিন মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করে এই সকল বিস্ফোরক তথ্য বিচারকের সামনে তুলে ধরেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা । এই তথ্যের পাশাপাশি এদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফ থেকে দাবি করা হয় যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে 6 বছর আগে মৃত এক ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্টের হদিস তাঁরা পেয়েছেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অনুমান এই তিন কোটি টাকা ঘুষের টাকা ।

আরও পড়ুন: 6 বছর আগে মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট মানিক ভট্টাচার্যের স্ত্রী'র

কলকাতা, 25 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) মামলায় এর আগে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা । এবার সেই তদন্তকারী আধিকারিকরা উদ্ধার হওয়া কাগজপত্রগুলি খতিয়ে দেখতে পান, সেখানে উল্লেখ রয়েছে প্রায় 4 হাজার চাকরি প্রার্থীদের রোল নম্বর ৷ সেখান থেকে আড়াই হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যেই চাকরি পেয়েছেন । প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা । সেই টাকা ঘুষের টাকা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ।

ইতিমধ্যেই যেই সকল প্রার্থীরা মানিক ভট্টাচার্যকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের নামের একটি তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । প্রয়োজনে সেই সকল চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

এদিন মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করে এই সকল বিস্ফোরক তথ্য বিচারকের সামনে তুলে ধরেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা । এই তথ্যের পাশাপাশি এদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফ থেকে দাবি করা হয় যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে 6 বছর আগে মৃত এক ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্টের হদিস তাঁরা পেয়েছেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অনুমান এই তিন কোটি টাকা ঘুষের টাকা ।

আরও পড়ুন: 6 বছর আগে মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট মানিক ভট্টাচার্যের স্ত্রী'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.