কলকাতা, 15 সেপ্টেম্বর: মহাদেব অ্যাপ সংক্রান্ত মামলায় বেআইনি ব্যবসার অভিযোগে কলকাতা-সহ দেশের বিভিন্ন মেট্রো সিটিতে তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার মোট 417 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা । নিজেদের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছে ইডি । ইডি সূত্রের খবর, এই প্রতারণার চক্রের সদর দফতর দুবাইতে হলেও মূলত এই জালিয়াতির প্রথম সূত্রপাত হয়েছিল ছত্তিসগড় জেলার দুর্গ শহরে । সেই ঘটনার তদন্তে নামে ইডি ।
তদন্ত নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে শুধুমাত্র দুবাই নয় বরং দেশের বিভিন্ন মেট্রো সিটিতে মহাদেব ব্যাটিং অ্যাপ নিজেদের জাল বিস্তার করেছে । এক্স হ্যান্ডেলে ইডি জানিয়েছে তদন্ত নেমে তারা ভোপাল মুম্বই এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সংস্থার অফিস থেকে বিভিন্ন সোনার বিস্কুট-সহ একাধিক সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করে ।
-
ED has conducted searches against the money laundering networks linked with Mahadev APP in cities like Kolkata, Bhopal, Mumbai etc and retrieved large amount of incriminating evidences and has frozen/seized proceeds of crime worth Rs 417 Crore. pic.twitter.com/GXHWCmKOuY
— ED (@dir_ed) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ED has conducted searches against the money laundering networks linked with Mahadev APP in cities like Kolkata, Bhopal, Mumbai etc and retrieved large amount of incriminating evidences and has frozen/seized proceeds of crime worth Rs 417 Crore. pic.twitter.com/GXHWCmKOuY
— ED (@dir_ed) September 15, 2023ED has conducted searches against the money laundering networks linked with Mahadev APP in cities like Kolkata, Bhopal, Mumbai etc and retrieved large amount of incriminating evidences and has frozen/seized proceeds of crime worth Rs 417 Crore. pic.twitter.com/GXHWCmKOuY
— ED (@dir_ed) September 15, 2023
ইডি সূত্রের খবর, ছত্রিশগড়ের দুর্গ জেলায় বছরখানেক আগে তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা একজন পুলিশ আধিকারিককে এই সংক্রান্ত বিষয়ে গ্রেফতার করেছিল । ইডি সূত্রের খবর, মূলত এই সংস্থাটি একটি লটারি সংস্থা হিসেবে নিজেদের তুলে ধরলেও আড়ালে এরা বিভিন্ন বেটিং চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল ৷ 2022 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা সংশ্লিষ্ট অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত করে । তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পারেন, বেটিংয়ে লাগানো টাকা বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে জমা করত অভিযুক্তরা । এসব অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল বিভিন্ন ব্যক্তির জাল পরিচয়পত্র দিয়ে ।
আরও পড়ুন: দুর্নীতি মামলায় সিবিআই-ইডিকে নথি দেয়নি সিআইডি, রাজ্যকে 50 লক্ষ জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ইডি সূত্রের খবর, সাধারণ গরিব মানুষদের কাছ থেকে সামান্য টাকার বিনিময়ে তাদের আধার কার্ডের তথ্য হাতিয়ে নিত প্রতারকরা । ইতিমধ্যেই সেই সকল ব্যক্তিদের চিহ্নিত কারার চেষ্টা করছে ইডির তদন্তকারী আধিকারিকরা । অভিযোগ, পরে এই সেভিংস অ্যাকাউন্টে জমে থাকা টাকা নিজেদের কর্পোরেট অ্যাকাউন্টে স্থানান্তরিত করে নিত এই জালিয়াত চক্র । পুরো বিষয়টি এমন সু-দক্ষতার সঙ্গে করা হতো যাতে কখনওই সেভিংস অ্যাকাউন্টগুলিতে সর্বোচ্চ 50-60 লক্ষ টাকার বেশি না থাকে ৷ আর তাতে কারও যাতে সন্দেহ না হয় । ডিরেক্টরেট সূত্রের খবর, এই বিষয়ে তদন্ত করতে গিয়ে একাধিক আইনি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে । ফলে এই মামলায় দুবাইতে গিয়েও তারা তদন্ত প্রক্রিয়া চালাতে পারেন ইডি আধিকারিকরা ।