ETV Bharat / state

গেহলটের ভাইয়ের ঘনিষ্ঠ ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে অভিযান ED-র - অগ্রসেন গেহলটের সার কেলেঙ্কারি

অগ্রসেন গেহলটের সার কেলেঙ্কারি সঙ্গে জড়িত সন্দেহে আজ সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ED । প্রায় ঘণ্টা পাঁচেক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে ।

Enforcement Directorate
ফাইল ছবি
author img

By

Published : Jul 22, 2020, 9:30 PM IST

কলকাতা, 22 জুলাই : অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের সার কম্পানির বিরুদ্ধে রয়েছে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ । 2007 সালে অভিযোগ উঠেছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এবার সেই আর্থিক কেলেঙ্কারির মামলাতেই নাম জড়াল সল্টলেকের এক ব্যবসায়ীর । অগ্রসেন গেহলটের সঙ্গে তাঁর ব্যবসায়িক যোগ ছিল বলে অভিযোগ। আজ ওই ব্যবসায়ীর GC ব্লকের বাড়িতে অভিযান চালায় ED । ছিলেন ED-র পাঁচ আধিকারিক । ওই ব্যবসায়ীর বাড়ি ছাড়াও রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পশ্চিমবঙ্গ-সহ ছয়টি রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালান ED-র আধিকারিকরা ।

আজ দুপুর প্রায় 12টা নাগাদ ওই ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । প্রায় ঘণ্টা পাঁচেক তল্লাশি চলে বাড়িতে । সার কম্পানির আর্থিক দুর্নীতির সঙ্গে সল্টলেকের ওই ব্যবসায়ী কতটা জড়িত রয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা ।

ED
সল্টলেকের এই বাড়িতেই হানা দিয়েছিল ED

অগ্রসেন গেহলটের মালিকানাধীন সার কম্পানি অনুপম কৃষি । যোধপুরের ওই কম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা মিউরিয়েট অফ পটাশ বিদেশে রপ্তানি করত । এই মিউরিয়েট অফ পটাশ গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজন । সরকার থেকে এর উপর ভর্তুকি দেওয়া হয় । সেই ভর্তুকির মূল্যে পাওয়া মিউরিয়েট অফ পটাশ বিদেশে চড়া দামে বিক্রি করার অভিযোগ রয়েছে কম্পানিটির বিরুদ্ধে ।

আরও পড়ুন : অবৈধভাবে বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগ, কলকাতার গয়না প্রস্তুতকারী সংস্থাকে শোকজ়

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে বিষয়টি প্রথমবার ধরা পড়েছিল 2012-13 সালে । এরপর ED ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ আইনের আওতায় মামলা রুজু করে । মামলায় বলা হয়, 2007 থেকে 2009 সালের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই তাঁর কম্পানির জন্য ভর্তুকিযুক্ত মূল্যে মিউরিয়েট অফ পটাশ কিনেছিলেন ।

অভিযোগ রয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন সংস্থাকে শিল্পক্ষেত্রে ব্যবহারের লবণ হিসেবে ওই মিউরিয়েট অফ পটাশ বিক্রি করা হত । ED-র তরফে অভিযোগ আনা হয়েছে, এই আর্থিক কেলেঙ্কারিতে সরকারের প্রায় 60 কোটি টাকার ক্ষতি হয়েছে । এরই তদন্তের জন্য আজ রাজস্থানের ছয়টি এলাকা, গুজরাতের চারটি এলাকা, পশ্চিমবঙ্গের দু'টি এলাকা ও দিল্লির একটি এলাকায় তল্লাশি চালায় ED-র বিশেষ প্রতিনিধি দল ।

কলকাতা, 22 জুলাই : অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের সার কম্পানির বিরুদ্ধে রয়েছে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ । 2007 সালে অভিযোগ উঠেছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এবার সেই আর্থিক কেলেঙ্কারির মামলাতেই নাম জড়াল সল্টলেকের এক ব্যবসায়ীর । অগ্রসেন গেহলটের সঙ্গে তাঁর ব্যবসায়িক যোগ ছিল বলে অভিযোগ। আজ ওই ব্যবসায়ীর GC ব্লকের বাড়িতে অভিযান চালায় ED । ছিলেন ED-র পাঁচ আধিকারিক । ওই ব্যবসায়ীর বাড়ি ছাড়াও রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পশ্চিমবঙ্গ-সহ ছয়টি রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালান ED-র আধিকারিকরা ।

আজ দুপুর প্রায় 12টা নাগাদ ওই ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । প্রায় ঘণ্টা পাঁচেক তল্লাশি চলে বাড়িতে । সার কম্পানির আর্থিক দুর্নীতির সঙ্গে সল্টলেকের ওই ব্যবসায়ী কতটা জড়িত রয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা ।

ED
সল্টলেকের এই বাড়িতেই হানা দিয়েছিল ED

অগ্রসেন গেহলটের মালিকানাধীন সার কম্পানি অনুপম কৃষি । যোধপুরের ওই কম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা মিউরিয়েট অফ পটাশ বিদেশে রপ্তানি করত । এই মিউরিয়েট অফ পটাশ গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজন । সরকার থেকে এর উপর ভর্তুকি দেওয়া হয় । সেই ভর্তুকির মূল্যে পাওয়া মিউরিয়েট অফ পটাশ বিদেশে চড়া দামে বিক্রি করার অভিযোগ রয়েছে কম্পানিটির বিরুদ্ধে ।

আরও পড়ুন : অবৈধভাবে বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগ, কলকাতার গয়না প্রস্তুতকারী সংস্থাকে শোকজ়

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে বিষয়টি প্রথমবার ধরা পড়েছিল 2012-13 সালে । এরপর ED ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ আইনের আওতায় মামলা রুজু করে । মামলায় বলা হয়, 2007 থেকে 2009 সালের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই তাঁর কম্পানির জন্য ভর্তুকিযুক্ত মূল্যে মিউরিয়েট অফ পটাশ কিনেছিলেন ।

অভিযোগ রয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন সংস্থাকে শিল্পক্ষেত্রে ব্যবহারের লবণ হিসেবে ওই মিউরিয়েট অফ পটাশ বিক্রি করা হত । ED-র তরফে অভিযোগ আনা হয়েছে, এই আর্থিক কেলেঙ্কারিতে সরকারের প্রায় 60 কোটি টাকার ক্ষতি হয়েছে । এরই তদন্তের জন্য আজ রাজস্থানের ছয়টি এলাকা, গুজরাতের চারটি এলাকা, পশ্চিমবঙ্গের দু'টি এলাকা ও দিল্লির একটি এলাকায় তল্লাশি চালায় ED-র বিশেষ প্রতিনিধি দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.