কলকাতা, 18 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডির হানা ৷ বৃহস্পতিবার সাতসকালে প্রসন্ন রায়ের নিউটাউনের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
2022 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রসন্ন রায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ৷ তবে পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান ৷ আজ ইডি তাঁর কাছ থেকে তাঁর বিপুল সম্পত্তির কারণ বা উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে ৷ এছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রি করেই কি এই টাকা রোজগার করেছেন তিনি, তাও জানতে চেয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
নিউটাউনের একটি পাঁচতারা হোটেল বিল্ডিংয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মিডলম্যান প্রসন্ন রায়ের নতুন অফিস ৷ 2022 সালের 26 অগস্ট সেই অফিস থেকে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল ৷ ওই বছরই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ তাঁর ফোন থেকেই দুই মিডলম্যান প্রদীপ সিংহ ও প্রসন্ন রায়ের খোঁজ পায় সিবিআই ৷ এদিকে প্রসন্ন রায় শিক্ষক দুর্নীতিতে অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ৷ প্রসন্ন রায় সম্পর্কে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগ্নি-জামাই ৷ এরপর দু'জনকে গ্রেফতার করা হয় ৷ পার্থ চট্টোপাধ্যায় এখনও কারাবাসে রয়েছেন ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মিডলম্যান প্রদীপ সিংহকে জেরা করে সিবিআই প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির কথা জানতে পারে ৷ প্রসন্ন রায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ৷ জানা যায়, তাঁর গাড়ির ব্যবসাও ছিল ৷ তিনি 2014 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাকে একটি গাড়িও দিয়েছিলেন ৷ ওই গাড়িতেই যাতায়াত করতেন শান্তিপ্রসাদ সিনহা ৷
এই প্রসন্ন রায়ই একসময় রঙের মিস্ত্রি এবং ঠিকাদার হিসেবে কাজ করতেন ৷ সেই জায়গা থেকে তাঁর উল্কার গতিতে উত্থান তাক লাগিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ শুধুমাত্র নিউটাউন এবং রাজারহাট এলাকাতে পাঁচটি বাগানবাড়ি রয়েছে ৷ এছাড়া রাজ্যের বাইরেও তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তবে 2023 সালের নভেম্বর মাসে প্রসন্ন রায় সুপ্রিম কোর্টে জামিন পান ৷
আরও পড়ুন: