কলকাতা, 4 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal-Smuggling) কলকাতার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-এর আধিকারিকরা ৷ শনিবার সকালেই শহরের তিনটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় ইডি। ডালহৌসি, পার্কস্ট্রিট এবং লিন্ডসে স্ট্রিটের তিনটি অফিসে অভিযান চালান ইডি-র আধিকারিকরা ৷
বড় অঙ্কের টাকার বিনিময়ে তারা এই অফিসগুলিতে কয়লা পাচারের টাকা ট্রান্সফারের জন্য একটি করে বিশেষ অ্য়াকাউন্ট খুলেছিল। কয়লা পাচার সন্দেহে ইতিমধ্যেই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকেই এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তিনটি বেসরকারি অফিসের মালিকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন গোয়েন্দারা। তাঁদের কাছ থেকে পাওয়া বেশকিছু নথিপত্র ও ব্যাঙ্কের কাগজপত্র খতিয়ে দেখেন গোয়েন্দারা ৷ এর মধ্য়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্তও করা হয়েছে বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: Moloy Ghatak : কয়লা-কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি
কয়লা পাচার কাণ্ডে কিছুদিন আগেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আগেই নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 14 সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে ইডি ৷ নয়াদিল্লিতে গিয়ে তাঁকে ইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইডির গোয়েন্দারা কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে একাধিক ব্যবসায়ী ও কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন ৷
এর আগে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার লালা ওরফে অনুপ মাঝি-সহ একাধিক কয়লা মাফিয়াকে ডেকে জিজ্ঞাসা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে গ্রেফতার করেছে ইডি ৷ এছাড়াও কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও নোটিস দিয়েছে ইডি ৷