ETV Bharat / state

WB Recruitment Scam: ইডির নজরে অয়নের ঘনিষ্ঠ অভিনেত্রী ! কে সেই রহস্যময়ী ? - ইডি

টলিউডের এক নামজাদা অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের (Tollywood Connection of Ayan Sil) ৷ সেই অভিনেত্রীর সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন ইডি (ED) আধিকারিকরা ৷

ED put eye on a Tollywod Actress close to Ayan Sil in WB Recruitment Scam Investigation
অয়নের ঘনিষ্ঠ এক জনপ্রিয় অভিনেত্রী
author img

By

Published : Mar 21, 2023, 2:19 PM IST

কলকাতা, 21 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের টলিউড যোগ (Tollywood Connection of Ayan Sil) আগেই সামনে এসেছিল ৷ আর এবার রহস্য ঘনীভূত হচ্ছে এক অভিনেত্রীকে নিয়ে ! শোনা যাচ্ছে, সেই অভিনেত্রী নাকি রীতিমতো নামজাদা ! তাঁর সঙ্গে মাঝেমধ্যেই দীর্ঘক্ষণ কথা হত অয়নের ! হোয়াট্সঅ্য়াপে চলত 'মেসেজ' চালাচালি ! দেখা হত কফি শপের আড্ডায় ! কিন্তু, কে সেই রহস্যময়ী ? না ৷ এখনও পর্যন্ত তাঁর নাম খোলসা করেননি ইডি আধিকারিকরা ৷ তবে, সেই অভিনেত্রীর বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন ৷ আগামী 1 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন অয়ন শীল ৷ তার মধ্যেই এই অভিনেত্রী সম্পর্কে যতটা সম্ভব খোঁজখবর নিয়ে নিতে চান গোয়েন্দারা ৷ তাঁর সম্পর্কে জানতে জেরায় প্রশ্ন করা হবে অয়নকেও ৷ এমনকী, আগামী দিনে ইডির ডাকও পেতে পারেন ওই অভিনেত্রী ৷

ইতিমধ্য়েই সংবাদ শিরোনামে উঠে এসেছেন শ্বেতা চক্রবর্তী ৷ ইডির দাবি, তিনি একাধারে মডেল, সিভিল ইঞ্জিনিয়র এবং পৌরকর্মী ! আবার একইসঙ্গে ধৃত অয়ন শীলের বন্ধুও বটে ৷ শ্বেতার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়ে অয়নের সংস্থার 'ব্র্য়ান্ড অ্য়াম্বাস্যাডর' ছিলেন ৷ তার জন্য বেতনও পেতেন ৷ এমনকী, শ্বেতাকে গাড়ি কেনারও টাকা দেন অয়ন !

এসবের মধ্য়েই জানা যায়, শুধুমাত্র কোনও উঠতি মডেল নন, অয়নের নিত্য যোগাযোগের তালিকায় রয়েছেন টলিউডের আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী ৷ অয়নের যে একটি প্রযোজনা সংস্থা রয়েছে, সেকথা আগেই জানিয়েছিলেন তাঁর সল্টেলেকের ভাড়াবাড়ির মালিক ৷ অয়নের সংস্থা যে ছবিটির প্রযোজনা করেছিল, তার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের মতো জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ৷ আর এখন জানা যাচ্ছে, টলিউডে মোটা টাকা বিনিয়োগ করেছিলেন অয়ন ৷ প্রশ্ন হল, সিনেমায় ঢালার মতো বিপুল টাকা তাঁর কাছে এল কোথা থেকে ? ইডির (ED) দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌরসভা ও পৌরনিগমের চাকরি বিক্রি, সেবেতেই জড়িয়ে রয়েছেন অয়ন শীল ! গোয়েন্দারা মনে করছেন, সেই টাকা ব্যবহার করেই চলিউডে পরিচিতি বাড়াচ্ছিলেন অয়ন ৷

আরও পড়ুন: বহু প্রভাবশালীকে বিশেষ সুবিধা, বিনিময়ে পৌর-বরাত পেতেন অয়ন !

অয়নের মোবাইল এবং কম্পিউটার ঘেঁটে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম পেয়েছে ইডি ৷ সেই নামের তালিকাও তৈরি করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে অয়নের আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে ইডি ৷ প্রয়োজনে তালিকায় নাম থাকা প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে তারা ৷ তবে, অয়ন এখনও এই বিষয়টি নিয়ে সেভাবে মুখ খোলেননি বলে দাবি ইডি সূত্রের ৷

কলকাতা, 21 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের টলিউড যোগ (Tollywood Connection of Ayan Sil) আগেই সামনে এসেছিল ৷ আর এবার রহস্য ঘনীভূত হচ্ছে এক অভিনেত্রীকে নিয়ে ! শোনা যাচ্ছে, সেই অভিনেত্রী নাকি রীতিমতো নামজাদা ! তাঁর সঙ্গে মাঝেমধ্যেই দীর্ঘক্ষণ কথা হত অয়নের ! হোয়াট্সঅ্য়াপে চলত 'মেসেজ' চালাচালি ! দেখা হত কফি শপের আড্ডায় ! কিন্তু, কে সেই রহস্যময়ী ? না ৷ এখনও পর্যন্ত তাঁর নাম খোলসা করেননি ইডি আধিকারিকরা ৷ তবে, সেই অভিনেত্রীর বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন ৷ আগামী 1 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন অয়ন শীল ৷ তার মধ্যেই এই অভিনেত্রী সম্পর্কে যতটা সম্ভব খোঁজখবর নিয়ে নিতে চান গোয়েন্দারা ৷ তাঁর সম্পর্কে জানতে জেরায় প্রশ্ন করা হবে অয়নকেও ৷ এমনকী, আগামী দিনে ইডির ডাকও পেতে পারেন ওই অভিনেত্রী ৷

ইতিমধ্য়েই সংবাদ শিরোনামে উঠে এসেছেন শ্বেতা চক্রবর্তী ৷ ইডির দাবি, তিনি একাধারে মডেল, সিভিল ইঞ্জিনিয়র এবং পৌরকর্মী ! আবার একইসঙ্গে ধৃত অয়ন শীলের বন্ধুও বটে ৷ শ্বেতার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়ে অয়নের সংস্থার 'ব্র্য়ান্ড অ্য়াম্বাস্যাডর' ছিলেন ৷ তার জন্য বেতনও পেতেন ৷ এমনকী, শ্বেতাকে গাড়ি কেনারও টাকা দেন অয়ন !

এসবের মধ্য়েই জানা যায়, শুধুমাত্র কোনও উঠতি মডেল নন, অয়নের নিত্য যোগাযোগের তালিকায় রয়েছেন টলিউডের আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী ৷ অয়নের যে একটি প্রযোজনা সংস্থা রয়েছে, সেকথা আগেই জানিয়েছিলেন তাঁর সল্টেলেকের ভাড়াবাড়ির মালিক ৷ অয়নের সংস্থা যে ছবিটির প্রযোজনা করেছিল, তার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের মতো জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ৷ আর এখন জানা যাচ্ছে, টলিউডে মোটা টাকা বিনিয়োগ করেছিলেন অয়ন ৷ প্রশ্ন হল, সিনেমায় ঢালার মতো বিপুল টাকা তাঁর কাছে এল কোথা থেকে ? ইডির (ED) দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌরসভা ও পৌরনিগমের চাকরি বিক্রি, সেবেতেই জড়িয়ে রয়েছেন অয়ন শীল ! গোয়েন্দারা মনে করছেন, সেই টাকা ব্যবহার করেই চলিউডে পরিচিতি বাড়াচ্ছিলেন অয়ন ৷

আরও পড়ুন: বহু প্রভাবশালীকে বিশেষ সুবিধা, বিনিময়ে পৌর-বরাত পেতেন অয়ন !

অয়নের মোবাইল এবং কম্পিউটার ঘেঁটে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম পেয়েছে ইডি ৷ সেই নামের তালিকাও তৈরি করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে অয়নের আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে ইডি ৷ প্রয়োজনে তালিকায় নাম থাকা প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে তারা ৷ তবে, অয়ন এখনও এই বিষয়টি নিয়ে সেভাবে মুখ খোলেননি বলে দাবি ইডি সূত্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.