ETV Bharat / state

Arpita Mukherjee: 10টি ট্রাঙ্কে প্রায় 28 কোটি ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচালয়েও মিলল টাকা - অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট

এবার পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে পাওয়া গেল প্রায় 28 কোটি টাকা, যা ট্রাঙ্কে ভরে আনতে হয়েছে (Arpita Mukherjee) ৷ সঙ্গে পাওয়া গিয়েছে সোনার বাট, প্রচুর অলঙ্কার, জরুরি নথিপত্র ৷

Crores found from Arpita Mukherjee residence
লরিতে ট্রাঙ্ক ভর্তি টাকা
author img

By

Published : Jul 28, 2022, 7:52 AM IST

Updated : Jul 28, 2022, 12:57 PM IST

কলকাতা, 28 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে মিলল প্রায় 28 কোটি টাকা (27.90 কোটি টাকা) ৷ রাতভর টাকা গোনা শেষে বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকেরা তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে বের হন ৷ সেখান থেকে 10টি ট্যাঙ্কে প্রায় 28 কোটি টাকা ভর্তি করে নিয়ে যাওয়া হয় ৷ যদিও অন্য একটি সূত্রে দাবি করা হচ্ছে অঙ্কটা প্রায় 29 কোটির ৷ এর আগে অর্পিতার টালিগঞ্জের বহুতল আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রায় 21 কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ নিয়ে অর্পিতার দুটি ভিন্ন ফ্ল্যাট প্রায় 50 কোটি টাকা পেল ইডি (ED officials found Rupees 28 Crore from a flat of Arpita Mukherjee in Belgharia) ৷ বুধবার সন্ধ্যায় অর্পিতার এই ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা ৷

ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে শুধু লকার থেকেই নয়, অর্পিতার শোওয়ার ঘর এমনকি শৌচালয় থেকেও টাকা পাওয়া গিয়েছে ৷ সব মিলিয়ে যার মূল্য প্রায় 28 কোটি টাকা ৷ এছাড়াও মিলেছে 5 কিলো সোনার বাট, রুপোর গয়না-সহ একাধিক নথিপত্র ৷

  • WB SSC recruitment scam | North 24-Parganas: ED officials leave the Belgharia residence of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee, after filling 10 trunks with cash amounting to approx Rs 29cr found there; a total of Rs 40cr found from her premises so far. pic.twitter.com/t9gEIHyb08

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবারই অর্পিতার ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । সেখানেই চলছিল টাকা গোনার কাজ । এই টাকা গুনতে প্রথমে খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে । সেখান থেকে খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে । দ্রুত বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ । রাতভর চলে মেশিনে টাকা গোনা ৷

বৃহস্পতিবার সকালে একটি ট্রাকে 10টি ট্রাঙ্ক ভর্তি টাকা, 5 কিলো সোনার বাট নিয়ে বেরিয়ে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ নগদ টাকার ছবি এবং টাকা গোনার গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । এখন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় দু'জনেই ইডি-র হেফাজতে রয়েছেন ৷ চলছে তাঁদের জেরা প্রক্রিয়া এবং 48 ঘণ্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষাও ৷

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

একুশে জুলাইয়ের পরদিন 22 জুলাই সকাল থেকে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এর মধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেকলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

ইডি সূত্রে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় । 22 জুলাই, শুক্রবার দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালিয়ে 21 কোটিরও বেশি পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে ইডি ৷

আরও পড়ুন: অন্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অর্পিতার মাসতুতো দাদা ! মন্তব্যে নারাজ মাসি

কলকাতা, 28 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে মিলল প্রায় 28 কোটি টাকা (27.90 কোটি টাকা) ৷ রাতভর টাকা গোনা শেষে বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকেরা তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে বের হন ৷ সেখান থেকে 10টি ট্যাঙ্কে প্রায় 28 কোটি টাকা ভর্তি করে নিয়ে যাওয়া হয় ৷ যদিও অন্য একটি সূত্রে দাবি করা হচ্ছে অঙ্কটা প্রায় 29 কোটির ৷ এর আগে অর্পিতার টালিগঞ্জের বহুতল আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রায় 21 কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ নিয়ে অর্পিতার দুটি ভিন্ন ফ্ল্যাট প্রায় 50 কোটি টাকা পেল ইডি (ED officials found Rupees 28 Crore from a flat of Arpita Mukherjee in Belgharia) ৷ বুধবার সন্ধ্যায় অর্পিতার এই ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা ৷

ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে শুধু লকার থেকেই নয়, অর্পিতার শোওয়ার ঘর এমনকি শৌচালয় থেকেও টাকা পাওয়া গিয়েছে ৷ সব মিলিয়ে যার মূল্য প্রায় 28 কোটি টাকা ৷ এছাড়াও মিলেছে 5 কিলো সোনার বাট, রুপোর গয়না-সহ একাধিক নথিপত্র ৷

  • WB SSC recruitment scam | North 24-Parganas: ED officials leave the Belgharia residence of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee, after filling 10 trunks with cash amounting to approx Rs 29cr found there; a total of Rs 40cr found from her premises so far. pic.twitter.com/t9gEIHyb08

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবারই অর্পিতার ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । সেখানেই চলছিল টাকা গোনার কাজ । এই টাকা গুনতে প্রথমে খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে । সেখান থেকে খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে । দ্রুত বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ । রাতভর চলে মেশিনে টাকা গোনা ৷

বৃহস্পতিবার সকালে একটি ট্রাকে 10টি ট্রাঙ্ক ভর্তি টাকা, 5 কিলো সোনার বাট নিয়ে বেরিয়ে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ নগদ টাকার ছবি এবং টাকা গোনার গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । এখন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় দু'জনেই ইডি-র হেফাজতে রয়েছেন ৷ চলছে তাঁদের জেরা প্রক্রিয়া এবং 48 ঘণ্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষাও ৷

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

একুশে জুলাইয়ের পরদিন 22 জুলাই সকাল থেকে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এর মধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেকলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

ইডি সূত্রে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় । 22 জুলাই, শুক্রবার দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালিয়ে 21 কোটিরও বেশি পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে ইডি ৷

আরও পড়ুন: অন্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অর্পিতার মাসতুতো দাদা ! মন্তব্যে নারাজ মাসি

Last Updated : Jul 28, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.