কলকাতা, 10 জানুয়ারি: রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যাওয়া ইডি প্রতিনিধি দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর ৷ আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের বিরুদ্ধেই কেন এফআইআর পুলিশের ? এই প্রশ্নে এবং আধিকারিকদের হেনস্থা করার আশঙ্কায় হাইকোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে ৷
এ দিন ইডির আবেদনে বলা হয়েছে, রেশন দুর্নীতি মামলায় ইডির একটি দল সিআরপিএফ বাহিনী নিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ৷ সেখানে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷ তাঁদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ ৷ সেক্ষেত্রে পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ ৷ ইডি এ দিন আদালতে জানিয়েছে, তাদের কাছে এফআইআরের কোনও কপি এখনও আসেনি ৷ পুরোটাই তারা সংবাদমাধ্যম থেকে জেনেছে ৷
যদি ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হয়, তাহলে তার কপি কেন কেন্দ্রীয় সংস্থার দফতরে পাঠানো হচ্ছে না ? এমনকি বসিরহাট আদালতেও ইডি বিষয়টি নিয়ে খোঁজ খবর চালিয়েছে ৷ সেখানেও পুলিশের তরফে এমন কোনও এফআইআর কপি পাওয়া যায়নি ৷ রাজ্য পুলিশের ওয়েবসাইটেও তা আপলোড করা হয়নি ৷ বরং প্রায় রোজই পুলিশ সল্টলেকে ইডি দফতরে গিয়ে তাদের আধিকারিকদের সম্পর্কে খোঁজ নিচ্ছে ৷ মূলত, কোন কোন আধিকারিক সেদিন সন্দেশখালি গিয়েছিলেন, তা জানতে চাইছে পুলিশ ৷
আবেদনে ইডি আশঙ্কা প্রকাশ করেছে যে, ওই আধিকারিকদের হেনস্থা করতে, নতুন করে কোনও ধারা যোগ করা হতে পারে ৷ ইডির বক্তব্য, যদি সত্যিই এফআইআর হয়ে থাকে, তাহলে কপি কেন তাদের দেওয়া হচ্ছে না ? সেই সঙ্গে ওয়ারেন্ট ও পুলিশকে জানিয়ে তল্লাশিতে গিয়েও প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন আধিকারিকরা ৷ সেক্ষেত্রে, কেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হবে ? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলাটি রুজু করা হয়েছে ৷ আগামিকাল মামলার শুনানি হবে ৷
ইতিমধ্যে, সন্দেশখালির ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলাগুলির শুনানিও বৃহস্পতিবার হতে পারে ৷ উল্লেখ্য, ঘটনার দিন বসিরহাট পুলিশ জেলার এসপি দাবি করেছিলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়েই ইডি আধিকারিকরা ওই এলাকায় অভিযানে গিয়েছিলেন ৷ কিন্তু, ইডির তরফে বিবৃতি দিয়ে পুলিশ সুপারের দাবি খারিজ করা হয়েছে ৷ তারা জানায়, পুলিশ সুপার এবং স্থানীয় থানাকে আগেই এই অভিযান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এবং সেই মতো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বলা হয়েছিল ৷
আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার রাতেই কলকাতায় আসেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ৷ তিনি গতকাল সল্টলেকের দফতরে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এনআইএ-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ ভবিষ্যতে সীমান্তবর্তী এলাকায় ইডির অভিযানে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা যাবে, তা জানতে চান ইডি ডিরেক্টর ৷ শেখ শাহজাহানকে নিয়ে এনআইএ-র কাছে কী তথ্য রয়েছে ? আধিকারিকদের উপর হামলার ঘটনায় কী কী পদক্ষেপ করা হচ্ছে ? সেই সব নিয়ে বিস্তর আলোচনা চলে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন তিনি ৷
আরও পড়ুন: