ETV Bharat / state

ED Summons Abhishek Banerjee : অভিষেক-রুজিরাকে ফের সমন ইডির - Prevention of Money Laundering Act 2002

কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তাই নয়াদিল্লিতে অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দেওয়ার সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি (ED Summons Abhishek Banerjee) ৷

ED Summons Abhishek and Rujira Banerjee
অভিষেক ও রুজিরাকে ডাকল ইডি
author img

By

Published : Mar 17, 2022, 1:14 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ : ফের ইডির ডাক ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ পশ্চিমবঙ্গে কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু'জনকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED issues fresh summons to TMC MP Abhishek Banerjee and wife Rujira) ৷ আগামী সপ্তাহে নয়াদিল্লিতে ইডির দফতরে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে ৷

গত বছর 10 সেপ্টেম্বর ইডি নয়াদিল্লির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দু'জনকে ৷ ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা ৷ তাঁরা আদালতে জানিয়েছিলেন, দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তাই নয়াদিল্লিতে ইডির দফতরে গিয়ে হাজিরা দেওয়া অযৌক্তিক ৷ কিন্তু 11 মার্চ আদালত তাঁদের আবেদন খারিজ করে দেয় ৷ তবে গত বছর সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে ইডির দফতরে গিয়েছিলেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা

আসানসোলে কুনুস্তোরিয়া এবং কাজোরিয়া এলাকায় (Kunustoria and Kajora areas) ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর কয়েকশো কোটি টাকা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তৃণমূল সুপ্রিমোর ভাইপো অভিষেকের বিরুদ্ধে ৷ এই অভিযোগে 2020-র নভেম্বরে সিবিআই একটি এফআইআর দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এরপর ইডি 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, 2002'-এর (Prevention of Money Laundering Act, 2002) আওতায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ এই মামলায় প্রধান অভিযুক্ত স্থানীয় কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা ৷ ইডির দাবি, অবৈধ কয়লা পাচারের কোটি কোটি টাকা গিয়েছে 34 বছরের তৃণমূল সাংসদের কাছে ৷ যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন ৷

নয়াদিল্লি, 17 মার্চ : ফের ইডির ডাক ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ পশ্চিমবঙ্গে কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু'জনকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED issues fresh summons to TMC MP Abhishek Banerjee and wife Rujira) ৷ আগামী সপ্তাহে নয়াদিল্লিতে ইডির দফতরে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে ৷

গত বছর 10 সেপ্টেম্বর ইডি নয়াদিল্লির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দু'জনকে ৷ ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা ৷ তাঁরা আদালতে জানিয়েছিলেন, দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তাই নয়াদিল্লিতে ইডির দফতরে গিয়ে হাজিরা দেওয়া অযৌক্তিক ৷ কিন্তু 11 মার্চ আদালত তাঁদের আবেদন খারিজ করে দেয় ৷ তবে গত বছর সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে ইডির দফতরে গিয়েছিলেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা

আসানসোলে কুনুস্তোরিয়া এবং কাজোরিয়া এলাকায় (Kunustoria and Kajora areas) ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর কয়েকশো কোটি টাকা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তৃণমূল সুপ্রিমোর ভাইপো অভিষেকের বিরুদ্ধে ৷ এই অভিযোগে 2020-র নভেম্বরে সিবিআই একটি এফআইআর দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এরপর ইডি 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, 2002'-এর (Prevention of Money Laundering Act, 2002) আওতায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ এই মামলায় প্রধান অভিযুক্ত স্থানীয় কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা ৷ ইডির দাবি, অবৈধ কয়লা পাচারের কোটি কোটি টাকা গিয়েছে 34 বছরের তৃণমূল সাংসদের কাছে ৷ যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.