ETV Bharat / state

Sujay Krishna Bhadra: জেরা করা জরুরি, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা জানতে এসএসকেএম হাসপাতালে ইডি - সুজয়কৃষ্ণ ভদ্র

ED Meets Sujay Krishna Bhadra in SSKM: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন ইডির তদন্তকারীরা ৷ তাঁরা শিক্ষা দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজখবর নেন চিকিৎসকদের কাছ থেকে ৷

Sujay Krishna Bhadra
সুজয়কৃষ্ণ ভদ্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 3:17 PM IST

কলকাতা, 26 অক্টোবর: রাজ্যে যখন একদিকে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর একাধিক আত্মীয় পরিজনের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা, ঠিক সেই সময়ই শিক্ষা দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় হয়ে উঠল ইডি । শিক্ষা দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে দেখতে গেলেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা ।

হাসপাতাল সূত্রে খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে ভর্তি রয়েছেন । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা দাবি করেছেন যে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্ত থমকে রয়েছে । সেই ক্ষেত্রে সুজয়কৃষ্ণ ভদ্রকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা এবং তাঁর থেকে তথ্য তুলে আনা খুবই প্রয়োজনীয় । আর তার জন্যই সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে, তা জানার জন্য আজ এসএসকেএম হাসপাতালে যান ইডি-র তদন্তকারী আধিকারিকরা ।

জানা গিয়েছে, তাঁরা যে আজ হাসপাতালে যাবেন তা হাসপাতাল কর্তৃপক্ষকে ফোনে জানান তদন্তকারীরা । এর পর তাঁরা হাসপাতালে সশরীরে উপস্থিত হন । প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন তদন্তকারীরা । সুজয়কৃষ্ণ ভদ্রকে যে চিকিৎসক নিয়মিত দেখছেন, সেই চিকিৎসকের সঙ্গেও তদন্তকারীরা বেশ খানিকক্ষণ ধরে কথা বলেন । এরপরেই এসএসকেএম হাসপাতালে কার্ডিয়োলজি বিভাগে যেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চিকিৎসাধীন রয়েছেন, সেখানে পৌঁছে যান তদন্তকারীরা । ইডি-র তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে ফের এসএসকেএমে ভরতি 'কালীঘাটের কাকু'

তবে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গে হাসপাতালের ভিতরে কোনও কথা হয়েছে কি না, সেই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তদন্তকারীরা । প্রায় এক ঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্রের কেবিনে ছিলেন তাঁরা । এরপরে সেখান থেকে তাঁরা বেরিয়ে যান । এরপর সোজা এসএসকেএম হাসপাতালে সুপারের ঘরে ঢোকেন ইডির তদন্তকারীর আধিকারিকরা ।

ইডির তরফ থেকে জানানো হচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে ? সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন কবে থেকে ? পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র যে শারীরিক অবস্থা নিয়ে ভর্তি হয়েছিলেন, সেই অবস্থার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, এই বিষয়গুলি হাসপাতাল সুপারের কাছ থেকে জানতে চান ইডির তদন্তকারীরা । এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা সেখান থেকে বেরিয়ে আসেন ।

কলকাতা, 26 অক্টোবর: রাজ্যে যখন একদিকে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর একাধিক আত্মীয় পরিজনের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা, ঠিক সেই সময়ই শিক্ষা দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় হয়ে উঠল ইডি । শিক্ষা দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে দেখতে গেলেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা ।

হাসপাতাল সূত্রে খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে ভর্তি রয়েছেন । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা দাবি করেছেন যে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্ত থমকে রয়েছে । সেই ক্ষেত্রে সুজয়কৃষ্ণ ভদ্রকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা এবং তাঁর থেকে তথ্য তুলে আনা খুবই প্রয়োজনীয় । আর তার জন্যই সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে, তা জানার জন্য আজ এসএসকেএম হাসপাতালে যান ইডি-র তদন্তকারী আধিকারিকরা ।

জানা গিয়েছে, তাঁরা যে আজ হাসপাতালে যাবেন তা হাসপাতাল কর্তৃপক্ষকে ফোনে জানান তদন্তকারীরা । এর পর তাঁরা হাসপাতালে সশরীরে উপস্থিত হন । প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন তদন্তকারীরা । সুজয়কৃষ্ণ ভদ্রকে যে চিকিৎসক নিয়মিত দেখছেন, সেই চিকিৎসকের সঙ্গেও তদন্তকারীরা বেশ খানিকক্ষণ ধরে কথা বলেন । এরপরেই এসএসকেএম হাসপাতালে কার্ডিয়োলজি বিভাগে যেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চিকিৎসাধীন রয়েছেন, সেখানে পৌঁছে যান তদন্তকারীরা । ইডি-র তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে ফের এসএসকেএমে ভরতি 'কালীঘাটের কাকু'

তবে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গে হাসপাতালের ভিতরে কোনও কথা হয়েছে কি না, সেই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তদন্তকারীরা । প্রায় এক ঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্রের কেবিনে ছিলেন তাঁরা । এরপরে সেখান থেকে তাঁরা বেরিয়ে যান । এরপর সোজা এসএসকেএম হাসপাতালে সুপারের ঘরে ঢোকেন ইডির তদন্তকারীর আধিকারিকরা ।

ইডির তরফ থেকে জানানো হচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে ? সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন কবে থেকে ? পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র যে শারীরিক অবস্থা নিয়ে ভর্তি হয়েছিলেন, সেই অবস্থার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, এই বিষয়গুলি হাসপাতাল সুপারের কাছ থেকে জানতে চান ইডির তদন্তকারীরা । এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা সেখান থেকে বেরিয়ে আসেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.