ETV Bharat / state

Joint business of Kuntal-Shantanu: কুন্তল-শান্তনুর যৌথ ব্যবসার হদিশ পেল ইডি, মালিকানায় অংশীদার ছিলেন স্ত্রীরাও - তৃণমূল

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ৷ ইডির তদন্তে তাঁদের যৌথ ব্যবসার হদিশ মিলেছে ৷ ওই ব্যবসায় তাঁদের স্ত্রীরাও অংশীদার ছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷

Joint business of Kuntal-Shantanu
Joint business of Kuntal-Shantanu
author img

By

Published : Mar 18, 2023, 7:41 PM IST

কলকাতা, 18 মার্চ: দু’জনেই ছিলেন তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা ৷ এলাকায় তাঁদের দাপটও নাকি ছিল মারাত্মক ৷ স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় দু’জনকেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷ তদন্তে দু’জনের মধ্যে যোগাযোগও ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে ইডি (ED) সূত্রে খবর ৷

এই দু’জনের একজন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ৷ যিনি গ্রেফতারির পরবর্তী 52 দিন পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের হুগলির জেলার সভাপতি পদেই ছিলেন ৷ পরে তাঁকে বহিষ্কার করা হয় তৃণমূলের তরফে ৷ আর দ্বিতীয়জন শান্তনু বন্দ্যোপাধ্য়ায় (Shantanu Banerjee) ৷ তিনিও হুগলিতে প্রভাবশালী তৃণমূল যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই তাঁকে বহিষ্কার করে তৃণমূল ৷

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনে এঁদের সক্রিয় যোগাযোগ ছিল ৷ এঁরা একসঙ্গেই কাজ করতেন ৷ এমনকী, এঁদের যৌথ অংশীদ্বারিত্বে ব্যবসাও ছিল (Joint business of Kuntal-Shantanu) ৷ এমন কিছু সংস্থার হদিশ পেয়েছে ইডি ৷ তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে কুন্তল ও শান্তনুর যৌথ মালিকানার সংস্থায় জড়িয়ে রয়েছেন তাঁদের স্ত্রীরাও ৷ কুন্তলের স্ত্রী জয়শ্রী ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাও এই ব্যবসায় অংশীদার ৷ এছাড়াও রয়েছেন আরও কয়েকজন ৷

ইতিমধ্যে ইডির কাছে হাজিরা দিয়েছেন কুন্তলের স্ত্রী ৷ তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা ৷ তবে তিনি এখনও ইডির কাছে হাজিরা দেননি ৷

এদিকে হুগলির বলাগড় ও চুঁচুড়া এলাকায় শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ৷ বাড়ি, ফ্ল্যাট, রিসর্ট-সহ আরও অনেক কিছু রয়েছে সেখানে ৷ শনিবার সেখানে তল্লাশি চালায় ইডি ৷ শান্তনু ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার নামে থাকা একাধিক সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি ৷ তাছাড়া এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ও শান্তনুর ঘনিষ্ঠ আকাশ নামে একজন এদিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷

তদন্তকারীদের দাবি, বলাগড়ের একটি গেস্ট হাউজে দামি গাড়ি নিয়ে মাঝেমধ্যেই হাজির হতেন শান্তনু ৷ গঙ্গার তীরবর্তী ওই গেস্ট হাউজে কুন্তলও আসতেন ৷ সেখানেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গোপন বৈঠক হত ৷ ওই গেস্ট হাউজেও ইডি এদিন তল্লাশি চালায় ৷ এবার শান্তনু ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান, তাহলে এই নিয়ে আরও অনেক তথ্য উঠে আসবে ৷ কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, সেটাও জানতে পারবেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন: 'বাড়িতেই আছি, তবে স্বামীর এত সম্পত্তির কথা জানতাম না !' মুখ খুললেন শান্তনুর স্ত্রী

কলকাতা, 18 মার্চ: দু’জনেই ছিলেন তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা ৷ এলাকায় তাঁদের দাপটও নাকি ছিল মারাত্মক ৷ স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় দু’জনকেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷ তদন্তে দু’জনের মধ্যে যোগাযোগও ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে ইডি (ED) সূত্রে খবর ৷

এই দু’জনের একজন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ৷ যিনি গ্রেফতারির পরবর্তী 52 দিন পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের হুগলির জেলার সভাপতি পদেই ছিলেন ৷ পরে তাঁকে বহিষ্কার করা হয় তৃণমূলের তরফে ৷ আর দ্বিতীয়জন শান্তনু বন্দ্যোপাধ্য়ায় (Shantanu Banerjee) ৷ তিনিও হুগলিতে প্রভাবশালী তৃণমূল যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই তাঁকে বহিষ্কার করে তৃণমূল ৷

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনে এঁদের সক্রিয় যোগাযোগ ছিল ৷ এঁরা একসঙ্গেই কাজ করতেন ৷ এমনকী, এঁদের যৌথ অংশীদ্বারিত্বে ব্যবসাও ছিল (Joint business of Kuntal-Shantanu) ৷ এমন কিছু সংস্থার হদিশ পেয়েছে ইডি ৷ তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে কুন্তল ও শান্তনুর যৌথ মালিকানার সংস্থায় জড়িয়ে রয়েছেন তাঁদের স্ত্রীরাও ৷ কুন্তলের স্ত্রী জয়শ্রী ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাও এই ব্যবসায় অংশীদার ৷ এছাড়াও রয়েছেন আরও কয়েকজন ৷

ইতিমধ্যে ইডির কাছে হাজিরা দিয়েছেন কুন্তলের স্ত্রী ৷ তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা ৷ তবে তিনি এখনও ইডির কাছে হাজিরা দেননি ৷

এদিকে হুগলির বলাগড় ও চুঁচুড়া এলাকায় শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ৷ বাড়ি, ফ্ল্যাট, রিসর্ট-সহ আরও অনেক কিছু রয়েছে সেখানে ৷ শনিবার সেখানে তল্লাশি চালায় ইডি ৷ শান্তনু ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার নামে থাকা একাধিক সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি ৷ তাছাড়া এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ও শান্তনুর ঘনিষ্ঠ আকাশ নামে একজন এদিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷

তদন্তকারীদের দাবি, বলাগড়ের একটি গেস্ট হাউজে দামি গাড়ি নিয়ে মাঝেমধ্যেই হাজির হতেন শান্তনু ৷ গঙ্গার তীরবর্তী ওই গেস্ট হাউজে কুন্তলও আসতেন ৷ সেখানেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গোপন বৈঠক হত ৷ ওই গেস্ট হাউজেও ইডি এদিন তল্লাশি চালায় ৷ এবার শান্তনু ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান, তাহলে এই নিয়ে আরও অনেক তথ্য উঠে আসবে ৷ কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, সেটাও জানতে পারবেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন: 'বাড়িতেই আছি, তবে স্বামীর এত সম্পত্তির কথা জানতাম না !' মুখ খুললেন শান্তনুর স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.