ETV Bharat / state

আধিকারিকদের সঙ্গে বৈঠকে ইডি ডিরেক্টর, আলোচনায় সন্দেশখালি ও শাহজাহান - ইডির উপর হামলা

ED Director: শহরে এসেই সময় নষ্ট করেননি ইডি ডিরেক্টর । সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি। আলোচনায় সন্দেশখালি থেকে নিয়োগ দুর্নীতি বলে সূত্রের খবর ।

ED Director
শহরে ইডি ডিরেক্টর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 7:01 AM IST

Updated : Jan 9, 2024, 12:24 PM IST

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন ইডি ডিরেক্টর

কলকাতা, 9 জানুয়ারি: আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, প্রথম পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আলোচনায় সন্দেশখালি, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয় থাকলেও, কতটা আইনি সমাধানের পথ প্রশস্ত হবে বা ইতিমধ্যে হয়েছে তা খতিয়ে দেখবেন রাহুল নিয়োগী বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বৈঠক হব বলেও সূত্রের খবর।

সোমবার রাতে দমদম বিমানবন্দরে নামেন ইডি ডিরেক্টর ৷ সন্দেশখালিতে রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ৷ গুরুতর আহত অবস্থায় তিনজন ইডি আধিকারিককে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । সেদিন রাতেই বনগাঁতে ইডি আধিকারিকদের গাড়ির উপর ইট ছোড়ে উত্তেজিত জনতা । ইতিমধ্যেই কলকাতার ইডি অফিস থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে দিল্লির সদর দফতরে । এরপরই সোমবার রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডি ডিরেক্টর ।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ ডিরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন । ডিরেক্টর ছাড়াও সিজিও কমপ্লেক্সে ইডি অফিসের বৈঠকে উপস্থিত থাকবেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা ৷ স্বাভাবিকভাবেই মঙ্গলবারের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷

5 জানুয়ারি শুক্রবার সন্দেশখালি 1 নং ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে পৌঁছতেই শাহজাহানের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় কয়েকজন ইডি আধিকারিকদের ৷ ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয় ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তারপর থেকে এখনও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

এই ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরবর্তী তদন্ত কীভাবে হবে সেই বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন :

1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

2. 'পালানোর লোক নয়, সন্দেশখালিতেই আছেন', চাঞ্চল্যকর দাবি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের

3. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন ইডি ডিরেক্টর

কলকাতা, 9 জানুয়ারি: আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, প্রথম পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আলোচনায় সন্দেশখালি, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয় থাকলেও, কতটা আইনি সমাধানের পথ প্রশস্ত হবে বা ইতিমধ্যে হয়েছে তা খতিয়ে দেখবেন রাহুল নিয়োগী বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বৈঠক হব বলেও সূত্রের খবর।

সোমবার রাতে দমদম বিমানবন্দরে নামেন ইডি ডিরেক্টর ৷ সন্দেশখালিতে রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ৷ গুরুতর আহত অবস্থায় তিনজন ইডি আধিকারিককে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । সেদিন রাতেই বনগাঁতে ইডি আধিকারিকদের গাড়ির উপর ইট ছোড়ে উত্তেজিত জনতা । ইতিমধ্যেই কলকাতার ইডি অফিস থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে দিল্লির সদর দফতরে । এরপরই সোমবার রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডি ডিরেক্টর ।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ ডিরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন । ডিরেক্টর ছাড়াও সিজিও কমপ্লেক্সে ইডি অফিসের বৈঠকে উপস্থিত থাকবেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা ৷ স্বাভাবিকভাবেই মঙ্গলবারের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷

5 জানুয়ারি শুক্রবার সন্দেশখালি 1 নং ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে পৌঁছতেই শাহজাহানের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় কয়েকজন ইডি আধিকারিকদের ৷ ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয় ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তারপর থেকে এখনও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

এই ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরবর্তী তদন্ত কীভাবে হবে সেই বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন :

1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

2. 'পালানোর লোক নয়, সন্দেশখালিতেই আছেন', চাঞ্চল্যকর দাবি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের

3. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের

Last Updated : Jan 9, 2024, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.