ETV Bharat / state

WB Recruitment Scam: 3 বছরে 75টি ব্য়াংক অ্যাকাউন্টে লেনদেন ! কুন্তলের বিরুদ্ধে দাবি ইডির

নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে নয়া তথ্য ! ইডির গোয়েন্দারা দাবি করছেন, 3 বছরের মধ্যে 75টি ব্যাংক অ্য়াকাউন্টে আর্থিক লেনদেন করেছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh Utilised 75 Bank Accounts) ৷ সেইসব অ্য়াকাউন্টের তথ্য পেতেই কোমর বাঁধছে ইডি ৷

ED claims Kuntal Ghosh Utilised 75 Bank Accounts in Three years
ফাইল ছবি
author img

By

Published : Mar 9, 2023, 5:45 PM IST

কলকাতা, 9 মার্চ: একটি বা দু'টি নয় ৷ নিয়োগ দুর্নীতির (WB Recruitment Scam) কালো টাকা বিভিন্ন জায়গায় পাঠাতে মোট 75টি ব্যাংক অ্য়াকাউন্ট ব্যবহার করেছিলেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Utilised 75 Bank Accounts) ৷ তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ৷ সংশ্লিষ্ট 75টি অ্য়াকাউন্টের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য হাতে পেতে চান তাঁরা ৷ তার জন্য ইতিমধ্য়েই নানা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

ইডি আধিকারিকদের হাতে আসা তথ্য বলছে, 2017 সাল থেকে 2019 সাল, এই 3 বছরের মধ্যে 75টি অ্য়াকাউন্টে আর্থিক লেনদেন করেছেন কুন্তল ৷ এর মধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে সোমা চক্রবর্তীর নামে ৷ সংবাদমাধ্যমকে ইতিমধ্য়েই সোমা জানিয়েছেন, তাঁর সঙ্গে কুন্তলের বন্ধুত্ব ছিল ৷ দাবি করা হচ্ছে, সেই বন্ধুত্বের খাতিরেই সোমাকে কয়েক দফায় 50 লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ! বলা হচ্ছে, সোমা ব্যবসার কাজে জন্য এই টাকা কুন্তলের কাছ থেকে ধার নিয়েছিলেন ! প্রসঙ্গত, সোমা চক্রবর্তীর দক্ষিণ কলকাতায় একটি বিউটি পার্লার রয়েছে ৷

ইডির দাবি, শুধুমাত্র সোমা নন ৷ এমন বহু মানুষের অ্য়াকাউন্টেই কোটি কোটি টাকা পাঠিয়েছেন কুন্তল ৷ সেই টাকার উৎস কী ? কেন সংশ্লিষ্ট 75 অ্য়াকাউন্টের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন হল ? এই অ্য়াকাউন্টগুলি কাদের নামে রয়েছে ? সেই টাকা থেকে কারা লাভবান হয়েছেন ? কার নির্দেশ ওই অ্য়াকাউন্টগুলিতে টাকা পাঠানো হয় ? এমনই বহু প্রশ্নের উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন: কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা

এইসব তথ্য খুঁজতে গিয়েই ইডির রাডারে চলে এসেছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সূত্রের দাবি, কুন্তলের অ্য়াকাউন্ট থেকে বনির ব্যাংক অ্য়াকাউন্টেও মোটা টাকা ঢুকেছিল ? ইডির প্রশ্ন, বনিকে কেন টাকা পাঠিয়েছিলেন কুন্তল ? তাঁদের দু'জনের পরিচয় কোথায় এবং কীভাবে হয়েছিল ? তাহলে কি বনিও নিয়োগ দুর্নীতির কালো টাকা হাতে পেয়েছিলেন ? এইসব প্রশ্নের উত্তর পেতেই শুক্রবার বনিকে ডেকে পাঠায় ইডি ৷ কিন্তু, তিনি বৃহস্পতিবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান ৷ মুখোমুখি হন ইডির গোয়েন্দাদের ৷

কলকাতা, 9 মার্চ: একটি বা দু'টি নয় ৷ নিয়োগ দুর্নীতির (WB Recruitment Scam) কালো টাকা বিভিন্ন জায়গায় পাঠাতে মোট 75টি ব্যাংক অ্য়াকাউন্ট ব্যবহার করেছিলেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Utilised 75 Bank Accounts) ৷ তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ৷ সংশ্লিষ্ট 75টি অ্য়াকাউন্টের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য হাতে পেতে চান তাঁরা ৷ তার জন্য ইতিমধ্য়েই নানা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

ইডি আধিকারিকদের হাতে আসা তথ্য বলছে, 2017 সাল থেকে 2019 সাল, এই 3 বছরের মধ্যে 75টি অ্য়াকাউন্টে আর্থিক লেনদেন করেছেন কুন্তল ৷ এর মধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে সোমা চক্রবর্তীর নামে ৷ সংবাদমাধ্যমকে ইতিমধ্য়েই সোমা জানিয়েছেন, তাঁর সঙ্গে কুন্তলের বন্ধুত্ব ছিল ৷ দাবি করা হচ্ছে, সেই বন্ধুত্বের খাতিরেই সোমাকে কয়েক দফায় 50 লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ! বলা হচ্ছে, সোমা ব্যবসার কাজে জন্য এই টাকা কুন্তলের কাছ থেকে ধার নিয়েছিলেন ! প্রসঙ্গত, সোমা চক্রবর্তীর দক্ষিণ কলকাতায় একটি বিউটি পার্লার রয়েছে ৷

ইডির দাবি, শুধুমাত্র সোমা নন ৷ এমন বহু মানুষের অ্য়াকাউন্টেই কোটি কোটি টাকা পাঠিয়েছেন কুন্তল ৷ সেই টাকার উৎস কী ? কেন সংশ্লিষ্ট 75 অ্য়াকাউন্টের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন হল ? এই অ্য়াকাউন্টগুলি কাদের নামে রয়েছে ? সেই টাকা থেকে কারা লাভবান হয়েছেন ? কার নির্দেশ ওই অ্য়াকাউন্টগুলিতে টাকা পাঠানো হয় ? এমনই বহু প্রশ্নের উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন: কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা

এইসব তথ্য খুঁজতে গিয়েই ইডির রাডারে চলে এসেছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সূত্রের দাবি, কুন্তলের অ্য়াকাউন্ট থেকে বনির ব্যাংক অ্য়াকাউন্টেও মোটা টাকা ঢুকেছিল ? ইডির প্রশ্ন, বনিকে কেন টাকা পাঠিয়েছিলেন কুন্তল ? তাঁদের দু'জনের পরিচয় কোথায় এবং কীভাবে হয়েছিল ? তাহলে কি বনিও নিয়োগ দুর্নীতির কালো টাকা হাতে পেয়েছিলেন ? এইসব প্রশ্নের উত্তর পেতেই শুক্রবার বনিকে ডেকে পাঠায় ইডি ৷ কিন্তু, তিনি বৃহস্পতিবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান ৷ মুখোমুখি হন ইডির গোয়েন্দাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.